অস্ট্রেলিয়া সফরই শেষ! ক্রিকেট থেকে বিদায় নেবেন বিরাট, রোহিত? ফেয়ারওয়েল নিয়ে বড় খবর

Published:

Virat Kohli Retirement upcoming Australia series is likely to be last tour of Australia of Kohli
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আসন্ন 19 অক্টোবর থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজই বিরাট কোহলির জীবনে শেষ অস্ট্রেলিয়া সফর হতে চলেছে বলেই দাবি করছে একাধিক রিপোর্ট। ক্রিক টুডের রিপোর্ট সহ বেশ কয়েকটি রিপোর্ট বলছে, একদিনের ক্রিকেটের প্রেক্ষাপটে দাঁড়িয়ে দুই মহাতারকা বিরাট কোহলি এবং রোহিত শর্মার উপর যথেষ্ট চাপ দিচ্ছে ম্যানেজমেন্ট। ফলে, আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ শেষ হলেই হয়তো বড় সিদ্ধান্ত জানাতে পারেন বিরাট কোহলি (Virat Kohli Retirement)।

ওয়ানডে থেকে অবসর নেবেন বিরাট কোহলি?

2024 টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজার সাথেই টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন বিরাট কোহলি। এরপর ইংল্যান্ড সফরের প্রাক্কালে বন্ধু রোহিতের পরেই টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা জানান বিরাট। কাজেই, দুই সংস্করণ ছেড়ে বর্তমানে শুধুই ওয়ানডে খেলবেন কোহলি। যদিও বাস্তব অভিজ্ঞতা, আগের তুলনায় বর্তমানে ওয়ানডের সংখ্যা অনেকটাই কমেছে। তা হলেও 2027 বিশ্বকাপের আগে 27টি একদিনের ম্যাচ খেলবে ভারত।

অবশ্যই পড়ুন: না ফেরার দেশে প্রথম বিশ্বকাপজয়ী ক্রিকেটার, রেখে গেলেন অনবদ্য সব রেকর্ড

বেশ কয়েকটি রিপোর্ট দাবি করছে, দীর্ঘদিন পর অস্ট্রেলিয়া সিরিজে বিরাট এবং রোহিত ভারতীয় দলে কামব্যাক করেছেন ঠিকই, তবে আসন্ন 2027 ওয়ানডে বিশ্বকাপে তাদের পাওয়া যাবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। কেননা, ভারতীয় টিম ম্যানেজমেন্ট নাকি এই দুই মহাতারকাকে 2027 বিশ্বকাপের পরিকল্পনায় রাখছে না। এ প্রসঙ্গে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সদাগোপ্পান রমেশ জানিয়েছেন, ‘বিরাট এবং রোহিতের উপর চাপ সৃষ্টি করছে টিম ম্যানেজমেন্ট। তাদের 2027 বিশ্বকাপে রাখা হবে কিনা তা নিয়েও নিশ্চিত নন প্রধান নির্বাচক অজিত আগরকর।’

তাছাড়াও, ওয়ানডে ক্রিকেটের দৌড়ে এগিয়ে থাকতে গেলে হয়তো খুব শীঘ্রই বিজয় হাজারে ট্রফিতে খেলতে হতে পারে বিরাট কোহলিকে। এদিকে দীর্ঘদিন ধরে ঘরোয়া ওয়ানডে প্রতিযোগিতা থেকে দূরে রয়েছেন চিকু। তবে মনে করা হচ্ছে, আগামী দিনে ভারতের ওয়ানডে দলে টিকে থাকতে হলে বিজয় হাজারের মঞ্চই হবে বিরাটের পরীক্ষার ক্ষেত্রে। আর এখানেই জন্ম নিচ্ছে প্রশ্ন। অনেকেই বলছেন, ‘এত কিছুর মধ্যে আদৌ ওয়ানডে ক্রিকেটে থাকবেন বিরাট?’ ওয়াকিবহাল মহলের অনেকেরই দাবি, ‘অস্ট্রেলিয়ার আসন্ন ওয়ানডে সিরিজই হয়তো বিরাট কোহলির শেষ অস্ট্রেলিয়া সফর হবে। হঠাৎ অবসরও নিতে পারেন বিরাট!’ এও শোনা যাচ্ছে, একই মঞ্চে রোহিতের জন্যেও বিশেষ ফেয়ারওয়েল অনুষ্ঠানেরও পরিকল্পনা চলছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join