সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৬ অক্টোবর। দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। খগেন মুর্মুর উপর হামলা, কটকে ৩৬ ঘণ্টা কার্ফু, হাসপাতালে আগুন, সব কিছুই রয়েছে আজকের এই প্রতিবেদনে। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) কটকে ৩৬ ঘণ্টা কার্ফু, বন্ধ ইন্টারনেট পরিষেবা
উড়িষ্যার কটকে দুর্গাপুজোর বিসর্জন মণ্ডপে মিছিল ও বিশ্ব হিন্দু পরিষদের বাইক র্যালির সময় সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়েছে। আর এতে মোটামুটি ২৫ জন পুলিশ কর্মী আহত হয়েছে, যার মধ্যে ৮ জনের অবস্থা খুবই খারাপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য রবিবার রাত ১০টা থেকে ৩৬ ঘন্টার কার্ফু জারি করা হয়েছে। এদিকে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে ২৪ ঘন্টার জন্য। পুলিশ দাঙ্গায় দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) রানাঘাট-বনগাঁ শাখায় ডবল লাইনের অনুমোদন
পূর্ব রেল শিয়ালদা ডিভিশনের রানাঘাট-বনগাঁ শাখায় এবার ডাবল লাইন বসানোর জন্য ৩৯৬.০৪ কোটি টাকা অনুমোদন দিয়েছে। ৩২.৯৩ কিলোমিটারের দীর্ঘ এই প্রকল্প নদীয়া ও উত্তর ২৪ পরগনা জেলাকে মূলত সংযুক্ত করে। বর্তমানে একক লাইনের ট্রেন চলাচলের মাধ্যমে ১১৪% ধারণ ক্ষমতা বহন করে এউ লাইন। তবে ডাবল নাইনের ফলে ট্রেনের মধ্যে সিকোয়েন্স বাড়বে, আর ক্রসিংয়ের জন্য অপেক্ষা করতে হবে না। পাশাপাশি দিনে প্রায় ১০টি অতিরিক্ত যাত্রীবাহী ট্রেনও চালানো সম্ভব হবে। এদিকে নয়টি স্টেশন এবং দুটি সাবওয়ে অন্তর্ভুক্ত থাকবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) তারাপীঠে অবৈধভাবে অবরোধ করায় তৃণমূল নেত্রীর স্বামীসহ পাঁচজন গ্রেপ্তার
বীরভূমের তারাপীঠে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। একাদশীর দিন প্রতিমা নিরঞ্জনের সময় উত্তেজনা সৃষ্টি হয়। সাহাপুর গ্রামের তৃণমূল নেত্রীর স্বামী দেবপ্রসাদ মন্ডল এবং তাঁর সঙ্গে মোট ৪ জন মাঝ রাস্তায় প্রতিমা থামিয়ে শোভাযাত্রা অবরোধ করে দেন। আর এতে এক অ্যাম্বুলেন্স বিপাকে পড়ে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই পাঁচজনকে গ্রেফতার করেছে। দেবপ্রসাদ মন্ডল গ্রেফতারের পর দাবি করছেন যে, তিনি কিছুই করেননি। স্থানীয়রা ঘটনাকে তুচ্ছ বলে। আদালত ধৃতদের ১৬ অক্টোবর পর্যন্ত পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) উত্তরবঙ্গের বন্যাকে ‘ম্যান মেড’ বলে আখ্যায়িত মমতা ব্যানার্জির
উত্তরবঙ্গের তীব্র বন্যা নিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন যে, এটি সম্পূর্ণ ম্যান মেড। তিনি অভিযোগ করছেন যে, ডিভিসি ইচ্ছাকৃতভাবেই জল ছেড়েছে। মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেবেন বলে জানানো হয়েছে এবং তাদের একজনকে হোমগার্ডের চাকরিও দেওয়া হবে। মমতা উত্তরবঙ্গ সফরে হাসিমারা, নাগরাকাটা ও মিরিকের ক্ষতিগ্রস্ত এলাকাগুলিকে পরদর্শন করবেন। আর মিরিকে সবথেকে বেশি মৃত্যু এবং ক্ষতি হয়েছে বলে খবর। মৃতদের মধ্যে ১৮ জন মিরিকের এবং আরও ৫ জন কালিম্পং ও নাগরাকাটার। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দিকেই জুতো ছোঁড়ার চেষ্টা আইনজীবীর
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের দিকে এক আইনজীবী জুতো ছুড়ে মারার চেষ্টা করেছেন। শুনানির সময় পোডিয়ামে এগিয়ে এসে ওই আইনজীবী জুতো ছোড়ার চেষ্টা করলে নিরাপত্তা রক্ষীরা তাকে ধরে ফেলে এবং বহিষ্কার করে দেন। এদিকে প্রধান বিচারপতি শান্তভাবে শুনানি চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। তবে এই হামলার পেছনে খজুরাহোর ৭ ফুট কপালছিন্ন বিষ্ণু প্রতিমা মামলায় বিচারপতির মন্তব্যের বিতর্কের প্রভাব রয়েছে বলে অনুমান করা হচ্ছে। যদিও আদালতে তিনি সকল ধর্মকে সম্মান করেন বলে জানিয়েছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) বীরভূমের পিটিয়ে মারল ১৯ বছরের পরিযায়ী শ্রমিককে
