সৌভিক মুখার্জী, কলকাতা: দুর্গাপুজো শেষ। তবে উমার গমন মানেই যে বাঙালির উৎসবের মরসুম শেষ, এমনটা নয়। কারণ এই আশ্বিন আর কার্তিক মাস জুড়েই উৎসব। ইতিমধ্যেই লক্ষ্মীপুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আর সেই প্রহর গোনার দিন প্রায় শেষ। কারণ আগামীকালই কোজাগরী লক্ষ্মীপুজো। আর এই দিনটিতে বাঙালির ঘরে ঘরে শাঁখশঙ্খ, প্রদীপে ভরে উঠবে। মা লক্ষ্মী আরাধনায় মুখরিত হয়ে উঠবে সবদিক। বিশ্বাস করা হয়, শস্যদেবী ও ধনদৌলতের দেবীর আশীর্বাদ কামনায় এই দিনটিকে ভক্তি ভরেই পুজো করা হয়।
তবে এই শুভ মুহূর্তের দিনটিতে পরিবার, বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনকে শুভেচ্ছা বার্তা (Lakshmi Puja 2025 Wishes) পাঠানো এখন রীতি। কারণ এই দিনটি শুধুমাত্র আরাধনার জন্য নয়, বরং আনন্দে ভাগাভাগি করে নেওয়ারও দিন। আজকের প্রতিবেদনে লক্ষ্মীপুজোর শুভেচ্ছা বার্তা নিয়ে এমন কিছু হোয়াটসঅ্যাপ, ফেসবুক কিংবা এসএমএস উইশ তুলে ধরব, যেগুলি প্রিয়জনকে পাঠালে সে খুশিতে আত্মহারা হয়ে উঠবে।
এভাবে জানান লক্ষ্মীপুজো ২০২৫-এর শুভেচ্ছা বার্তা
১) শুভ লক্ষ্মীপুজো। মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবন ধন-সম্পত্তিতে ভরে উঠুক। সুখ, শান্তি আর সমৃদ্ধি ফিরে আসুক আপনার পরিবারে।
২) এই পবিত্র লক্ষ্মীপুজোর দিনে মা লক্ষ্মী যেন আপনার জীবনের প্রতিটি কোনায় সুখের আলো ছড়িয়ে দেয়। আপনার পরিবার আনন্দে পরিপূর্ণ থাকুক।
৩) শুভ লক্ষ্মীপুজো ২০২৫। মা লক্ষ্মী আপনার ঘরে ধন-সম্পত্তি ভরে দিক।
৪) এই শুভদিনে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার প্রতিটি মুহূর্ত সফল হোক। জীবনে সুখ শান্তি ফিরে আসুক।
৫) শুভ লক্ষ্মীপুজো। আপনার ঘরে মা লক্ষ্মীর পদধ্বনি পড়ুক। সঙ্গে আনন্দ, সমৃদ্ধি নিয়ে আসুক মা লক্ষ্মী।
৬) মা লক্ষ্মীর কৃপায় আপনার ঘর ভরে উঠুক আনন্দ আর শান্তিতে। শুভ লক্ষ্মীপুজো ২০২৫।
৭) মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার প্রতিটি দিন সাফল্যমন্ডিত হোক। প্রতিটি রাত হোক শান্তিময়। শুভ লক্ষ্মীপুজো।
৮) শুভ লক্ষ্মীপুজো। মা লক্ষ্মী আপনার বাড়িতে অর্থ, অন্ন আর আশীর্বাদ নিয়ে আসুক।
৯) মা লক্ষ্মীর কৃপায় আপনার ঘরে সুখ, শান্তি এবং আনন্দ ফিরে আসুক। শুভ লক্ষ্মীপুজো ২০২৫।
১০) এই পবিত্র দিনটিতে মা লক্ষ্মী যেন আপনার সৌভাগ্যের দরজা খুলে দেয়। শুভ লক্ষ্মীপুজো।
