প্রীতি পোদ্দার, কলকাতা: শনিবার রাতভর লাগাতার বৃষ্টিতে ভয়ংকরভাবে বিপর্যস্ত গোটা উত্তরবঙ্গ। একাধিক জায়গায় নেমেছে ধস। মৃত্যু হয়েছে একাধিকের। বন্ধ করা হয়েছে বহু রাস্তা। জলমগ্ন বিস্তীর্ণ এলাকা। তার উপর দিনভর বৃষ্টির জেরে তিস্তা, মহানন্দা, জলঢাকা, তোর্সা নদীতে বেড়েছে জলস্তর, তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। ইতিমধ্যেই সেখানকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরানোর কাজ শুরু হয়েছে। মিরিক ও শিলিগুড়ির সংযোগকারী দুধিয়ায় সেতু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমতাবস্থায় পর্যটকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।
উত্তরবঙ্গ নিয়ে চিন্তিত মুখ্যমন্ত্রী
দক্ষিণবঙ্গের পর এবার উত্তরবঙ্গ। গতকাল দিনভর ভারী বৃষ্টির জেরে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরবঙ্গের একাধিক এলাকা। আর সেই ভয়াল পরিস্থিতি নিয়ে বেশ উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি মুহূর্তে সেখানকার বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন তিনি। নজর রাখছেন পরিস্থিতি উপর। শনিবার উত্তরের জেলাগুলির ডিএমদের সঙ্গে বৈঠক করেছেন। দিয়েছেন একাধিক নির্দেশ। এমতাবস্থায় পর্যটকদের হোটেল থেকে বেরতে বারণ করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
পর্যটকদের জন্য বিশেষ বার্তা মমতার
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন পর্যটকদের জন্যও বিশেষ বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন যে, “অনেক পর্যটক ঘুরতে গিয়ে আটকে গিয়েছেন। আমি বলেছি, পর্যটকরা যে যেখানে আছেন থাকবেন। তাঁদের যেন অতিরিক্ত হোটেল ভাড়া দিতে না হয় এর জন্য। আর সেই ভাড়া নেওয়ার জন্য হোটেল মালিকরা কোনও চাপ যাতে না দেয় সেটা সরকার দেখবে। এইসময় পর্যটকরা যেন কোনো তাড়াহুড়ো না করেন।”ইতিমধ্যেই পরিস্থিতি খতিয়ে দেখতে আগামিকাল, সোমবার উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী। দুপুর তিনটের মধ্যে উত্তরবঙ্গে পৌঁছে যাবেন তিনি।
আরও পড়ুন: সোমবার পূর্ব দিকে অগ্রসর, ঘূর্ণিঝড় শক্তি নিয়ে নয়া আপডেট আবহাওয়া দফতরের
DVC-কে তোপ মমতার
উত্তরবঙ্গে ধসের কারণে অনেকেই মারা গিয়েছেন। অবস্থায় স্বজনহারাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, “ যাঁদের বাড়ি ভেঙে গেছে তাঁরা যাতে বাড়ি পায় সেটা দেখব। আর যাঁরা স্বজন হারিয়েছেন তাঁদের পরিবার যাতে চাকরি পায় আমরা দেখে দেব।“ এদিকে উত্তরবঙ্গের এই ভয়ঙ্কর বন্যা পরিস্থিতির মধ্যে DVC কে দশুদিতে ছাড়লেন না তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, “ দক্ষিণবঙ্গে ডিভিসি জল ছেড়েছে গাদাগাদা। যার ফলে দক্ষিণবঙ্গের ঘাটাল ভাসছে। ডিভিসি জল ছাড়লেই জমে যায়। তারপর গঙ্গায় যদি জোয়ার আসে তাহলে জল বেরবে কোথা দিয়ে? সারা পৃথিবীতে বিপর্যয় চলছে।”