প্রীতি পোদ্দার, কলকাতা: দুর্গাপুজোয় বৃষ্টি যে হবে তা অনেকদিন আগেই জানিয়েছিল হাওয়া অফিস। সেই অনুসারে বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির (Weather Update) দাপট দেখা গিয়েছিল। দশমীর দিন থেকে শুরু হয়েছিল দুর্যোগ। তার উপর সামনেই লক্ষ্মীপুজো। এই আবহে বাংলায় একটানা প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। জেলায় জেলায় জারি হয়েছে সতর্কতা। অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। উত্তর থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই জারি রয়েছে সতর্কতা।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, এইমুহুর্তে নিম্নচাপ ওড়িশা থেকে সরে ঝাড়খণ্ড হয়ে বিহারের দিকে গিয়েছে। শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এদিকে উত্তর-পশ্চিম এবং তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এখনও পুরোপুরি শান্ত হয়নি। এখনও উত্তাল সমুদ্র। যার ফলে নিম্নচাপের প্রভাবে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে চলেছে। ফলে মৎস্যজীবীদের এখনই সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। অন্যদিকে নিম্নচাপের প্রভাবে উত্তর ও দক্ষিণবঙ্গে একাধিক জেলায় আগামী কয়েক দিন বৃষ্টি সতর্কতা ও জারি করেছে হওয়া অফিস। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। নিম্নচাপের কারণে ইতিমধ্যেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। যার ফলে সকাল থেকেই বৃষ্টি হয়েই চলেছে। আগামীকালও কলকাতা, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হাওড়া জেলাতেও বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টি হতে চলেছে। আগামী মঙ্গলবার পর্যন্ত থাকবে এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতি।
আরও পড়ুন: বিসর্জন ঘিরে উত্তপ্ত জামালপুর, পুলিশসহ সিভিককে ব্যাপক মারধর স্থানীয়দের!
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ রবিবার নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের মতো পাহাড়ি ও সীমান্তবর্তী জেলায় আজ থেকেই শুরু হবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত। সঙ্গে বইবে ৩০-৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া। আশঙ্কা করা হচ্ছে আগামী সোমবার পর্যন্ত উত্তরের বেশ কয়েকটি জেলায় প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের মতোই লক্ষ্মীপুজোর দিনও ভারী বৃষ্টি হতে চলেছে।