মাত্র 225 টাকায় রোজ 2.5GB ডেটা, 30 দিনের বৈধতা! 25 বছর পূর্তিতে প্ল্যান BSNL-র

Published:

BSNL Recharge Plan
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারত সরকার পরিচালিত টেলিকম সংস্থা BSNL বরাবরই গ্রাহকদের সাশ্রয়ী মূল্যের প্ল্যান (BSNL Recharge Plan) অফার করে থাকে। তবে প্রতিষ্ঠার 25 বছর পূর্তি উপলক্ষে এবার গ্রাহকদের জন্য বিরাট ঘোষণা করেছে BSNL। দেশের প্রাচীন এই টেলিকম সংস্থা এবার সাশ্রয়ী দামে এমন এক প্ল্যান নিয়ে এসেছে, যা শুনলে ভিমড়ি খাবেন আপনিও।

25 বছর পূর্তিতে বিরাট ঘোষণা BSNL-র

প্রসঙ্গত, BSNL তাদের সিলভার জুবিলী বর্ষে একসঙ্গে গোটা দেশেই তাদের 4G পরিষেবা চালু করেছে। এমনকি তারা জানিয়েছে, 2025 সালের শেষ নাগাদ তারা 5G পরিষেবা চালু করতে চলেছে। তবে শুধু 4G নয়, গ্রাহকদের জন্য মূল আকর্ষণ নতুন 30 দিনের একটি সাশ্রয়ী প্রিপেইড রিচার্জ প্ল্যান, যা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

মাত্র 225 টাকাতেই 30 দিনের ভরপুর সুবিধা

BSNL-র এই নতুন 225 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যানটিতে দেওয়া হচ্ছে ভরপুর সব সুবিধা। সাধারণত বড় টেলিকম কোম্পানি বেশি দামের প্ল্যানগুলিতে যেসব সুবিধা পাওয়া যায়, এই প্ল্যানে তা পাওয়া যাচ্ছে—

  • যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কলিং-এর সুবিধা মিলবে, এমনকি ন্যাশনাল রোমিং-এর সুবিধাও পাওয়া যাবে।
  • প্রতিদিন 2.5GB করে হাই স্পিড ডেটার পাওয়া যাবে।
  • প্রতিদিন ফ্রিতে 100টি করে SMS-এর সুবিধা পাওয়া যাবে।
  • 350টির বেশি লাইভ টিভি চ্যানেল এবং OTT সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

প্রসঙ্গত, এই প্ল্যানের সবথেকে বড় সুবিধা হল এর দাম। কারণ, এই একই ধরনের সুবিধা নিতে গেলে এয়ারটেল বা Vi গ্রাহকদের 399 টাকা খরচ করতে হয়। আর সেখানে BSNL মাত্র 225 টাকাতেই এই প্ল্যান অফার করছে।

এদিকে শুধু সস্তার প্ল্যান নয়, বরং সংস্থাটি নেটওয়ার্ক উন্নতিতেও জোর দিচ্ছে। ইতিমধ্যেই 1 লক্ষ নতুন 4G টাওয়ার নির্মাণ করে ফেলেছে এই সংস্থা। এমনকি আরও 1 লক্ষ নতুন টাওয়ারের কাজ চলছে। আর তাদের মূল লক্ষ্য একটাই, ভারতের প্রত্যন্ত অঞ্চলগুলোতে নেটওয়ার্কের সংযোগ পৌঁছে দেওয়া। ফলে গ্রাম থেকে শহর, সর্বত্রই BSNL ব্যবহারকারীরা এবার উন্নতমানের নেটওয়ার্ক উপভোগ করতে পারবে।

আরও পড়ুনঃ ‘৪ লক্ষ মহিলাকে গণধর্ষণ, নিজের দেশেই বোমা ফেলে!’ UN-এ পাকিস্তানের মুখোশ খুলল ভারত

এয়ারটেলকে জোর টেক্কা BSNL-র

এদিকে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার সাম্প্রতিক এক রিপোর্ট অনুযায়ী, আগস্ট মাসে BSNL গ্রাহক সংখ্যা বৃদ্ধিতে এয়ারটেলকেও টেক্কা দিয়েছে। এটি সরকারি টেলিকম সংস্থার প্রায় এক বছরের মধ্যে সবথেকে বড় সাফল্য, তা বলা চলে। তবে রিলায়েন্স জিও এখনও গ্রাহকের দিক থেকে শীর্ষে রয়েছে। কিন্তু BSNL হয়তো আগামী দিনে সেই মুকুট অর্জন করতে পারে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join