অন্ধ্রপ্রদেশের বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! মৃত ৬, আহত অনেকে

Published:

Fire At Firecracker Factory Andhra Pradesh
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অন্ধ্রপ্রদেশের এক বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ (Fire At Firecracker Factory)। ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে 6 জনের। আহত হয়েছেন 8 জনেরও বেশি মানুষ। ইটিভি ভারতের রিপোর্ট অনুযায়ী, বুধবার দুপুরে অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরীর এক আতশবাজি কারখানায় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, বাজি কারখানায় কাজ চলাকালীন আচমকা আগুন লেগে যাওয়ায় বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। তাতে আহতদের সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে।

মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানায়

সূত্রের খবর, বুধবার দুপুরে আচমকা বাজি কারখানায় আগুন লাগতেই তা নিমিষে বিরাট আকার ধারণ করে। জানা গিয়েছে, বিস্ফোরণের সময় ওই কারখানায় বেশ কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। সেখানে মজুদ ছিল বাজি তৈরির প্রচুর মশলা, নানান ধরনের রাসায়নিক পদার্থ সহ বাজির একাধিক উপাদান। বিশেষজ্ঞরা মনে করছেন, কোনও ভাবে একটা ছোট অংশ থেকে বারুদে আগুন লেগে যাওয়ায় ধীরে ধীরে তা গোটা কারখানাটিকে গ্রাস করে নেয়।

স্থানীয় সূত্রে খবর, আগুন ধীরে ধীরে তার পরিধি বাড়িয়ে বিস্ফোরণ ঘটালে উড়ে যায় কারখানার ছাদ। সেই সময় বিস্ফোরণের প্রচন্ড শব্দে কান ফেটে যাওয়ার জোগাড় হয়েছিল অনেকেরই! এও জানা গিয়েছে, বিস্ফোরণের সময় বেশ কয়েকজন শ্রমিক কারখানার মধ্যেই আটকে পড়েছিলেন। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। আগুন নিয়ন্ত্রণে এলেও কারখানা থেকে ছয় জনের মৃতদেহ উদ্ধার করা গিয়েছে।

কীভাবে লাগে আগুন?

ফায়ার ব্রিগেড অফিসাররা জানিয়েছেন, ‘আগুনের তীব্রতা এতটাই ছিল যা সহজে নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। গোটা পরিস্থিতি সামাল দিতে আমাদের যথেষ্ট বেগ পেতে হয়েছিল। তবে ধীরে ধীরে আগুনকে বশে আনা গিয়েছে।’ কিন্তু কীভাবে সতর্কতা সত্ত্বেও বাজির কারখানায় লাগলো আগুন? প্রাথমিক তদন্তের রিপোর্ট অনুযায়ী, ওই কারখানায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অভাব ছিল। প্রয়োজনীয় অগ্নিনির্বাপণ ব্যবস্থা সেখানে ছিল না। তদন্তকারীরা মনে করছেন, খুব সম্ভবত ভুলবশত কোনও রাসায়নিকে আগুন লেগে যাওয়ায় তা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে গোটা কারখানায়। তারপরই বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

অবশ্যই পড়ুন: ১০ ওভারের মাদ্রাসা ক্রিকেট চালু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড

উল্লেখ্য, অন্ধের বাজি কারখানায় বিস্ফোরণে হতাহতের ঘটনায় ইতোমধ্যেই শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। প্রশাসনের সাথে যোগাযোগ রাখার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহ যাবতীয় সহযোগিতা পাঠানোর প্রতিশ্রুতিও দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join