৪১৬ টাকার সেভিংসই করে দেবে কোটিপতি, পোস্ট অফিসের সেরা স্কিম

Published:

Post Office Scheme you can earn 1.03 Crore with rs 416
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিশ্চিন্তে বিনিয়োগ করার ক্ষেত্রে গ্রাহকদের অন্যতম পছন্দ ভারতীয় পোস্ট অফিস। ডাক বিভাগের অধীনে এমন বেশকিছু স্কিম রয়েছে যেগুলিতে নির্দিষ্ট সময়ের জন্য বিনিয়োগ করার পাশাপাশি মেয়াদ শেষ মোটা অঙ্কের রিটার্ন পাওয়া যায়। শুধু তাই নয়, পোস্ট অফিসে এমনও দুই স্কিম (Post Office Scheme) রয়েছে যার মধ্যে একটিতে প্রতিদিন মাত্র 416 টাকা বিনিয়োগ করে মেয়াদ শেষে কোটি টাকা ঘরে তুলতে পারবেন আপনি। অপর স্কিমটিতে অবসর গ্রহণের আগে পর্যন্ত বিনিয়োগ করে অবসরকালে 61,500 টাকার ক্রিমাসিক পেনশন পাওয়া যাবে।

পোস্ট অফিসের দুই দুর্দান্ত স্কিম

ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে নির্ভরযোগ্য নাম ভারতীয় পোস্ট অফিস। সরকারি আর্থিক প্রতিষ্ঠানটিতে সুকন্যা সমৃদ্ধি যোজনা, পাবলিক প্রভিডেন্ট ফান্ড, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, কিষান বিকাশ পত্রের মতো একাধিক প্রকল্প রয়েছে, যেগুলিতে বিনিয়োগ করে লাভবানই হবেন গ্রাহকরা। এরমধ্যে পাবলিক প্রভিডেন্ট ফান্ড এবং সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম প্রবীণ নাগরিকদের জন্য সবচেয়ে সেরা।

বলা বাহুল্য, পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিমে বার্ষিক 7.1 শতাংশ সুদ পাওয়া যায়। এই সরকারি স্কিমে ভারতের যেকোনও নাগরিক বিনিয়োগ করতে পারেন। এর মেয়াদ মূলত 15 বছরের জন্য হয়ে থাকে। জানিয়ে রাখা ভাল, পোস্ট অফিসের এই স্কিম সম্পূর্ণ করমুক্ত। এতে একজন ব্যক্তি সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন।

অন্যদিকে, পোস্ট অফিসের আরেক আকর্ষণীয় স্কিম সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে 60 বছর বা তার বেশি বয়সী বিনিয়োগকারীরা টাকা রাখতে পারেন। তবে যদি কোনও কর্মচারী 55 বছর বয়সে অবসর নেন, তবে তিনি 55 বছর বয়সেই বিনিয়োগ করতে পারবেন। এই স্কিমে সিঙ্গেল এবং জয়েন্ট উভয় ভাবে অ্যাকাউন্ট খোলা যায়। এই স্কিমে বার্ষিক 8.2 শতাংশ সুখ পান গ্রাহকরা। না বললেই নয়, এই স্কিমটিতে একজন গ্রাহক 1000 টাকা থেকে শুরু করে 30 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন।

কীভাবে প্রতিদিন 416 টাকা জমিয়ে কোটিপতি হবেন?

পাবলিক প্রভিডেন্ট ফান্ডে একজন ব্যক্তি বার্ষিক দেড় লক্ষ টাকা বিনিয়োগ করে কোটিপতি হতে পারে। তিনি যদি প্রতিবছর একসাথে এই অর্থ বিনিয়োগ করতে না পারেন সে ক্ষেত্রে মাসিক 12,500 টাকা অথবা প্রতিদিন 416 টাকা করে বিনিয়োগ করে বার্ষিক দেড় লক্ষ টাকা করে জমিয়ে কোটিপতি হতে পারবেন। সে ক্ষেত্রে বলি, একজন বিনিয়োগকারী যদি প্রতিদিন 416 টাকা করে 25 বছর বিনিয়োগ করেন, তবে মেয়াদ শেষে তার মোট সঞ্চয় হবে 37.50 লক্ষ টাকা। এর সাথে বার্ষিক 7.1 শতাংশ সুদ অর্থাৎ 65.50 লক্ষ টাকা যুক্ত হয়ে সর্বসাকুল্যে 1.03 কোটি টাকা পেয়ে যাবেন গ্রাহক।

অবশ্যই পড়ুন: ‘NDRF-কে আমরাও টাকা দিই’, উত্তরবঙ্গ থেকে বড় বার্তা মমতার

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে কীভাবে 61,500 টাকা করে পেনশন পাওয়া যাবে?

একজন গ্রাহক যদি পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সর্বোচ্চ 30 লক্ষ টাকা বিনিয়োগ করেন তবে তিনি ত্রৈমাসিক ভিত্তিতে সুদ হিসেবে 61,500 টাকা পেনশন হিসেবে পাবেন। বলে রাখি, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সর্বোচ্চ 5 বছরের জন্য বিনিয়োগ করা যায়। যদিও পরে সঞ্চয়ের মেয়াদ 3 বছরের জন্য বাড়িয়ে নেওয়া যেতে পারে। জানিয়ে রাখি, এই স্কিমে 5 বছরের জন্য 30 লক্ষ টাকা বিনিয়োগ করলে সুদাসল মিলিয়ে 42.30 লক্ষ টাকা পাবেন আপনি।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join