প্রীতি পোদ্দার, কলকাতা: নিম্নচাপের প্রভাবে লাগাতার বৃষ্টিতে ব্যাপক বিপর্যস্ত অবস্থা উত্তরবঙ্গে (North Bengal)। মিরিকে নেমেছে ভূমিধস। আর এই মহা দুর্যোগে এবং ভূমিধসের কারণে অবরুদ্ধ হয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। অর্থাৎ এইমুহুর্তে দার্জিলিং থেকে শিলিগুড়িগামী রাস্তা বন্ধ রাখা হয়েছে। শেষ আপডেট অনুযায়ী মিরিক এবং সুখিয়ায় ধসে চাপা পড়ে শিশু সহ মোট ১৩ জনের মৃত্যু হয়েছে। ব্যাপক সমস্যার মুখে পড়েছে পর্যটকেরা। এদিকে বৃষ্টির পরিমাণ ক্রমেই বাড়ছে উত্তরের একাধিক জেলাগুলিতে, ফলে ধসের আশঙ্কাও বেশ রয়েছে।
একটানা বৃষ্টিতে ভেঙেছে লোহার সেতুর একাংশ
আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল যে প্রবল বৃষ্টিতে বিপর্যয়ের আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গে। আর সেই আশঙ্কাই এবার সত্যি হল, বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টি হয়েই চলছে উত্তরবঙ্গে। গতকাল অর্থাৎ শনিবারও প্রবল বৃষ্টি হয় উত্তরবঙ্গে। আর সেই বৃষ্টির জেরেই বিজনবাড়ির পুলবাজারে ভাঙল রাস্তা। বহু পর্যটকের আটকে যাওয়ার আশঙ্কা রয়েছে। স্থানীয় রিপোর্ট অনুযায়ী ভেঙে গিয়েছে দুধিয়া সেতুও। রাতের একটানা বৃষ্টিতে লোহার সেতুর একাংশ ভেঙে গিয়েছে। ধস নেমে ঋষিখোলা, পেডংয়ের অনেক রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই উদ্ধারকাজ চালাচ্ছে দার্জিলিং জেলা পুলিশ।
ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে!
ভারী বৃষ্টি এবং দুর্যোগের জেরে এইমুহুর্তে দার্জিলিং-কালিম্পংয়েও যোগাযোগের একাধিক রাস্তা বন্ধ রাখা হয়েছে। দার্জিলিং বিশপ হাউসের কাছেও বেশ ধস নেমেছে। দ্রুত সেখানে পাথর সরানোর কাজ চলছে। এমতাবস্থায় আবহাওয়ার আপডেট অনুযায়ী, দার্জিলিং, সিকিমের পাহাড়ে আপাতত বৃষ্টি ধরেছে। তবে আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে কমলা সতর্কতা রয়েছে। আলিপুরদুয়ারে জারি রয়েছে লাল সতর্কতা। ভুটানেও প্রবল বৃষ্টি হচ্ছে, বিপদ বাড়বে ডুয়ার্সেরও। লাগাতার বৃষ্টিতে বাড়ছে নদীর জলস্তরও। ফুঁসছে তিস্তা, তোর্সা, জলঢাকা-সহ একাধিক পাহাড়ি নদী।
আরও পড়ুন: বাংলাদেশে হিন্দু নিপীড়িন, নির্যাতনের অভিযোগ মিথ্যা! বললেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর
প্রসঙ্গত, দার্জিলিং জুড়ে একাধিক জনপ্রিয় পর্যটন কেন্দ্র রয়েছে। পুজোর পর বহু মানুষই পাহাড়ে ঘুরতে গিয়েছেন। লাগাতার বৃষ্টি, ধসের জেরে বহু পর্যটকের আটকে পড়ার আশঙ্কা রয়েছে। ঘুরতে এসে মহাদুর্যোগের মাঝে মাথায় হাত পড়ল পর্যটকদের। এমনকি শিলিগুড়ি ও সিকিমের বিকল্প রাস্তা হিসাবে পরিচিত ৭১৭ জাতীয় সড়কেও ধস নেমেছে। একইসঙ্গে পোড়াঝার, ফুলবাড়ি, জলপাইগুড়িও রাতভর বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রবল বর্ষণে ভেঙেছে মহানন্দা নদীর বাঁধ। ফলে জলমগ্ন হয়ে পড়েছে ফুলবাড়ির পোড়াঝার গ্রাম। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকার্য।