‘কলকাতায় জল হলে ছুটি, উত্তরবঙ্গে বন্যায় কার্নিভালে ব্যস্ত!’ মমতাকে নিশানা শঙ্কর ঘোষের

Published:

North Bengal Disaster shankar ghosh slam mamata
Follow

সহেলি মিত্র, কলকাতা: অবিরাম বৃষ্টিপাতের ফলে বিপর্যস্ত উত্তরবঙ্গ (North Bengal Disaster)। প্রকৃতির রোষের মুখে পড়ে ভেঙে পড়েছে একের পর এক বাড়ি, রাস্তাঘাট। পাহাড়ে নেমেছে ধস। এদিকে এহেন দুর্যোগের ফলে ২০ জনের মৃত্যুর খবর মিলেছে উত্তরবঙ্গের। এদিকে এহেন পরিস্থিতিতে রবিবার রাজ্য সরকার আয়োজিত ‘দুর্গাপুজো কার্নিভালে’ অংশ নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র নিন্দা জানিয়েছে পশ্চিমবঙ্গ বিজেপি (BJP)। একের পর এক নেতা পশ্চিমবঙ্গ সরকারকে তুলোধনা করছে। এবার সেই তালিকায় নাম। লেখালেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।

উত্তরবঙ্গের বিপর্যয় নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ শঙ্কর ঘোষের

এক ভিডিও বার্তায় শঙ্কর ঘোষ বলেন, ‘উত্তরবঙ্গ শুধুমাত্রই মাননীয়ার কাছে ফটোশুট করার জায়গা। অতি বৃষ্টির ফলে যে প্রাকৃতিক বিপর্যয় পার্বত্য অঞ্চল, ডুয়ার্সজুড়ে একের পর এক মৃত্যু, ব্রিজ ভেঙে যাওয়া, ঘর ভেঙে যাওয়া, রাস্তাঘাট ভেঙে যাওয়া, ঘরে জল ঢুকে যাওয়া, এসব কোনোকিছুই নাড়া দেয়নি রাজ্যের তথাকথিত মানবিক মুখ্যমন্ত্রীকে। তিনি ব্যস্ত রেড রোডের কার্নিভালে।’

তিনি আরও বলেন, কলকাতায় যখন অতি বর্ষণ হয় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একের পর এক মানুষের মৃত্যু হয় মুখ্যমন্ত্রী সাথে সাথে এমার্জেন্সি সিচুয়েশন তৈরী করে সমস্ত স্কুল, কলেজ, অফিস সবকিছু বন্ধ করে দেন। মানুষকে বলেন ঘরে থাকতে। আর উত্তরবঙ্গে যখন মানুষ মারা যাচ্ছেন, আপনি মাননীয়া মুখ্যমন্ত্রী রেড রোডের কার্নিভালে ব্যস্ত। এটাই কি আপনার উত্তরবঙ্গের মানুষের প্রতি কর্তব্য? এটাকে রাজধর্ম পালন করা বলা হল? উত্তরবঙ্গকে শুধুমাত্র ফটোশুট করার জন্য ব্যবহার করা ছাড়া উত্তরবঙ্গকে যেভাবে বঞ্চিত এবং পিছিয়ে রাখা হয়েছে এটা একটা মনোভাব, তাঁর কাছে কার্নিভাল বড়, উত্তরবঙ্গের মানুষের প্রাণ নয়।’

বিজেপির রাজ্য সভাপতি এবং রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য সাংবাদিকদের বলেন যে, ‘এই মর্মান্তিক ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল উদযাপনের পরিমাণ কমিয়ে রবিবারই উত্তরবঙ্গে ছুটে যাওয়া। তিনি যা করেছেন তা উত্তরবঙ্গের প্রতি তাঁর সরকারের সৎমাতৃসুলভ মনোভাব প্রকাশ করে। সম্রাট নিরো যখন বেহালা বাজাচ্ছিলেন, তখন এটি রোম পুড়িয়ে দেওয়ার মতো।’ দুর্যোগ কবলিত সমস্ত অংশে অবিলম্বে এনডিআরএফ এবং আধাসামরিক বাহিনী মোতায়েনের দাবি জানিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “মুখ্যমন্ত্রী কেবল ‘উৎসব এবং মেলা নিয়েই মগ্ন, মানুষের দুর্দশার কথা কানে কান দেন না।”

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ

রবিবার মিরিক ও দার্জিলিং পাহাড়ে অবিরাম বৃষ্টিপাতের ফলে ব্যাপক ভূমিধসে বেশ কয়েকজন শিশুসহ কমপক্ষে ২০ জন নিহত এবং অসংখ্য আহত হয়েছেন। ঘরবাড়ি ভেসে গেছে, রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে গেছে, গ্রামগুলি বিচ্ছিন্ন হয়ে গেছে এবং শত শত পর্যটক আটকা পড়েছেন।  “মুখ্যমন্ত্রীর শিলিগুড়িতে গিয়ে দুর্যোগস্থলের কাছে তার কর্মকর্তাদের সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করা উচিত ছিল। নাগরিক হিসেবে, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ সবুজ সংকেত না দেওয়া পর্যন্ত আমরা ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকায় যেতে পারি না… কিন্তু, তিনি কার্নিভালে ঢোলের তালে হাততালি দিচ্ছেন এবং দৃশ্য উপভোগ করছেন, যা রাজ্যের অন্য অংশ থেকে উদ্ভূত মর্মান্তিক পরিস্থিতির সাথে অসঙ্গতিপূর্ণ,” শুভেন্দু অধিকারী বলেন।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join