মুর্শিদাবাদের সালারে ১৪ বছরের নাবালিকাকে গণধর্ষণ, গ্রেপ্তার ২

Published:

Murshidabad
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: ফের কালিমালিপ্ত মুর্শিদাবাদ (Murshidabad)। জানা যাচ্ছে, সালারের তালিবপুর গ্রামের এক ক্লাস এইটের নাবালিকাকে গণধর্ষণ করা হয়েছে। বন্ধুর সঙ্গে রেস্তোরাঁ থেকে খাবার খেয়ে বাড়ি ফেরার পথে পাঁচজন অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতিরা প্রথম তাদের পথ আটকায়। তারপরেই ঘটে গণধর্ষণ। ইতিমধ্যেই অভিযুক্তদের মধ্যে দু’জনকে গ্রেফতার করে ফেলেছে পুলিশ।

কীভাবে ঘটল এই ঘটনা?

সূত্র মারফৎ খবর, সোমবার সন্ধ্যাবেলা ওই নাবালিকা তাঁর বন্ধুর সঙ্গে রেস্তোরাঁ থেকে খেয়ে বাড়ি ফিরছিল। তবে পথে এক ফাঁকা জায়গায় দুষ্কৃতীদের হাতে আটকা পড়ে তাঁরা। জানা যায়, ওই মেয়েটির বন্ধুকে প্রচন্ড মারধর করে দুষ্কৃতীরা। তারপর ছেলেটি কোনওমতে মেয়েটির বাড়িতে গিয়ে খবর দেয়। আর বাড়ির লোক সঙ্গে সঙ্গে পুলিশকে জানায়। এরপর ঘটনাস্থলে গিয়ে ক্যানেলপাড় থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়। এরপর তড়িঘড়ি কান্দি মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় নাবালিকাকে।

প্রসঙ্গত, সালার থানার পুলিশ ইতিমধ্যে দুইজনকে গ্রেপ্তার করে ফেলেছে। ওই ধৃতদের নাম হুমায়ুন শেখ এবং আসলাম শেখ। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, বাকিদেরকে খুঁজে বার করার জন্য ইতিমধ্যে তল্লাশি অভিযান চলছে। আর সালার থানার আইসি তুষার মজুমদার জানিয়েছেন, মেয়েটিকে ন্যায় বিচার দিতেই আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বাকি তিনজনকে খুব দ্রুতই গ্রেফতার করা হবে। আমাদের থানার এলাকায় এই ঘটনা মর্মান্তিক। অপরাধীদের অবশ্যই শাস্তি দেওয়া হবে।

আরও পড়ুনঃ ‘ভগবানকে নিয়ে উপহাস, অনুতপ্ত নই!’ বড় বয়ান CJI গাভাইকে জুতো ছোঁড়ার আইনজীবীর

এদিকে রিপোর্ট মারফৎ খবর, প্রাথমিক চিকিৎসার পর মেয়েটির অবস্থা বর্তমানে স্থিতিশীল। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল টেস্টের জন্য তাঁকে স্থানান্তর করা হয়েছে। কিন্তু স্থানীয় গ্রামবাসী ও এলাকাবাসী এই ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করছে। পুলিশ জানিয়েছে, ধর্ষণ এবং সহিংসতার ঘটনার জন্য দ্রুত বিচার হবে। বর্তমানে তদন্ত চলছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join