জাফর এক্সপ্রেসে হামলার দায় ভারতের উপর চাপালেন পাক রেলমন্ত্রী

Published:

Pak Rail Minister On India he blames India for attack on Jaffar Express
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মঙ্গলবার ফের বালুচিস্তানে হামলার শিকার হয়েছিল পাকিস্তানের যাত্রীবাহী জাফর এক্সপ্রেস। জানা যায়, গতকাল সিন্ধ-বালুচিস্তান সীমান্তবর্তী সুলতানকোট অঞ্চলে ভয়াবহ আইইডি বিস্ফোরণের কারণে লাইনচ্যুত হয়ে যায় 400 জন যাত্রীবাহী জাফর এক্সপ্রেসের 6টি কামরা। দুর্ঘটনায় আহত হন বহু যাত্রী। বলা বাহুল্য, দু সপ্তাহের ব্যবধানে ফের হামলার শিকার হয় জাফর এক্সপ্রেস। এবার সেই ঘটনার দায় ভারতের উপর চাপালেন পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি (Pak Rail Minister On India)!

জাফর এক্সপ্রেসে হামলার ঘটনায় ভারতকে নিশানা পাক রেলমন্ত্রীর

পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার পেশোয়ার থেকে কোয়েটাগামী জাফর এক্সপ্রেসে হামলার ঘটনায় পূর্বের অভ্যাস ধরে রেখেই ফের ভারতকে নিশানা করেছেন পাক রেলমন্ত্রী আব্বাসি। তাঁর কথায়, ‘পাকিস্তানে বারবার জাফর এক্সপ্রেসে জোরালো হামলার ঘটনায় ভারতের হাত রয়েছে। তবে এই কাপুরুষোচিত হামলা সত্ত্বেও বালুচিস্তানের উপর থেকে ট্রেন চলাচল অব্যাহত থাকবে।’

এদিন ডনের সাথে কথা বলার সময় পাকিস্তানের রেলমন্ত্রী আরও বলেন, ‘পাকিস্তানের জাফর এক্সপ্রেসকে লক্ষ্য করে বারবার হামলা চালানো দুষ্কৃতীরা আসলে ভারতের প্রতিনিধি। তাঁরা আসলে গত মে মাসের পরাজয় মেনে নিতে পারছেন না। সে বারের ক্ষয়ক্ষতির ব্যথা তারা এখনও ভুলতে পারেননি।’ পাক রেলমন্ত্রীর সংযোজন ছিল, ‘এবার সন্ত্রাসীরা শিকারপুরের কাছের রেলপথ বেছে নিয়েছে। এমন কাপুরুষের মতো হামলা সত্ত্বেও জাফর এক্সপ্রেস আগের মতোই তার গন্তব্যে ছুটবে। কোনও কিছুই জাফর এক্সপ্রেসের পরিষেবাকে আটকে রাখতে পারবে না।’

অবশ্যই পড়ুন: শক্তি বাড়াচ্ছে বাংলাদেশ! চিনের কাছে থেকে ২০টি যুদ্ধবিমান কিনছেন ইউনূসের দেশ

উল্লেখ্য, জাফর এক্সপ্রেসে হওয়া সন্ত্রাসী হামলার দায় ভারতের ওপর চাপিয়ে দিয়েই থেমে থাকেননি আব্বাসি। পাকিস্তানি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি সাফ জানান, ‘এই ধরনের হামলায় আমরা ভয় পাই না। ট্রেনটি নির্দিষ্ট রুটিন মেনেই তার গন্তব্যের উদ্দেশ্যে ছুটবে। আমরা রেল ট্র্যাক এবং ট্রেনের নিরাপত্তার উপর বিশেষ জোর দিচ্ছি।’ একই সাথে হামলার পরেও দায়িত্ব পালনকারী জাফর এক্সপ্রেসটির চালক, সহকারী চালক এবং ক্রু সদস্যদের প্রশংসা করেছেন শেহবাজের রেলমন্ত্রী।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join