সহেলি মিত্র, কলকাতা: সাগরের ওপর তৈরী হওয়া নিম্নচাপটি শক্তি হারিয়েছে। বর্তমনে এটি শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে তৈরী হয়েছে এবং বিহারের ওপর বিরাজ করছে। জানা গিয়েছে, উত্তর পূর্ব বিহার ও তার আশেপাশের অঞ্চলের ওপর থাকা ঘূর্ণাবর্ত বজায় রয়েছে এবং বর্তমানে এটি সমুদ্র পৃষ্ঠ থেকে ১.৫ থেকে ৩.১ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। কি ভাবছেন বৃষ্টি আর হবে না? সে গুড়ে বালি। আপাতত উত্তরবঙ্গে বৃষ্টি কমলেও দক্ষিণবঙ্গে আজ মঙ্গলবার থেকে ফের একবার ঝেঁপে বৃষ্টি নামতে চলেছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এদিন কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টি হবে। সঙ্গে বইবে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
ঘূর্ণাবর্তের জেরে আজ মঙ্গলবার থেকে ফের একবার উল্লেখযোগ্যভাবে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। জেলায় জেলায় জারি করা হয়েছে হলুদ সর্তকতা। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন (Weather Today) অনুযায়ী, এদিন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, নদিয়া এবং কলকাতা জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি পরিমাণে এবং কিছু স্থান বিশেষে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। লাগাতার বেশ কয়েকদিন ধরে একটানা বৃষ্টিপাতের জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরবঙ্গের একের পর এক জেলা। ধসে গিয়েছে রাস্তা থেকে শুরু করে মানুষের ঘরবাড়ি। যদিও সেখানে এবার ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হতে শুরু করেছে ইতিমধ্যেই বলে খবর। তবে একেবারে যে বৃষ্টি উত্তরবঙ্গের পিছু ছাড়বে সেটাও বলা চলে না। মঙ্গলবার উত্তরবঙ্গের সবকটি জেলায় অর্থাৎ দার্জিলিং,কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পরিমানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আগামীকালের আবহাওয়া
এবার আসা যাক বুধবারের আবহাওয়া সম্পর্কে। এদিন ঝড় বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে নদীয়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলী, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। মঙ্গলবারের মতো বুধবারেও দার্জিলিং,কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পরিমানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।