সৌভিক মুখার্জী, কলকাতা: প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও এবছর বেশ রমরমিয়ে হচ্ছে দুর্গাপুজোর কার্নিভালের উৎসব। বাংলার গ্রাম কিংবা শহর, সবজায়গায় আলোর উৎসব, সংগীত আর জনগণের ভিড় উপচে পড়ছে। আর এরই মধ্যে এবার দুর্গাপুরের পুজো কার্নিভালে উপস্থিত হলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান (Jaya Ahsan)। এমনকি সেখানে রবীন্দ্র সংগীত গেয়ে তিনি দর্শকদের মুগ্ধ করেন। তবে এই আনন্দের মাঝেই শুরু হল বিতর্ক। বিজেপির একাংশ দাবি করছে, বাংলাদেশের অভিনেত্রীকে পুজোর কার্নিভালে আমন্ত্রণ জানানো একদমই উচিত হয়নি। এটা মা দুর্গাকেই অপমান।
আহসানের উপস্থিতি ঘিরেই বিতর্কের ঝড় দুর্গাপুরে
স্থানীয় রিপোর্ট অনুযায়ী খবর, শনিবার সন্ধ্যাবেলা দুর্গাপুরের চতুর্থ বর্ষের কার্নিভাল মঞ্চে বহু শিল্পী, নৃত্যশিল্পী এবং সংগীত শিল্পীরা উপস্থিত ছিলেন। তবে সেখানে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন জয়া আহসান। তাঁকে মঞ্চে দেখেই বিজেপি অভিযোগ তোলে, একজন বিদেশী নাগরিককে বিশেষ করে বাংলাদেশের নাগরিককে কোনওভাবেই সরকারি পুজো কার্নিভালে আনা উচিত নয়। এটা দুর্গাপুজোরই অপমান। রাজ্যের নিজস্ব শিল্পীদেরকে উপেক্ষা করে বাইরে থেকে শিল্পী ডাকা মানে বাংলার শিল্প সংস্কৃতির প্রতি ঘোর অবমাননা।
এমনকি বিক্ষোভ এখানেই থেমে থাকেনি। আজ সকালে দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়ের দপ্তরের সামনে বিজেপি কর্মীরা প্রতিবাদ কর্মসূচিও শুরু করেন। আর তাদের হাতে প্ল্যাকার্ড ছিল, যেখানে লেখা রয়েছে “বাংলার গর্ব, বাংলার মঞ্চে বিদেশি কেন?” এমনকি বিজেপির জেলা সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেছেন, একজন বাংলাদেশী নাগরিককে দুর্গাপুজোর কার্নিভাল অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো সত্যি দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত। রাজ্যের শিল্পীদেরকে অপমান করে বাইরে থেকে তারকা এনে এরকমভাবে গ্ল্যামার দেখানো একেবারেই দৃষ্টিকটু। এমনকি তারা মহাকুমা শাসকের পদত্যাগের দাবিও তুলেছেন।
আরও পড়ুনঃ লক্ষ্মীপুজোর আগে ফের বাড়ল সোনার দাম, ঊর্ধ্বমুখী রুপোও! আজকের রেট
তৃণমূলের পাল্টা বক্তব্য
তবে বিজেপির এই প্রতিবাদকে তোয়াক্কা না করে তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেছেন, শিল্পীদের কোনও জাত বা ধর্ম হয় না। দুর্গাপুরে জয়া আহসানের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রীর উপস্থিতি আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানকে আরও সাফল্যমন্ডিত করে তুলেছে। এতে রাজনীতির কোনও সম্পর্ক নেই। বিজেপি বরাবরই বাংলার সংস্কৃতিকে কলুষিত করার চেষ্টা করে আসছে। বাংলার মানুষ এর যোগ্য জবাব দেবেই।