বিক্রম ব্যানার্জী, কলকাতা: ‘গৌতম গম্ভীর ভারতীয় দলের প্রধান কোচ হওয়ার পর থেকেই বেড়েছে বিতর্ক! অবসর নিয়েছেন, রবিচন্দ্রন অশ্বিন। একই পথে হেঁটে টি-টোয়েন্টির পর টেস্ট থেকেও অবসর নিয়েছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি।’ কথাগুলো বলেছেন, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি (Manoj Tiwary On Gautam Gambhir)। তাঁর কথায়, ‘গৌতম অধিনায়ক হওয়ার পর থেকেই প্রবীনদের অবসর নেওয়ার সংখ্যাটা বেড়েছে!’
গৌতম গম্ভীরের বিরুদ্ধে বড় অভিযোগ মনোজ তিওয়ারির!
দীর্ঘদিন পর ওয়ানডে ক্রিকেটে ফিরছেন দুই ভারতীয় মহাতারকা রোহিত এবং বিরাট। আগামী 19 অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজে ব্যাট হাতে মাঠে লড়াই করতে দেখা যাবে এই দুই পছন্দের তারকাকে। এরই মাঝে গৌতম গম্ভীরকে নিয়ে মুখ খুললেন প্রাক্তন ভারতীয় তারকা মনোজ।
ইনসাইড স্পোর্টের সাথে কথা বলার সময় গম্ভীর প্রসঙ্গে মনোজ তিওয়ারি বলেন, ‘আশ্বিনের মতো সিনিয়র ক্রিকেটার, রোহিতের মতো ক্রিকেটার অবসর নিয়েছেন গম্ভীর দায়িত্বে আসার পর থেকেই। আমি ভালভাবে পর্যবেক্ষণ করেছি, গৌতম ভারতীয় দলের প্রধান কোচ হওয়ার পরই বিতর্ক বেড়েছে! এমন অনেক কিছু ঘটেছে যা ভারতীয় দলের জন্য ভাল নয়! গৌতম গম্ভীর ভারতীয় দলের প্রধান কোচ হয়েছেন তার পরই অশ্বিনের পাশাপাশি রোহিত এবং বিরাট টেস্ট থেকে অবসর নিয়ে নিলেন!’
অবশ্যই পড়ুন: রোহিত, কোহলির পাল্টা স্টার্ক-হেজ়লউড! ভারতের বিরুদ্ধে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
মনোজ তিওয়ারির কথায়, ‘গৌতমের দায়িত্ব গ্রহণের পর থেকেই ভারতীয় দলে নানান বিতর্ক বাড়ছে। তবে রোহিত এবং বিরাটকে ওয়ানডে দল থেকে সরিয়ে দেওয়ার কাজটা সহজ হবে না। আমি মনে করি, ওদের দুজনের 2027 ওয়ানডে বিশ্বকাপে খেলা উচিত। রোহিত এবং বিরাট ভারতীয় দলের জন্য দুর্দান্ত। দুজনেই দেশের ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে গেছে।’
কবে অবসর নেবেন রোহিত, বিরাট? দুই মহাতারকাকে নিয়ে কথা বলতে গিয়েই তিওয়ারি স্পষ্ট জানিয়েছিলেন, ‘যদি এই দুই ক্রিকেটার মনে করেন যে তাদের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। ড্রেসিংরুমে তাদের আর প্রয়োজন নেই তবেই তাঁরা অবসর নেওয়ার কথা ভাবতে পারে। কিন্তু আমার মনে হয়, তাঁরা এখনও খেলতে চায়।’ সবশেষে তিওয়ারি জানিয়েছিলেন, ‘গম্ভীর যদি আসন্ন বিশ্বকাপে এই দুজনকে অন্তর্ভুক্ত না করেন তবে সেটা ভুল সিদ্ধান্ত হবে।’