প্রীতি পোদ্দার, কলকাতা: আগামীকাল ঘরে ঘরে উদযাপিত হতে চলেছে লক্ষ্মী পুজো। এদিকে উত্তর সহ দক্ষিণবঙ্গে সকাল থেকেই আকাশের মুখ ভার। কোথাও কোথাও হচ্ছে ভারী বৃষ্টি (Weather Update)। আর তাতেই পুজোর বাজার একেবারেই রফা দফা। এই মুহূর্তে নিম্ন চাপের গতিপথ বদলে গেলেও বর্তমানে সেটি অবস্থান করছে পশ্চিম ঝাড়খণ্ড এবং সংলগ্ন দক্ষিণ বিহারের কাছাকাছি। কিন্তু বৃষ্টি এখনও অব্যাহত, আর তাতেই প্রশ্ন উঠছে আগামীকালও তবে ভাসতে চলেছে কলকাতা?
হাওয়া অফিস বিশেষ বুলেটিন প্রকাশ করে জানিয়েছে, সাগরে তৈরি হওয়া নিম্নচাপ এখন বিহার এবং সংলগ্ন এলাকার উপরে রয়েছে। অনেকটাই শক্তি হারিয়েছে সে। তার সংলগ্ন ঘূর্ণাবর্ত এখন অবস্থান করছে উত্তর-পূর্ব বিহারে। এই আবহে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে আগামী বেশ কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি থাকবে। তবে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কলকাতার পাশাপাশি আশপাশের তিন জেলা হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতার সব জায়গায় বৃষ্টির সম্ভাবনা নেই। কিছু জায়গায় হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। বৃষ্টির পাশাপাশি দু’-এক জায়গায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর ফলে কলকাতায় হলুদ সতর্কতাও জারি করা হয়েছে।
আরও পড়ুন: সংসারে অনটন! ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেওয়ার আর্জি অনুব্রতর, আবেদন খারিজ কোর্টের
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের পাশাপাশি আগামীকাল উত্তরবঙ্গেও একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সোমবারও উত্তরবঙ্গের আট জেলায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। তবে সব জায়গায় ঝড়বৃষ্টি হবে না তবে আলিপুরদুয়ারে হতে পারে ভারী বৃষ্টি। অন্যদিকে মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। ওই দিন দক্ষিণ দিনাজপুর, মালদহে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।