প্রীতি পোদ্দার, কলকাতা: বছর ঘুরলেই ২৬ এর বিধানসভা নির্বাচন।। তাই এই কয়েক মাসে নিজেদের পায়ের মাটির শক্ত করতে এখন থেকেই ময়দানে নেমে পড়েছে শাসক দল থেকে শুরু করে বিরোধী দল। তবে শুধু রাজনৈতিক দল নয় ভোট নিয়ে এবার চরম পদক্ষেপ গ্রহণ করতে চলেছে নির্বাচন কমিশনও (Election Commission Of India)। জোর কদমে SIR-এর প্রস্তুতি নিতে চলেছেন তাঁরা। তাই এবার SIR এর কাজ খতিয়ে দেখতে বাংলায় আসলো নির্বাচন কমিশনের বিশেষ টিম। জানা গিয়েছে এই বিশেষ দলের নেতৃত্বে থাকছেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। আজ দক্ষিণবঙ্গের সব জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক ও অনান্য প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক ছিল।
বাংলায় শুরু হতে চলেছে SIR!
গত শনিবার লাগাতার বৃষ্টির জেরে উত্তরবঙ্গে এখন চরম বিপর্যয় মূলক অবস্থা। ভূমিধসের কারণে অনেক জায়গা বেশ ক্ষতিগ্রস্ত, তাই আপাতত উত্তরবঙ্গকে বাদ রেখে বাকি সমস্ত জেলার জেলাশাসকদের সঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে আজ ভার্চুয়ালি বৈঠক করেছেন টিমের সদস্যরা। জানা গিয়েছে বৈঠক শেষেই টিমের সদস্যরা চলে যাবেন রাজারহাট-গোপালপুরে। সেখানে গিয়ে একেবারে বুথ স্তরের সকলের সঙ্গে, মূলত বিএলও-দের সঙ্গে বৈঠক করবেন। কারণ এই রাজারহাট-গোপালপুর-নিউটাউন এলাকাকে কেন্দ্র করে বিরোধীরা বিস্তর অভিযোগ তুলেছেন। এমনকি ERO-কে নিয়েও ভুরি ভুরি অভিযোগ উঠে এসেছে। তাই সেই বিষয়গুলি নিয়ে খতিয়ে দেখতে যাবে এই টিম। তারপর সেখান থেকে যাবে বারাসত।
আগামীকালও বৈঠক হবে ৩ জেলায়
নির্বাচন কমিশনের তরফে জানা গিয়েছে, আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবারও বৈঠক করবে দিল্লী থেকে আসা এই টিম। পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া ও ঝাড়গ্রাম এই তিনটি জেলায় জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, ERO, AERO-দের সঙ্গে বৈঠক করবেন টিমের সদস্যরা। তবে এই সকল জেলাগুলোর মধ্যে বাঁকুড়া নিয়ে বেশ চিন্তিত টিম। কারণ এই জেলায় ২০০২-এর ভোটার তালিকার সঙ্গে ২০২৫ সালের ভোটার তালিকায় অনেকটাই পার্থক্য রয়েছে। অর্থাৎ, যাঁদের ২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল, তাঁদের অনেকেই ২০২৫ সালের ভোটার তালিকায় নাম খুঁজে পাচ্ছেন না। তাতেই এবার বৈঠকে সব থেকে বেশি নজর দিচ্ছে টিম।
আরও পড়ুন: স্কুল থেকে ফুটপাতে! চাকরি হারিয়ে চপের দোকান চালাচ্ছেন মালদার দম্পতি
উল্লেখ্য, গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে কলকাতায় নির্বাচন কমিশনের সদর দফতরে পৌঁছয় এই বিশেষ টিম। টিমে রয়েছেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী-সহ চারজন উচ্চপদস্থ কমিশন কর্মকর্তা। এদের কর্মসূচি বহু দফায় বিভক্ত। নিখুঁত ভাবে প্রত্যেকটি জায়গায় তদারকি চালাচ্ছে এই টিম। এমতাবস্থায় আশঙ্কা করা হচ্ছে তবে কি ১৫ অক্টোবরের পরই বাংলায় SIR চালু হতে চলেছে। যদিও এই নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া হলেও দক্ষিণবঙ্গের জেলাশাসকদের সঙ্গে বৈঠকের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের টিমের প্রতিনিধিদের বৈঠকের পর সেই জল্পনা আরও বাড়ে।