‘অ্যাওয়ার্ড দিলে দিতে হবে টাকা!’ এভারেস্ট জয়ী পিয়ালি বসাককে প্রাপ্য সম্মান দিচ্ছে না সরকার

Published:

Piyali Basak deprived of deserved respect, money and awards
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাহাড়কে তিনি বড্ড ভালবাসেন। আর সেই ভালবাসা থেকেই 2022 সালে অক্সিজেন ছাড়াই মাউন্ট এভারেস্ট জয় করেন পাহাড় কন্যা পিয়ালি বসাক (Piyali Basak)। অদম্য ইচ্ছাশক্তি এবং প্রবল সাহস থেকেই বঙ্গ তরুণীর এই কীর্তি তাঁকে বিশ্ব দরবারে এক অনন্য পরিচয় দিয়েছে।

তবে শুধু এভারেস্টই নয়, বাংলার মেয়ে পিয়ালি বসাক আরোহন করেছেন পৃথিবীর মোট 6টি উচ্চতম পর্বত শৃঙ্গ। আগামীতে অক্সিজেন ছাড়াই আরও বেশ কিছু পর্বত আরোহণের ইচ্ছা রয়েছে তাঁর। তবে তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পিয়ালির অভিযোগ, ‘এভারেস্ট জয় করেও তিনি বঞ্চিত, মেলেনি কোনও অর্থ এমনকি অ্যাওয়ার্ডও।’

এভারেস্ট জয় করেও বঞ্চিত পিয়ালি বসাক!

2022 সালেই দুর্গম পাহাড় চূড়া জয়ের নেশায় অক্সিজেন ছাড়াই এভারেস্টে উঠেছিলেন চন্দননগরের মেয়ে পিয়ালি বসাক। সে কথা বোধহয় জানতে বাকি নেই কারোরই। কিন্তু এহেন একজন পর্বতারোহীকে দেওয়া হয়নি এভারেস্ট জয়ের স্বীকৃতি! মেলেনি অ্যাওয়ার্ডও। সম্প্রতি ক্যামেরার মুখোমুখি হয়ে বিষন্ন মুখ নিয়ে পাহাড় কন্যা বলেন, ‘এভারেস্ট আরোহন করলেই সাড়ে সাত লক্ষ টাকা দেওয়া হয়, সরকারি নিয়ম অনুযায়ী। এর আগের বামফ্রন্ট সরকার এই নিয়ম করে দিয়ে গিয়েছিল। কিন্তু এখন সেই নিয়ম বহাল থাকা সত্ত্বেও আমাকে টাকাও দেওয়া হয়নি, পাইনি কোনও অ্যাওয়ার্ডও।’

পিয়ালী বসাকের দাবি, ‘পৃথিবীর ছয়টি উচ্চতম শৃঙ্গ আরোহন করেছেন তিনি। তবে অ্যাওয়ার্ড পাননি কারণ, অ্যাওয়ার্ড দিলেই টাকাটাও দিতে হবে! বোধহয় সেই ভয় থেকেই অ্যাওয়ার্ডটা তাঁর হাতে তুলে দেওয়া হয়নি!’ এদিন সবশেষে পিয়ালী এও বলেন, ‘পর্বত আরোহনের ক্ষেত্রে রাজ্য এবং কেন্দ্র উভয় সরকারেরই কোনও সাপোর্ট নেই’। সব মিলিয়ে, পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গ জয় করেও প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত পাহাড় কন্যা পিয়ালি।

 

এভারেস্ট জয়ী পিয়ালী বসাক কে তার প্রাপ্য সম্মান দিচ্ছে না রাজ্য।

Piyali Basak নিজের প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত।
#PiyaliBasak
#mountaineers

Posted by Saugata Singha on Monday, October 6, 2025

অবশ্যই পড়ুন: ‘কুৎসিত’ বলে অপমান করত স্বামী! দেশের হয়ে সোনা জিতে জবাব দিলেন ধূপগুড়ির গীতাঞ্জলি

উল্লেখ্য, মাউন্ট এভারেস্ট জয়ের পর 8 হাজার মিটারের পৃথিবীর পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাকালু, অন্নপূর্ণা, লোৎসে, ধৌলাগিরি এবং মানাসুলু জয় করেছেন পিয়ালী। জানা যায়, এগুলি ছাড়াও 8 হাজার মিটারের কম উঁচু এমন আরও সাতটি পর্বত শৃঙ্গ জয় করেছেন পাহাড় কন্যা। এখনও পর্যন্ত মোট 15 বা তার বেশি সময় অভিযান করেছেন তিনি। উল্লেখযোগ্য বিষয়, বিশ্বের পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাকালু জয়ের পর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বেশ কয়েক মাস নেপালের কাঠমান্ডুর এক হাসপাতালে ভর্তি ছিলেন বঙ্গ তরুণী।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join