‘দেরি হলেই পদক্ষেপ!’ উত্তরবঙ্গে বিজেপি সাংসদকে মারধর কাণ্ডে রাজ্যের রিপোর্ট তলব স্পিকারের

Published:

khagen murmu attacked
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: গতকাল অর্থাৎ সোমবার, বিপর্যস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি পরিদর্শন করতে গিয়ে আক্রান্ত হন বিজেপির দুই জনপ্রতিনিধি! লাঠি, জুতো দিয়ে হামলা করলেন কয়েকশো মানুষ। এমতাবস্থায় পাথরের ঘায়ে বড়সড় আঘাত পান বিজেপি সাংসদ খগেন মুর্মু (Khagen Murmu)। হেনস্থা করা হয় শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকেও। ইতিমধ্যেই তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন রাজ্য বিজেপি নেতৃত্ব। ‘পরিকল্পিত ভাবে’ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এই দ্বন্দ্বের জেরে এবার রাজ্যের রিপোর্ট চাইলেন লোকসভার স্পিকার ওম বিড়লা।

রাজ্যের কাছে রিপোর্ট তলব স্পিকারের

আজ, অর্থাৎ মঙ্গলবার, দুর্যোগ পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গে হাজির হয়েছেন কেন্দ্রীয় সংসদ বিষয়কমন্ত্রী কিরেন রিজিজু। সেখানে গিয়েই বিজেপি নেতাদের উপর হামলার ঘটনায় ক্ষুব্ধতা প্রকাশ করেছেন তিনি। ইতিমধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে সড়কপথে মিরিকের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। এমতাবস্থায় মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুকে মারধরের ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। শুধু স্পিকার নন, রিপোর্ট নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কিরেন রিজিজু।

নেওয়া হবে গুরুতর পদক্ষেপ!

উত্তরবঙ্গে বিজেপির নেতাদের ওপর হামলার ঘটনা প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী রিজিজু সংবাদ মাধ্যমে বলেন, “লোকসভার স্পিকার গত কাল রাজ্য সরকারের কাছে নোটিস দিয়ে রিপোর্ট তলব করেছে। রিপোর্ট দিতে দেরি করা হলে স্বাধিকারভঙ্গের প্রস্তাব অনুসারে আমরা পদক্ষেপ করব।” নিয়ম অনুসারেই উপযুক্ত পদক্ষেপ করা হবে বলে জানান তিনি। এখানেই থেমে যাননি তিনি। একই সঙ্গে খগেন এবং শঙ্করের উপর হামলার ঘটনা নিয়ে রিজিজু বলেন, “এটা কেবল সাংসদ-বিধায়কের বিষয় নয়, এটা প্রতিটি নাগরিকের নিরাপত্তার বিষয়।” জানা গিয়েছে আজ, সারা দিন একাধিক কর্মসূচি রয়েছে রিজিজুর। রাতে থাকবেন শিলিগুড়িতে। আগামীকাল বিজনবাড়ির পরিস্থিতি দেখতে যাবেন রিজিজু।

আরও পড়ুন: হামলায় চোখের নিচে হাড় ভেঙেছে খগেন মুর্মুর! হবে অস্ত্রপচার, এখনও অধরা অভিযুক্তরা

উল্লেখ্য, গতকাল জলপাইগুড়ির নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন এবং বিধায়ক শঙ্করের উপর হামলার ঘটনায় রাজনৈতিক সংঘর্ষ প্রতি মুহূর্তেই এক চরম আকার ধারণ করেছে। এমনকি এই ঘটনা নিয়ে নিন্দা করটি ছাড়েনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে বাংলা এবং ইংরেজিতে পোস্ট করে তৃণমূলকে কটাক্ষ করেছেন তিনি। তবে চুপ থাকেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিও দু’ঘণ্টার মধ্যেই প্রধানমন্ত্রীর অভিযোগের ‘জবাব’ দেন। জানা গিয়েছে আজ মিরিকের দুর্যোগ-পরিস্থিতি খতিয়ে দেখতে যাচ্ছেন মুখ্যমন্ত্রীও।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join