ফের কেঁপে উঠল পাকিস্তান, বেলুচিস্তানে ৪০০ যাত্রী বোঝাই ট্রেনে IED ব্লাস্ট! লাইনচ্যুত ৬ কামরা

Published:

Attack On Jaffar Express near Sindh Balochistan border Sultan Kot
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের যাত্রীবাহী ট্রেনে হামলার ঘটনা ঘটল বালুচিস্তানে। এবারেও শিকার সেই জাফর এক্সপ্রেস (Attack On Jaffar Express)। জানা যাচ্ছে, মঙ্গলবার সিন্ধ-বালুচিস্তান সীমান্তবর্তী সুলতানকোট অঞ্চলে ভয়াবহ বিস্ফোরণের কারণে লাইনচ্যুত হয়ে যায়, জাফর এক্সপ্রেসের 6টি কামরা। গোটা ঘটনায় বিরাট ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এদিকে 2 সপ্তাহের ব্যবধানে আবারও জাফর এক্সপ্রেসে হামলার ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ।

জাফর এস্কপ্রেসে আইইডি বিস্ফোরণে আহত বহু যাত্রী

আজ অর্থাৎ মঙ্গলবার পাকিস্তানের পেশোয়ার থেকে কোয়েটার উদ্দেশ্যে রওনা দিয়েছিল জাফর এক্সপ্রেসটি। পরবর্তীতে ট্রেনটি সিন্ধ-বালুচিস্তান সীমান্তবর্তী সুলতানকোট অঞ্চলে আসতেই ভয়াবহ হামলার শিকার হয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, মূলত আইইডি বিস্ফোরণের কারণেই ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়। জানা যায়, দুর্ঘটনার সময় ওই ট্রেনটিতে অন্তত 400 জন যাত্রী ছিলেন।

আপাতত যা খবর, গোটা ঘটনায় এখনও পর্যন্ত আহত হয়েছেন বহু যাত্রী। তবে এই হামলার পেছনে ঠিক কারা রয়েছেন তা এখনও নিশ্চিত নয়। তবে বারবার বালুচিস্তানে যাত্রীবাহী ট্রেনে হামলার কারণে আঙুল উঠছে বালুচিস্তান লিবারেশন আর্মির দিকেই! যদিও এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি কোনও সংগঠন। বলা বাহুল্য, এই নিয়ে গত দুই মাসে 6 বার পাকিস্তানের যাত্রীবাহী ট্রেনে হামলার ঘটনা ঘটল।

অবশ্যই পড়ুন: ‘অ্যাওয়ার্ড দিলে দিতে হবে টাকা!’ এভারেস্ট জয়ী পিয়ালি বসাককে প্রাপ্য সম্মান দিচ্ছে না সরকার

উল্লেখ্য, চলতি বছরের মার্চে বালুচিস্তানের বোলানে পাকিস্তানের যাত্রীবাহী জাফর এক্সপ্রেস হাইজ্যাক করেছিল বালোচ বিদ্রোহীরা। সেই খবর ছড়িয়ে পড়েছিল গোটা বিশ্বে। যদিও পাকিস্তানি সেনার তরফে পরে দাবি করা হয়, বিদ্রোহীদের হত্যা করে যাত্রীদের উদ্ধার করা হয়েছে। এদিকে, বিদ্রোহীরা পাল্টা জানায়, 48 ঘন্টা সময় দেওয়া হয়েছিল। সেই সময়সীমা পার হওয়ায় 214 জন পণবন্দীকে হত্যা করেছে তারা।

বোলানে জাফর এক্সপ্রেস হাইজ্যাকের ঘটনার পর গত 10 আগস্ট ফের হামলা হয় পাকিস্তানের যাত্রীবাহী জাফর এক্সপ্রেসে। তাতে ট্রেনটির 5টি কামরা লাইন ছাড়া হয়েছিল। শুধু তাই নয়, দু সপ্তাহ আগে বালুচিস্তানের মাস্তং জেলায় ফের একই রকম হামলার মুখে পড়ে এক্সপ্রেস ট্রেনটি। তখনও আইইডি বিস্ফোরণ ঘটিয়ে ট্রেনটির 6টি কামরা লাইনচ্যুত করে দুষ্কৃতীরা। মঙ্গলবারও সেই একই ঘটনার সাক্ষী থাকল জাফর এক্সপ্রেস।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join