5000mAh ব্যাটারি, 50MP ক্যামেরার তিনটি স্মার্টফোন লঞ্চ করল Samsung! 6999 থেকে শুরু দাম

Published:

Samsung Smartphone Launch
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের স্মার্টফোন বাজারে আবারও চমক দিল দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্ট স্যামসং। সংস্থাটি এবার একসঙ্গে তিন-তিনটি নতুন স্মার্টফোন লঞ্চ (Samsung Smartphone Launch) করেছে। আর সেগুলি হল Galaxy A07, Galaxy F07, এবং Galaxy M07। এমনকি তিনটি ফোনেই রয়েছে 4G সাপোর্ট, শক্তিশালী ব্যাটারি আর 50 মেগাপিক্সেলের ক্যামেরা। জানা যাচ্ছে, এই ফোনগুলোর দাম শুরু হচ্ছে মাত্র 6999 টাকা থেকে।

কোন মডেলের কত দাম?

যেমনটা খবর, তিনটি মডেলই ভারতীয় গ্রাহকদের জন্য বিশেষভাবে তৈরি করা। স্যামসাং জানিয়েছে, কম দামে উন্নত পারফরম্যান্স দেওয়া মূলত এই সিরিজের প্রধান উদ্দেশ্য। তালিকায় রয়েছে—

Samsung Galaxy A07- এই ফোনটির দাম মাত্র 8999 টাকা। আর এটি কালো, সবুজ এবং লাইট ভায়োলেট রঙে পাওয়া যাবে। ফোনটি Samsung এর অফিসিয়াল অনলাইন স্টোর থেকেই কেনা যাবে।

Samsung Galaxy F07- এই ফোনটির দাম মাত্র 7699 টাকা। এই ফোনটি শুধুমাত্র ফ্লিপকার্টে সবুজ রঙেই পাওয়া যাবে।

Samsung Galaxy M07- এই ফোনটি সবথেকে সস্তার মডেল। কারণ এর দাম মাত্র 6999 টাকা। এই ফোনটি শুধুমাত্র কালো রঙেই পাওয়া যাবে এবং অ্যামাজন এক্সক্লুসিভে এটি বিক্রি হবে।

উল্লেখ্য, তিনটি ফোনেই 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ থাকবে। আর সঙ্গে 2TB পর্যন্ত microSD কার্ড ব্যবহারের সুবিধা দেওয়া হবে।

ডিসপ্লে এবং ডিজাইন

এই তিনটি ফোনেই রয়েছে 6.7 ইঞ্চির একটি HD+ PLS LCD স্ক্রিম, যার রেজোলিউশন 720×1600 পিক্সেল এবং রিফ্রেশ রেট 90Hz। এদিকে ফোনের ডিজাইনও হালকা এবং স্লিম করা হয়েছে। আর সবথেকে বড় কথা, ফোনগুলোর উপরে IP54 রেটিং দেওয়া হচ্ছে, যা ধুলো বা জলের ছিটা থেকে সুরক্ষিত দেবে।

প্রসেসর এবং পারফরম্যান্স

এই তিনটি মডেলে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G99 চিপসেট। আর এই প্রসেসের মূলত গেমিং, মাল্টি টাস্কিংয়ের জন্যই পরিচিত। তাই কম দামে সেরা পারফরম্যান্স পাওয়া যাবে, তা বলার অপেক্ষা রাখে না। এদিকে ফোনগুলোতে থাকবে One UI 7 (Android 15) এর উপর ভিত্তি করে তৈরি সফটওয়্যার। আর স্যামসাং নিজেই জানিয়েছে যে, এই ফোনগুলি 6টি বড় ওয়েব আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া থাকবে, যা বাজেটের মধ্যে সেরা।

ক্যামেরা ফিচার

এদিকে ফটোগ্রাফির দিক থেকে তিনটি মডেলেই রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। পিছনের দিকে থাকবে 50 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এদিকে সেলফি ও ভিডিও কলের জন্য রয়েছে একটি 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

আরও পড়ুনঃ Top 10: পাহাড়ি খাদে গাড়ি উল্টে মৃত্যু, তৃণমূল নেতার ছেলের চুরি, প্রতিমা ভাঙচুর! আজকের সেরা ১০ খবর

পাশাপাশি ব্যাটারি ও চার্জিং-এও দিচ্ছে চমক। কারণ, এই তিনটি ফোনেই দেওয়া হচ্ছে 5000mAh এর একটি বিশাল ব্যাটারি, যা একদিনের বেশি ব্যাকআপ দেবে। এমনকি চার্জিং-এর জন্য 25W ফার্স্ট চার্জিং সাপোর্ট থাকছে। অর্থাৎ, খুব দ্রুত চার্জ হবে ফোনটিতে।

উল্লেখ্য, এই ফোনে থাকবে 4G LTE, Bluetooth 5.3, Wi-Fi 5 ও Wi-Fi Direct কানেক্টিভিটি। তাই সবমিলিয়ে যারা কমদামের মধ্যে সেরা ফোন কিনতে চান, তাদের জন্য এই ফোনগুলি হতে পারে একেবারে সেরার সেরা বিকল্প।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join