বীরভূমের নানুর থানার পাকুড়হাঁস গ্রামে প্রতিমা নিরঞ্জনের রাতে ১৯ বছরের এক পরিযায়ী শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার নাম অভিজিৎ মেটে। স্থানীয় মাতাল যুবকদের সঙ্গে প্রথমে তার ঝামেলা বাধে। এতে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তবে শনিবার সকালে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। অভিজিৎ হায়দারাবাদে শ্রমিক হিসেবেই কাজ করত। পুজোর ছুটিতে বাড়ি ফিরেছিল। পরিবার দাবি করছে, মাতালদের আঘাতেই তার মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্তরা পলাতক। এমনকি পুলিশ মামলা দায়ের করেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) হাসপাতালে অগ্নিকাণ্ডে মৃত্যু ৯ জনের
জয়পুরের সওয়াই মান সিং হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ৯ জনের। এমনকি আহত হয়েছে বহু। রাত এগারোটা কুড়ি মিনিট নাগাদ আইসিইউ ওয়ার্ড রুম থেকে এই আগুনে সূত্রপাত হয়। সম্ভবত কোনও শর্ট সার্কিটের কারণেই এই আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন এবং ধোঁয়ায় গোটা ওয়ার্ড ভরে যায়। আর রোগীরা আটকা পড়ে যান। প্রায় দেড় ঘন্টা পর ওই আগুন নিয়ন্ত্রণে আসে। প্রত্যক্ষদর্শীরা বলছে, ফায়ার এলার্ম এবং এক্সটিংগুইশারও কাজ করেনি। রাজস্থানের মুখ্যমন্ত্রী গোটা এলাকা তদন্তের নির্দেশ দিয়েছে আর ক্ষতিপূরণের ঘোষণা করেছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) উত্তরবঙ্গে পরিদর্শন করতে গিয়ে মাথা ফাটল খগেন মুর্মুর
উত্তরবঙ্গে বন্যা পরিদর্শন করতে গিয়ে বিজেপি নেতা খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের উপর বিরাট হামলার অভিযোগ উঠল, তাও তৃণমূলের বিরুদ্ধে। নাগরাকাটায় শঙ্কর ঘোষের গাড়ি লক্ষ্য করে ইট ও পাথর ছোঁড়া হয়েছে। এমনকি তার গাড়ির কাঁচও ভেঙে দেওয়া হয়। অপরদিকে মালদা উত্তরের সংসদ খগেন মুর্মুর গাড়ি লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়েছে। এতে তার মাথা ফেটে যায় এবং তিনি হাসপাতালে ভর্তি হন। বিজেপি দাবি করছে, তৃণমূলের দুষ্কৃতিরা এই হামলা চালিয়েছে। তবে পুলিশ কিছু করতে পারেনি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) উত্তরবঙ্গের বন্যা নিয়ে মমতাকে কটাক্ষ শুভেন্দুর
উত্তরবঙ্গে ভয়াবহ বন্যায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্নিভাল নিয়ে ব্যস্ততা নিয়ে ফের বিতর্ক শুরু হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেছেন, মুখ্যমন্ত্রীর একমাত্র কাজ অন্যের ঘাড়ে দোষ চাপানো। কখনো বা DVC, কখনও CESC। তিনি প্রশ্ন তুলেছেন, মমতা কেন দ্রুত উত্তরবঙ্গে উদ্ধার কার্যের জন্য যাচ্ছে না? অন্যদিকে মমতা জানিয়েছেন, কার্নিভাল বাংলার ঐতিহ্য, আর তিনি অনুষ্ঠানে অংশ নিয়ে পরের দিন উত্তরবঙ্গে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণও করবেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) খগেন মুর্মুর উপর হামলাকারীদের চেনালেন শুভেন্দু
বিশেষ সম্প্রদায়ের উগ্রপন্থীরাই খগেন মুর্মুর উপর আক্রমণ করেছে। হ্যাঁ, এমনটাই অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মূলত আজ উত্তরবঙ্গে ত্রাণ সামগ্রী বিতরণ করতে গিয়ে হামলার শিকার হয়েছে খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষ। এমনকি খগেন মুর্মুর মাথা ফেটে যায়। শঙ্কর ঘোষ বলেছেন যে, হামলাকারীরা লাঠি, জুতো দিয়ে ত্রাণ বিতরণের গাড়িকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করতে থাকে। আর খগেন মুর্মুর মাথা ফেটে রক্ত বের হতে শুরু করে। তবে শুভেন্দু বলেছে, এটা তৃণমূল সরকারের সন্ত্রাসবাদ মডেলের একটি অংশ। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন