‘কখনও DVC, কখনও CESC, শুধু দোষ চাপানো স্বভাব!’ মমতাকে নিশানা শুভেন্দুর

Published:

suvendu slam mamata north bengal disaster
Follow

সহেলি মিত্র, কলকাতা: ভয়াবহ বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে উত্তরবঙ্গ (North Bengal Disaster)। এরকম বৃষ্টি, দুর্যোগ আগে দেখেননি বলে দাবি করেছেন বহু মানুষ। পরিস্থিতি এতটাই খারাপ যে প্রকৃতির রোষের মুখে পড়ে প্রাণহানি হয়েছে কমপক্ষে ২১ জনের। আহতের সংখ্যা গুণে শেষ করা যাচ্ছে না। এদিকে উত্তরবঙ্গের এহেন পরিস্থিতিতেও কীভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোর কার্নিভাল নিয়ে ব্যস্ত থাকলেন, সেলিব্রেটিদের সঙ্গে নাচলেন? সেই নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। যদিও উত্তরবঙ্গে যে বন্যার সৃষ্টি হয়েছে সেটিকে ‘ম্যান মেড’ বলে দাবি করেছেন মমতা। সেইসঙ্গে জানিয়েছেন সমগ্র পরিস্থিতির ওপর নজর রাখছেন তিনি এবং আজ সোমবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে। যদিও এবার এই নিয়ে আবারও কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর নিয়ে কটাক্ষ শুভেন্দুর

নিজের এক্স হ্যান্ডেলে শুভেন্দু লেখেন, “উত্তরবঙ্গ কাল যাবো, আজ কার্নিভাল” !!! কার্নিভাল নাকি বাংলার ঐতিহ্য ! তা দশমীর চার দিন পর সরকারি অনুদান আর প্রশাসনিক চোখ রাঙানির জেরে প্রতিমা নিরঞ্জন আটকে রেখে, মিছিল করিয়ে ঘাটে যাওয়া কবে থেকে বাংলার ঐতিহ্য হয়ে গেলো? আর মুখ্যমন্ত্রী চটজলদি উত্তরবঙ্গ যেতে আগ্রহী নন কেন, সেখানে ডিভিসি নামক বলির পাঁঠা নেই দোষারোপ করার জন্যে? নাকি ওখানে গিয়েও চিন, ভূটান, নেপালের “বহিরাগত জল” এর তত্ত্ব দেবেন?”

শুভেন্দু আরও লেখেন, ‘ওনার একটাই উদ্দেশ্য কি করে অন্যের ঘাড়ে দোষ চাপানো যায়, কখনো ডিভিসি, কখনো সিইএসসি, কখনো উত্তর প্রদেশ-বিহার… এই মুখ্যমন্ত্রী কোন বিষয় কে অগ্রাধিকার দেওয়া উচিত তা বোঝেন না, কলকাতা ভেসে যাওয়া ও কিছু নিরীহ মানুষ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার পরেও উনি পুজো উদ্বোধন নিয়ে ব্যস্ত ছিলেন, এখন কার্নিভাল নিয়ে ব্যস্ত। এক বছর আগের কথা মনে পড়ে যায়, যখন বলেছিলেন “উৎসবে ফিরুন” ! তবেই তো লোকে আনন্দে মেতে থাকবে, ন্যায্য প্রশ্ন করবে না।’

কী বলেছেন মুখ্যমন্ত্রী?

এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী বলেন, “যেহেতু পুজোর কার্নিভাল আছে, এখানেও প্রায় ১০০টা পার্টিসিপেট করে কাল জেলারগুলো হয়ে গিয়েছে। সেখানে যদি আমরা না থাকি খারাপ দেখায়। কারণ অনুষ্ঠান আমাদের সবাইকে ঘিরে। সুতরাং এটাও একটা ব্যাপার আছে বাংলার ঐতিহ্য। কাল বেলা তিনটের মধ্যে পৌঁছে মনিটরিং করে নেব।” আর এই ভিডিও ক্লিপটি তুলে ধরে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে তীব্র নিশানা করেছেন।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join