নাগরাকাটায় তৃণমূলের গুন্ডামি! বন্যা পরিদর্শনে গিয়ে মাথা ফাটল খগেন মুর্মুর, আক্রান্ত শঙ্করও

Published:

Attack On BJP Leaders During Flood Visit
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: উত্তরবঙ্গের ভয়াবহ পরিস্থিতির মাঝেই তৃণমূলের গুন্ডামির (Attack On BJP Leaders)! অভিযোগ, সোমবার উত্তরের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে গিয়ে নাগরাকাটায় তৃণমূলের গুন্ডাবাহিনীর আক্রমণের শিকার হন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। পদ্ম শিবিরের বিধায়কের গাড়ি লক্ষ্য করে চলে ইট বৃষ্টি। শুধু তাই নয়, অভিযোগ উঠছে মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মুর গাড়ি লক্ষ্য করেও পাথর ছোড়েন তৃণমূলের একদল দুষ্কৃতি! তাতেই মাথা ফাটে মালদার বিজেপি সাংসদের। গোটা ঘটনায় বেশ চাঞ্চল্য বঙ্গ রাজনীতিতে।

পয়েন্ট ব্যাঙ্ক রেঞ্জ থেকে পাথর ছুঁড়ে শঙ্কর ঘোষকে রক্তাক্ত করার চেষ্টা!

সোমবার উত্তরবঙ্গের বিপর্যয়গ্রস্থ মানুষের পাশে দাঁড়াতে উপস্থিত হয়েছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তবে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নাগরাকাটায় তাঁকে আটকানোর চেষ্টা করে তৃণমূলের একদল দুষ্কৃতি। বিজেপি বিধায়কের গাড়ি লক্ষ্য করে একের পর এক পাথর ছুঁড়তে থাকেন তাঁরা। সূত্রের খবর, একেবারে পয়েন্ট ব্যাঙ্ক রেঞ্জ থেকে পাথর ছুড়ে শঙ্কর ঘোষের গাড়ির কাঁচ একেবারে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

বিজেপির অভিযোগ, ‘উত্তরবঙ্গের ভয়াবহ পরিস্থিতির মধ্যেও তৃণমূলের গুন্ডামি থামছে না! আমাদের বিধায়ক দূর্গতদের পাশে দাঁড়াতে গিয়েছিলেন, রাজনীতি করতে না! সেখানেও তৃণমূলের গুন্ডাবাহিনী তাঁর উপর চড়াও হয়!’ সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, বিজেপি বিধায়কের উপর হামলার ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার হননি কেউই! গেরুয়া শিবিরের দাবি, ‘শাসক দলের নির্দেশেই হাত গুটিয়ে বসে রয়েছে পুলিশ!’

মাথা ফাটল মালদা উত্তরের বিজেপি সাংসদের

সোমবার, উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়েছিলেন মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মুও। জানা যায়, বিজেপির প্রতিনিধি দলটি বামনডাঙায় পৌঁছতেই স্থানীয় বাসিন্দাদের বেশ কয়েকজন বিজেপির গাড়ি আটকে ব্যাপক ভাঙচুর চালায়। সূত্রের খবর, নাগারাকাটায় স্থানীয়দের একটা বড় অংশ মালদা উত্তরের বিজেপি সাংসদের গাড়ি লক্ষ্য করে ইট ছুড়তে থাকেন। তাতে কাঁচ ভেঙে সংসদের মাথায় লাগে ইট। এরপরই মাথা ফেটে গল গল করে রক্ত ঝড়তে থাকে তাঁর! যদিও, ইতিমধ্যেই তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেই খবর।

অবশ্যই পড়ুন: না ফেরার দেশে প্রথম বিশ্বকাপজয়ী ক্রিকেটার, রেখে গেলেন অনবদ্য সব রেকর্ড

প্রসঙ্গত, বিজেপির অভিযোগ, বন্যায় দূর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে তৃণমূলের গুন্ডাবাহিনীর শিকার হতে হয়েছে আমাদের প্রতিনিধিদের। মালদা উত্তরের সাংসদ এবং বিধায়কের উপর হামলা চালিয়েছে তৃণমূলেরই দুষ্কৃতীরা। এদিকে গোটা ঘটনায় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। খবর পাওয়া যাচ্ছে, এদিন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য নাগরাকাটায় গিয়েছিলেন। তার কিছুক্ষণ পরেই সেখানে পৌঁছয় বিজেপির একটি প্রতিনিধি দল। তাঁদের উপরেই হামলা চালানো হয়েছে বলেই অভিযোগ।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join