যমুনার ধারে রেলব্রিজের কাছে যুবকের মুখ থেঁতলানো দেহ! নৃশংস খুন গোবরডাঙায়

Published:

Gobardanga
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: ফের নৃশংস খুন গোবরডাঙায় (Gobardanga)! যমুনা নদীর পাশে রেল ব্রিজ সংলগ্ন এলাকায় ক্ষতবিক্ষত অবস্থায় গলায় বেল্ট আটকানো এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে আজ সকালে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোবরডাঙা এলাকায়। উল্লেখ্য, কিছুদিন আগেই গোবরডাঙা ষ্টেশন সংলগ্ন অঞ্চলে এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছিল। এমনকি সেই অভিযোগে গ্রেপ্তার হয়েছিল তাঁর দেওর। কিন্তু আজ কীভাবে ঘটল এই নৃশংস খুন? কী রয়েছে এর পেছনের রহস্য?

কীভাবে ঘটল এই ঘটনা?

স্থানীয় এক রিপোর্ট অনুযায়ী খবর, উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙা থানার অন্তর্গত গোবরডাঙা ও মসলন্দপুর স্টেশনের মাঝের রেল ব্রিজের কাছেই এই ঘটনা ঘটেছে। স্থানীয় মানুষজন বুধবার সকালে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ করেই ওই যুবকের মৃতদেহ দেখতে পায়। দেখা যায়, দুই লাইনের মাঝে একটি ড্রেনের মধ্যে ওই যুবকের রক্তাক্ত মৃতদেহ পড়ে রয়েছে। এমনকি যুবকের গলায় একটি বেল্ট জড়ানো। আর তার মুখ কিছু দিয়ে থেঁতলে দেওয়া হয়েছে। ফলে স্থানীয় মানুষজন এখনও ওই যুবককে চিনে উঠতে পারেনি। ওই মৃত যুবকের নাম ও পরিচয় সংক্রান্ত কোনও তথ্যও এখনও পর্যন্ত পাওয়া যায়নি। মনে করা হচ্ছে, তার আনুমানিক বয়স ৩০ বছর।

গোবরডাঙ্গা থানার পুলিশের তৎপরতা

খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছেছে গোবরডাঙ্গা থানার পুলিশ এবং বনগাঁ জিআরপি। স্থানীয় মানুষজনের প্রাথমিক অনুমান, হয়তো ওই যুবককে বাইরে থেকে খুন করে এনে রাতে ড্রেনের ভিতরে ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনায় কার্যত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। পুলিশ ইতিমধ্যেই ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বারাসাত সদর হাসপাতালে। আর এই ঘটনার তদন্ত চলছে।

সংবাদমাধ্যমকে স্থানীয় এক বাসিন্দা বলেছে, যুবকটির গলায় বেল্ট দেওয়া। রেল লাইনের পাশে যে ড্রেন, সেই ড্রেনের মধ্যেই তাকে দেখতে পাওয়া যায়। যমুনা নদীর তীরেই এই ঘটনা। সারা গায়ে রক্ত, আর মুখ কিছু দিয়ে থেঁতলে দেওয়া হয়েছে। মনে হচ্ছে, কেউ মার্ডার করে ফেলে দিয়ে গেছে রাত্রিবেলা। দিনের বেলায় এই এলাকায় মানুষজন ভর্তি থাকে। তখন এরকম ঘটনা সম্ভব নয়। আমরা খবর পেয়েই স্থানীয় গোবরডাঙ্গা থানা এবং জিআরপিকে খবর দিই। তারা মৃতদেহ উদ্ধার করে নিয়ে গেছে।

আরও পড়ুনঃ SSC-কে ফের দাগিদের তালিকা প্রকাশ করার নির্দেশ সুপ্রিম কোর্টের

এমনকি স্থানীয় এক ব্যক্তি বলছে, আজ থেকে দুই-তিন বছর আগে আমাদের বাড়ির পাশের একটি ছেলে ওখান থেকে নীচে যমুনার মধ্যে পড়ে মারা গিয়েছে। তার বহু বছর আগে বহু মানুষ ওখান থেকে মারা গিয়েছে। সেই হিসেবে ওই জায়গাটি অভিশপ্ত বলা যায়। তবে এই যুবকের নাম, পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। পুলিশ তদন্ত চালাচ্ছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join