সৌভিক মুখার্জী, কলকাতা: স্মার্টফোনের চাহিদা দিনের পর দিন বাড়ছে। তবে ব্যাটারি ব্যাকআপ নিয়ে অনেকেই এখনও চিন্তা করেন। অফিস, কলেজ কিংবা সোশ্যাল মিডিয়া ব্যবহার করার সময় একাধিকবার চার্জ দেওয়ার ঝামেলা পোহাতে চান না ব্যবহারকারীরা। তবে সেই সমস্যা সমাধান হল বড় ব্যাটারির স্মার্টফোন।
আজকালকার দিনে বেশ কিছু জনপ্রিয় কোম্পানি যেমন Samsung, Redmi, Oppo, iQOO বাজারে এমন কিছু স্মার্টফোন নিয়ে এসেছে, যেগুলি 7000mAh পর্যন্ত ব্যাটারি দিচ্ছে। এমনকি সম্প্রতি Realme 10,000mAh এর একটি স্মার্টফোন লঞ্চ করেছে। আর সবথেকে বড় ব্যাপার, এই ফোনগুলি পাওয়া যাচ্ছে 20,000 টাকার (Under 20000 Smartphone) মধ্যেই। চলুন দেখে নেওয়া যাক, এমন কিছু ফোনের তালিকা, যেগুলি ব্যাটারির দিক থেকে চমক দিচ্ছে।
Oppo K13 5G
Oppo এবার এই ফোনটিতে এমন চমক দিচ্ছে, যা সাধারণ গ্রাহকদের জন্য সেরা বিকল্প হতে পারে। কারণ, এই ফোনে দেওয়া হচ্ছে 7000mAh এর একটি বিশাল ব্যাটারি। পাশাপাশি এই ফোনটিতে থাকছে—
- 80W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট,
- Snapdragon 6 Gen 4 প্রসেসর,
- 50MP প্রাইমারি ক্যামেরা, 16MP ফ্রন্ট ক্যামেরা,
- 6.67 ইঞ্চির একটি বিরাট ডিসপ্লে,
- আর এই ফোনটির দাম মাত্র 17,999 টাকা।
Redmi 15 5G
Redmi এর এই নতুন মডেলটি মোটামুটি ব্যাটারি এবং ডিসপ্লের জন্যই জনপ্রিয়। এই ফোনটিতে দেওয়া হচ্ছে—
- 7000mAh এর একটি বিরাট ব্যাটারি,
- 50MP ক্যামেরা,
- 6.9 ইঞ্চির একটি বিরাট ডিসপ্লে,
- 8GB RAM ও 256GB স্টোরেজ,
- এই ফোনের দাম শুরু হচ্ছে মাত্র 14,999 টাকা থেকে।
Poco M7 Plus
Poco এর এই মডেলটি মূলত সেই সমস্ত ব্যবহারকারীর জন্যই, যারা বাজেটের মধ্যে বড় ব্যাটারি খুঁজছেন। এই ফোনে দেওয়া হচ্ছে—
- 7000mAh এর একটি বিরাট ব্যাটারি,
- Snapdragon 6s Gen 3 5G প্রসেসর,
- 50MP AI ডুয়াল রিয়ার ক্যামেরা,
- 6.9 ইঞ্চির একটি বিরাট ডিসপ্লে,
- এই ফোনের দাম শুরু হচ্ছে মাত্র 11,999 টাকা থেকে।
iQOO Z10x 5G
Vivo-র সাব-ব্র্যান্ড iQOO-র এই স্মার্টফোনটি পারফরম্যান্স এবং ব্যাটারির দিক থেকে চমক দিচ্ছে। এই ফোনটিতে রয়েছে—
- Dimensity 7300 প্রসেসর,
- 6500mAh ব্যাটারি,
- 44W ফাস্ট চার্জিং সাপোর্ট,
- 6.72 ইঞ্চির একটি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz
- 8GB RAM ও 256GB স্টোরেজ,
- Android 15 ভিত্তিক Funtouch OS 15 সফটওয়্যার।
আরও পড়ুনঃ ১৪ অক্টোবর অবধি জেলেই থাকতে হবে সোনমকে! নির্দেশ সুপ্রিম কোর্টের
জানিয়ে রাখি, বর্তমানে ফ্লিপকার্ট এবং অ্যামাজনে চলছে দেওয়ালি সেল। আর সেখানে ফোনগুলোর উপর মিলছে আরও অতিরিক্ত ছাড়। নির্দিষ্ট কিছু ব্যাঙ্কের কার্ডে দেওয়া হচ্ছে অতিরিক্ত ডিসকাউন্ট আর পুরনো ফোন এক্সচেঞ্জ করলে বোনাসের অফারও মিলছে। শুধু তাই নয়, ইএমআই বিকল্পেও এই ফোনগুলি কিনতে পারবেন। তাই যদি আপনি বারবার চার্জ দেওয়ার ঝামেলা থেকে মুক্তি পেতে চান, তাহলে এই ফোনগুলি হতে পারে আপনার জন্য সেরার সেরা বিকল্প।