উত্তরবঙ্গের বন্যা ‘ম্যান মেড!’ মৃতদের পরিবারকে ৫ লক্ষ ও চাকরি দেওয়ার ঘোষণা মমতার

Published:

Mamata Banerjee
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: টানা বৃষ্টির কোপে বিপর্যস্ত গোটা উত্তরবঙ্গ। পাহাড়ি এলাকা থেকে শুরু করে নদী পাড়, রাস্তা, সব কিছুই এখন জলের তলায়। মৃতের সংখ্যা ২৩ ছাড়িয়েছে। এমনকি আহত ও ক্ষতিগ্রস্তের সংখ্যাও বহু। পরিস্থিতি সামাল দিতে এবং বিস্তারিত খতিয়ে দেখতে আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

তবে তার আগেই কলকাতা বিমানবন্দর থেকে রওনা হওয়ার আগে তিনি বিরাট ঘোষণা করে বসলেন। তিনি বলেছেন, এটা সম্পূর্ণ ‘ম্যান মেড বন্যা’। ইচ্ছাকৃতভাবেই উত্তরবঙ্গকে ডোবানো হয়েছে। এদিকে মৃতদের পরিবারকে তিনি ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেবেন, এমনকি পরিবারের একজনকে হোম গার্ডের চাকরি দেবেন বলে জানিয়েছেন।

বড়সড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের এই বন্যাকে ‘ম্যান মেড বন্যা’ বলেই আখ্যায়িত করেছেন। তিনি অভিযোগ করছেন, ডিভিসি ইচ্ছাকৃতভাবেই বাংলাকে না জানিয়ে জল ছেড়ে বন্যা ঘটিয়েছে। যথাযথ ড্রেজিং ব্যবস্থা থাকলে এরকম বিপর্যয় হত না। তিনি জানিয়েছেন, ভুটান এবং অসম থেকে জল ঢুকছে, যার ফলে নাগরাকাটা ও মিরিক সবথেকে বিপর্যস্তের মুখে। তিনি বলেছেন, শনিবার থেকে উত্তরবঙ্গের দিকে আমি নজর রাখছি। যারা আতঙ্কিত, তাদের ফিরিয়ে আনার জন্য ৪৫টি ভলভো বাসের ব্যবস্থা করা হয়েছে।

পাশাপাশি মুখ্যমন্ত্রী অরূপ বিশ্বাসকে ধুপগুড়িতে পাঠিয়েছেন। উত্তরবঙ্গে পৌঁছে প্রথমে হাসিমারা, নাগরাকাটা ও মিরিক অঞ্চলের পরিস্থিতি তিনি খতিয়ে দেখবেন। মিরিকে বন্যায় সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। এমনকি সেখানে মৃত্যুর সংখ্যাও বেশি। মুখ্যমন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্তদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যা সমাধান করার চেষ্টা করা হবে।

আরও পড়ুনঃ তারাপীঠে প্রতিমা নিরঞ্জনের সময় উত্তেজনা! গ্রেপ্তার তৃণমূল প্রধানের স্বামী সহ ৫

মুখ্যমন্ত্রী বলেছেন, মৃতদের মধ্যে মোট ১৮ জন মিরিকের বাসিন্দা, আর কালিম্পং ও নাগরাকাটা মিলিয়ে রয়েছে আরও ৫জন। ক্ষতিপূরণের অংশ হিসেবে মৃতদের পরিবারের প্রতি একজনকে হোমগার্ডের চাকরি দেওয়া হবে, যাতে তারা কিছুটা হলেও আর্থিক সুরহা পায় ও নিরাপদে জীবনযাপন করতে পারে। পাশাপাশি মাথাপিছু ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা করা হবে বলে জানিয়েছেন মমতা।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join