১১) শুভ লক্ষ্মীপুজো। মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনে কোনও সময় যেন অভাব না আসে।
১২) শুভ লক্ষ্মীপুজো। দিনটি আপনার জীবনের সুখ আর সাফল্যের নতুন সূচনা হিসেবে ধরা দিক।
১৩) মা লক্ষ্মীর করুণায় আপনার প্রতিটি ইচ্ছা পূরণ হোক আর জীবন আশীর্বাদে ভরে উঠুক। শুভ লক্ষ্মীপুজো।
১৪) মা লক্ষ্মী যেন আপনার পরিবারের প্রত্যেকটি সদস্যকে সুখী ও সুস্থ রাখে। শুভ লক্ষ্মীপুজো। ভালো থাকবেন সবাই।
১৫) মা লক্ষ্মীর পদচিহ্নে আপনার ঘর আশীর্বাদে পরিপূর্ণ হয়ে উঠুক। শুভ লক্ষ্মীপুজো।
১৬) মা লক্ষ্মী আপনার জীবনে যেন সারা বছর আশীর্বাদ বর্ষণ করে। শুভ লক্ষ্মীপুজো।
১৭) শুভ লক্ষ্মীপুজো। আপনার দিনটি আনন্দ, হাসি আর খুশিতে ভরে উঠুক।
১৮) মা লক্ষ্মীর আশীর্বাদে জীবন থেকে প্রতিটি সমস্যা দূর হয়ে যাক, আর সাফল্য ভরে ভরে আসুক। শুভ লক্ষ্মীপুজো।
১৯) মা লক্ষ্মীর আশীর্বাদে দিনটি মঙ্গলময় হয়ে উঠুক। সুখ, সমৃদ্ধির সূচনা হিসেবে আপনার জীবন ধরা দিক এই পবিত্র দিনটি।
২০) শুভ লক্ষ্মীপুজো। মা লক্ষ্মী যেন আপনার জীবনের প্রতিটি মুহূর্তে আনন্দ এবং সৌভাগ্য ফিরিয়ে নিয়ে আসে।
২১) মা লক্ষ্মী যেন সারা জীবন আপনাকে আশীর্বাদ বর্ষণ করে। আপনার ঘর আনন্দ এবং সুখে ভরে উঠুক।
২২) শুভ লক্ষ্মীপুজো। মা লক্ষ্মীর আশীর্বাদে জীবনে নতুন আশা, আনন্দ আর শুভ সূচনা হোক।
২৩) মা লক্ষ্মীর আশীর্বাদে পরিবারে ভালবাসা এবং শান্তিতে পরিপূর্ণ হয়ে উঠুক। শুভ লক্ষ্মীপুজো।
২৪) শুভ লক্ষ্মীপুজো ২০২৫। মা লক্ষ্মীর আশীর্বাদে জীবন উজ্জ্বল হোক, সমৃদ্ধি আর শান্তি ভরে উঠুক।
২৫) দেবী লক্ষ্মীর আশীর্বাদে আপনার দিনটি উজ্জ্বল হয়ে উঠুক। শুভ লক্ষ্মীপুজো।
২৬) শুভ লক্ষ্মীপুজো ২০২৫। আপনার ঘর ধন, সুস্বাস্থ্য ও আনন্দে পরিপূর্ণ হয়ে উঠুক।
২৭) দেবী লক্ষ্মীর আগমনে আপনার ধনসম্পত্তি বৃদ্ধি পাক। শুভ লক্ষ্মীপুজো।
২৮) শুভ লক্ষ্মীপুজোর প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই। বড়দেরকে প্রণাম আর ছোটদের ভালোবাসা।
আরও পড়ুনঃ দুর্গাপুরে পুজো কার্নিভালে অতিথি জয়া আহসান, বাংলাদেশি অভিনেত্রী কেন? বিক্ষোভ বিজেপির
২৯) দেবী লক্ষ্মী আপনার জীবনে অশেষ ধন-সম্পত্তি নিয়ে আসুক। কোনওদিন যেন অভাব না দেখা যায়। শুভ লক্ষ্মীপুজো।
৩০) আজকের এই বিশেষ দিনে আপনার সব আশা পূরণ হোক। শুভ লক্ষ্মীপুজো।