বিজেপি নেতাদের উপর হওয়া হামলার প্রেক্ষাপটে সকলকে সংযত থাকার বার্তা মুখ্যমন্ত্রীর

Published:

Mamata Banerjee At North Bengal she said any unpleasant incident not desirable
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: উত্তরবঙ্গে বন্যায় দুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত হয়েছেন বিজেপির এক সাংসদ ও বিধায়ক। সোমবার, বিজেপির প্রতিনিধি দল নাগরাকাটায় পৌঁছতেই মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের উপর চড়াও হন স্থানীয়রা।

অভিযোগ, তৃণমূলের গুন্ডাবাহিনীরাই বিজেপির দুই নেতার উপর হামলা চালিয়েছে। ঘটনায়, মাথা ফেটে রক্তে শরীর ভিজেছে বিজেপি সাংসদ খগেনের। অন্যদিকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পাথর ছুড়ে ভাঙা হয়েছে শঙ্করের গাড়ির কাঁচ। আর তার পরই উত্তরবঙ্গে পৌঁছে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে সকলকে সংযত থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

উত্তরবঙ্গে পৌঁছেই মুখ্যমন্ত্রীর বড় বার্তা

সোমবার দুপুরে বিপর্যস্ত উত্তরবঙ্গে পা রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সেখানেই দুর্যোগ পরিস্থিতি খতিয়ে দেখার কথা রয়েছে তাঁর। তবে তার আগে উত্তরবঙ্গে পৌঁছেই সোশ্যাল মিডিয়ায় সকলের উদ্দেশ্যে বড় বার্তা দেন মুখ্যমন্ত্রী। মমতা লেখেন, ‘উত্তরবঙ্গের দুর্গতদের কষ্ট আমরা অনুভব করতে পারছি।’ একথা বলেই সকলকে সংযত থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী। লেখেন, ‘এটা কঠিন সময়। আমাদের সকলকে মনে রাখতে হবে একতা এবং ধৈর্যই আমাদের সবচেয়ে বড় শক্তি।’ সোমবার, সাহস না হারিয়ে সংযম এবং সতর্ক থাকার কথা বললেন মমতা।

অবশ্যই পড়ুন: ফাইনাল বাদে সমস্ত ম্যাচ দেখা যাবে ফ্রিতেই! IFA শিল্ডের আগে চিন্তায় ইস্টবেঙ্গল কোচ

মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, সরকার এবং প্রশাসন সব রকমভাবে সাধারণ মানুষের পাশে আছে। আমরা এই দুর্যোগ কাটিয়ে উঠবোই। তবে গুজবে কান না দিয়ে সকলে শান্ত থাকুন।’ এদিন সংযত থাকার পাশাপাশি আশেপাশের ক্ষতিগ্রস্তদের সাহায্য করার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘ ‘এমন সময়ে চারপাশের মানুষকে সাহায্য করা উচিত। এখন কোনও অপ্রীতিকর ঘটনা কাম্য নয়। আমরা সকলে একে অপরের পাশে থেকে এই দুর্যোগের মোকাবিলা করব’

মুখ্যমন্ত্রীর তরফে অপ্রীতিকর ঘটনা বলতে কোন বিষয়টিকে বোঝানো হয়েছে তা না জানানো হলেও অনেকেই ধরে নিয়েছেন, নাগরাকাটায় বিজেপি বিধায়ক এবং সাংসদের উপর হওয়া হামলার বিষয়টিকে সামনে রেখেই সকলকে শান্ত এবং সংযত থাকার কথা বলেছেন মমতা। তবে মুখ্যমন্ত্রীর এমন শান্তির বার্তাতেও যে রাজনৈতিক তরজা চাপা থাকবে না সে কথা বলাই যায়।

Mamata Banerjee At North Bengal she said any unpleasant incident not desirable

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join