হিন্দু শিক্ষকের পরিচয় দিয়ে হুগলির মহিলার সঙ্গে সহবাস আশরাফুলের! ব্ল্যাকমেইল করে গ্রেফতার

Published:

Tarakeswar
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: শিক্ষক হিসেবে নিজের পরিচয় দিয়ে তিন মাস ধরে গৃহবধুর সঙ্গে সম্পর্ক যুবকের! শেষে ঘনিষ্ঠ ছবি দেখিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ! মোটা টাকা আদায়ের পাশাপাশি সোনার গয়না দেওয়ার চাপও দেয় যুবক! ভয়ংকর ঘটনা ঘটল হুগলির গুড়াপে। নির্যাতিতা ওই মহিলা তারকেশ্বর (Tarakeswar) থানায় গোটা বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ দায়ের করলে দিন কয়েক পর হাতেনাতে পাকড়াও করা হয় যুবককে। এবং তোলা হয় চন্দননগর আদালতে।

ঘটনাটি কী?

স্থানীয় রিপোর্ট অনুযায়ী, হুগলির আরামবাগ মহকুমার গুড়াপে বসবাসকারী এক গৃহবধুর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় প্রেমের ফাঁদ পাতে এক যুবক। মাস তিনেক আগে ফেসবুকে অয়ন রায় নামে একটি প্রোফাইল খোলে এক যুবক। সেখানে নিজেকে প্রাথমিক স্কুলের শিক্ষক বলে দাবি করেন। তারপরেই ওই গৃহবধূর সঙ্গে ধীরে ধীরে যোগাযোগ করেন তিনি এবং প্রেমের সম্পর্ক তৈরি হয়। এরপর ওই যুবক গৃহবধূকে তারকেশ্বরের এক লজে ডাকেন। আর সেখানেই তাঁরা শারীরিক সম্পর্ক তৈরি করে। যুবক তাঁর ফোনে রেকর্ড করে একাধিক ভিডিও এবং ছবি।

লিখিত অভিযোগ দায়ের নির্যাতিতার

এদিকে কিছুদিন কাটতেই গৃহবধূকে রেকর্ড করা সেই ছবি ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দেয় অভিযুক্ত যুবক। এবং চাপ দিয়ে নানাভাবে টাকা আদায় করার কথাও বলেন তিনি। তবে ব্যাপারটি শুধুমাত্র টাকার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি এরপরে অভিযুক্ত যুবক সোনার গয়নাও দাবি করেন। শেষে মানসিক চাপ সহ্য করতে না পেরে বাধ্য হয়ে তারকেশ্বর থানায় ওই যুবকের বিরুদ্ধে প্রতারণার লিখিত অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ। এরপরেই তদন্তে নেমে তারকেশ্বর থানার পুলিশ ওই যুবকের খোঁজ চালায় এলাকায় এলাকায়। শেষে জামালপুরের এলাকা থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে।

আরও পড়ুন: ‘কোনও সাহায্য লাগলে জানাবেন’ আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মুকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী

পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত যুবকের আসল নাম শেখ আশরাফুল হক। তিনি কোনও প্রাথমিক স্কুলের শিক্ষকতার কাজ করে না। বরং তদন্ত সূত্রে জানা গিয়েছে এই ভাবেই তিনি সোশ্যাল মিডিয়ায় ফেক অ্যাকাউন্ট বানিয়ে বিভিন্ন মহিলাদের প্রেমের ফাঁদে ফেলে তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করেন। পাশাপাশি ব্ল্যাকমেল এর মাধ্যমে টাকা আদায়ের দাবিও করে থাকেন। জানা গিয়েছে আজ অর্থাৎ মঙ্গলবার অভিযুক্ত যুবককে চন্দননগর আদালতে তোলা হয়েছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join