ডেলিভারি পার্টনাররাও পাবেন অবসরকালীন সুবিধা, উদ্যোগ Zomato-HDFC পেনশনের

Published:

zomato pension
Follow

সহেলি মিত্র, কলকাতা: কর্মীদের কথা ভেবে অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ কোম্পানি বিরাট উদ্যোগ নিল Zomato। জানা গিয়েছে, জোম্যাট এবং এইচডিএফসি পেনশন ডেলিভারি পার্টনারদের অবসরকালীন সুবিধা প্রদানের জন্য ‘এনপিএস প্ল্যাটফর্ম ওয়ার্কার্স মডেল’ চালু করেছে। অর্থাৎ জোমাটর সঙ্গে যুক্ত ডেলিভারি পার্টনাররা অবসরকালীন সুবিধা পাবেন, আর এই সুবিধা মিলবে এনপিএস-এর। ১ অক্টোবর পেনশন তহবিল নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ (পিএফআরডিএ) আয়োজিত একটি অনুষ্ঠানে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আনুষ্ঠানিকভাবে এই মডেলটি চালু করেন।

বিবৃতি জারি Zomato-র

জোমাটো এক বিবৃতি জারি করে জানিয়েছে, “Zomato-র সাথে কাজ করা ৩০,০০০ এরও বেশি ডেলিভারি পার্টনার এই অফারটি চালু হওয়ার ৭২ ঘন্টার মধ্যে তাদের PRAN (স্থায়ী অবসর অ্যাকাউন্ট নম্বর) তৈরি করেছেন। জোমাটো ২০২৫ সালের শেষ নাগাদ এক লক্ষেরও বেশি ডেলিভারি পার্টনারকে তাদের এনপিএস অবসর অ্যাকাউন্ট ব্যবহার করতে সক্ষম করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

NITI Aayog-এর একটি রিপোর্ট অনুসারে, ভারতে প্ল্যাটফর্ম কর্মীর সংখ্যা FY2029-30-এর মধ্যে ২৩.৫ মিলিয়নে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে, এই কর্মীদের জন্য সচেতনতা এবং আনুষ্ঠানিক অবসর সুবিধাগুলিতে অ্যাক্সেসের ক্ষেত্রে একটি ব্যবধান রয়েছে। এক রিপোর্ট অনুযায়ী, অনেক কর্মীরই অবসরকালীন সঞ্চয়ের হার প্রায় শূন্যের কাছাকাছি।

এই সহযোগিতার ফলে এখন স্বাধীন গিগ কর্মীরা যারা জোমাটোতে ডেলিভারি পার্টনার হিসেবে যোগদান করেছেন, তারা অবসরকালীন এককালীন অর্থ এবং মাসিক পেনশনের মতো দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তার সুবিধা উপভোগ করতে পারবেন, পাশাপাশি ছোট, নিয়মিত অবদানের মতো নমনীয়তাও পাবেন।

কী বলছে HDFC পেনশন?

এইচডিএফসি পেনশনের সিইও শ্রীরাম আইয়ার বলেন, “জোমাটোর সহযোগিতায় গিগ কর্মীদের জন্য এই অফারটি আনতে পেরে আমরা আনন্দিত। সাধারণত, বেশিরভাগ মানুষ অবসর গ্রহণের সময় এগিয়ে আসার সাথে সাথে অবসর পরিকল্পনার গুরুত্ব বুঝতে শুরু করে। তাই, আমরা এই বিষয়ে সচেতনতা তৈরির জন্য ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে, সকলেরই আনুষ্ঠানিক অবসর পরিকল্পনার সরঞ্জাম ব্যবহারের সুযোগ নেই। এনপিএস প্ল্যাটফর্ম ওয়ার্কার্স মডেলের মাধ্যমে, এই ব্যক্তিরা এখন তাদের অবসরের পরিকল্পনা শুরু করতে পারেন। এই মডেলটি কেবল তাদের অবসরের পরিকল্পনা করতেই সক্ষম করে না, বরং আমাদের জনসংখ্যার একটি বৃহৎ অংশকে দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তার আওতায় আনতেও অবদান রাখে। এই মডেলটি চালু করার ক্ষেত্রে তাদের দৃষ্টিভঙ্গি এবং সমর্থনের জন্য আমি PFRDA-কে ধন্যবাদ জানাতে চাই। তাদের ডেলিভারি পার্টনারদের জন্য এই মডেলটি বাস্তবায়নে তাদের সমর্থন এবং উদ্যোগের জন্য আমি Zomato-কেও ধন্যবাদ জানাতে চাই। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এটি ভারতকে ‘ভবিষ্যতের জন্য উপযুক্ত’ করে তোলার ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যাবে।”

জোমাটোর সিইও দিপিন্দর গোয়েল বলেন, “আমাদের ডেলিভারি পার্টনাররা জোমাটোর মূলে রয়েছে। এইচডিএফসি পেনশনের মাধ্যমে, আমরা দৈনন্দিন জীবিকার বাইরে দীর্ঘমেয়াদী আর্থিক সুরক্ষা এবং অবসরকালীন নিশ্চয়তার দিকে এক ধাপ এগিয়ে যাচ্ছি। এটি ভারতের বিশাল অর্থনীতিকে শক্তিশালী করে এমন ব্যক্তিদের জন্য স্থিতিশীলতা এবং মর্যাদা তৈরির জন্য আমাদের বৃহত্তর প্রতিশ্রুতির অংশ।”

আরওPensionZomato
গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join