হামলায় চোখের নিচে হাড় ভেঙেছে খগেন মুর্মুর! হবে অস্ত্রপচার, এখনও অধরা অভিযুক্তরা

Published:

khagen murmu
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: ভেঙেছে চোখের নীচের অংশের হাড়! হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে শারীরিক অবস্থার বিশেষ কোনও অবনতি ঘটেনি মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুর (Khagen Murmu)। তবে শরীর মোটেই ভাল নেই তাঁর। এমনই আপডেট দিল শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতাল। এমতাবস্থায় এই ঘটনার জেরে কাউকে গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করল বিজেপি সংগঠন।

রক্তাক্ত অবস্থা দুই বিজেপি নেতার!

গতকাল অর্থাৎ সোমবার, উত্তরবঙ্গের বন্যাবিধ্বস্ত এলাকা পরিদর্শন করতে গিয়ে ভয়াবহ হামলার শিকার হন দুই বিজেপি নেতা। জানা গিয়েছে দুর্যোগকবলিত নাগরাকাটায় একাধিক এলাকা পরিদর্শনে গিয়েছিলেন মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। বামনডাঙায় ঢোকার আগে বিক্ষোভের মুখে পড়েন দু’জনে। লাঠি, জুতো নিয়ে তাঁদের উপর চড়াও হন কয়েকশো মানুষ। পাথর তুলে তাঁদের গাড়ি লক্ষ করে ছোড়া হয় বলে অভিযোগ। তাতেই মাথা ফেটে যায় খগেনের। গলগল করে রক্ত ঝরতে থাকে।

দিল্লিতে চিকিৎসা করার সম্ভাবনা খগেন মুর্মুর

এদিন রক্তাক্ত অবস্থায় খগেন মুর্মুকে শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি। জানা গিয়েছে, সাংসদের চোখের নিচের হাড় ভেঙেছে, প্রয়োজন অস্ত্রোপচারের। তবে তাঁকে সম্ভবত দিল্লির এইমসে নিয়ে যাওয়া হতে পারে। বিজেপির রাজ্যস্তরের শীর্ষ নেতৃত্বও খগেনের সঙ্গে দেখা করতে যাচ্ছেন এবং চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে হাসপাতাল নির্বাচনের বিষয়টি ঠিক করবেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: পুলিশের গাড়ির ছাদে নাচ করে গ্রেফতার মহিলা, রামপুরহাট আদালতে মিলল জামিন

গ্রেপ্তার শূন্য

অন্যদিকে খগেন ছাড়াও আক্রান্ত হয়েছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষও। তিনিও হাসপাতালে ভর্তি। শঙ্কর ঘোষের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাঁর এমআরআই স্ক্যান হওয়ার কথা আজ, এরপর চিকিৎসকেরা সিদ্ধান্ত নিতে পারেন কবে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। এদিকে গতকাল জনসমক্ষে প্রকাশ্যে হামলার ঘটনা ঘটলেও এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। যদিও হামলাকারীদের ছবি প্রকাশ করে শাসকদলকে একহাত নেন বিরোধী দলনেতা। এরপরেই আটজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। কিন্তু এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। এই অবস্থায় বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি।

এদিকে বিজেপি নেতা খগেন মুর্মুর আক্রমণের ভিত্তিতে পাল্টা মন্তব্য করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। ফেসবুকে তিনি লিখছেন, ”খগেন মুর্মু, শংকর ঘোষের উপর যে ঘটনা, তার নিন্দা করছি। ক্ষোভের বহিঃপ্রকাশ এভাবে হতে পারে না। যারাই করুক, ঠিক করেনি। আইন আইনের পথে চলুক। কিন্তু বিজেপি এও মনে রাখুক সব মানুষ জানেন তাদের নেতারা একশো দিনের টাকা, আবাসের টাকা সহ বহু প্রাপ্য থেকে বঞ্চিত করেছেন। যেটা পরে মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের কোষাগার থেকে দিয়েছেন।”

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join