সহেলি মিত্র, কলকাতাঃ আবহাওয়ার (Weather) তাণ্ডব রূপ কাকে বলে তা হারে হারে টের পাচ্ছেন বাংলার মানুষ। বিশেষ করে প্রকৃতি যেন রুদ্রমূর্তি ধারণ করেছে উত্তরবঙ্গে। অতি প্রবল ভারী বৃষ্টিতে বিপর্যস্ত একের পর এক জেলা। জারি করা হয়েছে লাল, কমলা সতর্কতা। আপাতত সেখানে দুর্যোগ থামার লক্ষণ নেই বলেই ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। এদিকে ঝড় বৃষ্টির কবলে রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গও। কবে দক্ষিণবঙ্গের মানুষ কড়া রোদ দেখে বিছানা ছেড়েছেন হয়তো ভুলেই গিয়েছেন। আজ রবিবার ছুটির দিনেও বাংলায় ব্যাপক দুর্যোগ চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। সৌজন্যে নিম্নচাপ।
জানা গিয়েছে, নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু স্থান সহ কলকাতা ও তার তৎসংলগ্ন অঞ্চলেও আগামী কয়েক ঘণ্টায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ও স্থান বিশেষে অস্থায়ী ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ বেশিরভাগ সময়েই আকাশ আংশিক বা পূর্ণ কালো মেঘে ঢাকা থাকবে। পশ্চিম ঝাড়খণ্ড এবং দক্ষিণ বিহারের সংলগ্ন এলাকার উপর নিম্নচাপের অঞ্চল তৈরি হয়েছে। এর ফলে উত্তর বঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। আজ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গেও।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আলোচনা করে নেওয়া যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায়। এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
রবিবার আরও দুর্যোগ চলবে উত্তরবঙ্গে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, দানবীয় নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় ভারী থেকে চরম ভারী ভয়াবহ বৃষ্টি, ঝোড়ো হাওয়া, প্রবল বজ্রবিদ্যুৎ সহ ভীষণ দূর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। এদিন আলিপুরদুয়ার জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে।
আগামীকালের আবহাওয়া
এবার আসা যাক সোমবার কেমন থাকবে সমগ্র বাংলা আবহাওয়া সে সম্পর্কে। এদিন উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অপরদিকে এদিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়।