বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত-পাকিস্তান ম্যাচ, আর বিতর্ক থাকবে না তেমনটা হতেই পারে না। গতকাল, আরও একটা রবিবার এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি লড়াইয়ে (India Vs Pakistan) দানা বেঁধেছিল বিতর্ক। এদিন পাকিস্তানের ইনিংসের চতুর্থ ওভারে অপ্রত্যাশিতভাবে রান আউট হয়ে যান পাক ক্রিকেটার মুনিবা আলি। তবে মাঠ ছাড়তে নারাজ ছিলেন তিনি। এদিন তাঁকে আউট দেওয়া নিয়ে সাজঘর থেকে বেরিয়ে তৃতীয় আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়ে দেন পাকিস্তান দলের অধিনায়ক ফাতিমা সানা। তবে পাক দলের শত চেষ্টা সত্ত্বেও মাঠ ছাড়তে হয়েছিল মুনিবাকে। চলুন জেনে নিই গোটা ঘটনা।
ঠিক কী ঘটেছিল?
পাকিস্তান দল তখন ভারতের দেওয়া লক্ষ্য তাড়া করছে। ইনিংসের চতুর্থ ওভার চলাকালীন ক্রান্তি গৌড়ের বল গিয়ে সোজা মুনিবার প্যাডে লাগে। ফলে স্বাভাবিকভাবেই এলবিডব্লিউয়ের আবেদন জানান ভারতীয়রা। যদিও তাতে সবুজ সংকেত দেননি আম্পায়ার। ফলত, রিভিউ চায় ভারতীয় দল। আর তাতেই গোটা চিত্রটা পরিষ্কার হয়ে যায়। তবে সেখানেই থেমে যায়নি বিতর্ক।
যাঁরা ম্যাচ দেখেছেন তাঁরা জানেন, ওই সময় পয়েন্টে দাঁড়িয়ে থেকে বল উইকেটে ছোড়েন দীপ্তি শর্মা। লক্ষ্য পূরণ হলেও আম্পায়ার আউট না দেওয়ায় রিপ্লে দেখেন তৃতীয় আম্পায়ার। তাতে দেখা যায়, বর্ডার লাইনের বাইরে থাকার পাশাপাশি পাকিস্তানি ক্রিকেটারের ব্যাটও হাওয়ায় ছিল। কাজেই নিয়ম অনুযায়ী তিনি রান আউট হয়ে যান।
বলা বাহুল্য, তৃতীয় আম্পায়ার আউট দেওয়া সত্বেও মাঠেই দাঁড়িয়ে ছিলেন মুনিবা। তাঁর দাবি ছিল, ‘ওই বলটি ডেড হয়ে গিয়েছে। তারপরেও কেন আউট দেওয়া হবে?’ এদিন সাজঘর থেকে বেরিয়ে এসে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান পাক অধিনায়ক ফাতিমাও। কিন্তু তাতে লাভের লাভ হয়নি। নিজেদের সিদ্ধান্তে অনড় ছিলেন আম্পায়াররা। ফলে মাঠ ছাড়তে হয় মুনিবাকে। আর এই ঘটনার পরই, পাকিস্তান দল নিয়ে উঠে আসছে একাধিক মন্তব্য।
View this post on Instagram
অবশ্যই পড়ুন: নেই কোনও গর্ত, ৫০ বছর আগে তৈরি, আজও নতুন! ভারতেই রয়েছে এমন রাস্তা
উল্লেখ্য, গতকাল নির্ধারিত 50 ওভারে, পাকিস্তানের বিরুদ্ধে জ্বলে উঠে 248 রানের লক্ষ্য বেঁধেছিল ভারত। ব্যাট হাতে বুক ফুলিয়ে তা পূরণ করতে নেমেও একেবারে নাভিশ্বাস উঠে গিয়েছিল পাকিস্তানের। শেষ পর্যন্ত ভারতীয় বোলিং আক্রমণের সামনে মাথা নুইয়ে 159 রানেই হার মেনে নেয় ফাতিমা সানার দল।