প্রীতি পোদ্দার, কলকাতা: দুর্যোগ যেন কিছুতেই পিছু ছাড়ছে না রাজ্যের। পুজোর আগে ভারী বৃষ্টির (Weather Update) জেরে দক্ষিণবঙ্গ ভেসেছিল আর দিন কয়েক কাটতে না কাটতেই পুজোর পরে আবার দুর্যোগের মুখোমুখি হয়েছে উত্তরবঙ্গ। লাগাতার বৃষ্টির জেরে উত্তরবঙ্গের একাধিক ভূমিধসের খবর উঠে এসেছে শিরোনামে। এদিকে অক্টোবরের প্রথম সপ্তাহ কেটে গেলেও এখনও পর্যন্ত বর্ষা বিদায়ের কোনও খবরই মিলছে না। এমতাবস্থায় বর্ষা বিদায় নিয়ে এক বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর।
এইমুহুর্তে রাজস্থান থেকে বর্ষা অনেকদিন আগে বিদায় নিলেও বর্তমানে গুজরাটের ভিরাবল থেকে উজ্জয়ন, ঝাঁসি হয়ে উত্তরপ্রদেশের শাহজাহানপুর পর্যন্ত থমকে আছে বৃষ্টির রেখা। তবে তাতে চিন্তার বিষয় কিছু নেই। কারণ হাওয়া অফিস জানিয়ে দিয়েছে আগামী তিন-চার দিনের মধ্যে গুজরাটের বাকি অংশ, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ এবং মহারাষ্ট্রের একটি বড় অংশ থেকে বর্ষা বিদায় নিতে পারে। আর এই পর্বক মিটলেই বাংলাতেও বিদায় নেবে বর্ষা। যদিও এই মুহূর্তে ঝাড়খণ্ডে একটি ঘূর্ণাবর্ত আছে তাই এখনও বাংলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। তবে তার রেশও কাটতে চলেছে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী, আগামীকাল অর্থাৎ বুধবার, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির পাশাপাশি প্রতিটি জেলায় বজ্রবিদ্যুৎ-ঝড় হাওয়া বইবে। কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলায় চলবে বৃষ্টি। আগামীকাল থেকে এইসব জেলায় সামান্য বৃষ্টি বাড়বে। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা বাতাস বইবে। তাই কয়েকটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা জারি করেছে হাওয়া অফিস।
আরও পড়ুন: “দিদি যতক্ষণ থাকবে, আমি বাংলায় যাব না!” মমতাকে নিয়ে বিস্ফোরক বাগেশ্বর বাবা
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গে ও একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দুর্দশাগ্রস্ত অবস্থার মাঝেও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এছাড়াও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং উত্তর দিনাজপুরে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। তাই ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।