প্লেয়ারদের বেতন দেয়না! সুপার কাপ থেকে বাদ দিতে হবে মহামেডানকে, AIFF-কে চিঠি

Published:

Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: একেবারে খোলাখুলি মহামেডানকে সুপার কাপ থেকে বাদ দেওয়ার দাবি জানিয়ে ফেডারেশনকে চিঠি লিখল FSDL (FSDL Letter To AIFF)। সাদাকালোদের ম্যানেজমেন্টের বিরুদ্ধে অভিযোগ, তারা সঠিক সময়ে খেলোয়াড়দের বেতন দেন না। আর সেই অভিযোগকে সামনে রেখেই কলকাতা ময়দানের অন্যতম প্রধান মহামেডানকে সুপার কাপ থেকে সরিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে FSDL। কিন্তু এই প্রস্তাবে রাজি হয়ে আদৌ কি বাগান প্রতিবেশীকে সুপার কাপ থেকে বাদ দেবে ফেডারেশন? এটাই এখন বড় প্রশ্ন।

মহামেডানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

দীর্ঘদিন ধরেই মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে ফুটবলারদের বেতন আটকে রাখার অভিযোগ উঠে আসছে। এদিকে FSDL আবার ইন্ডিয়ান সুপার লিগ চালু করার সময় খেলোয়াড়দের বেতন যাতে আটকে না থাকে সেদিকে জোর দিয়েছে। তাদের দাবি, বেতন না পাওয়ার কারণে ফুটবলাররা যদি ফিফার কাছে নালিশ জানায়, সে ক্ষেত্রে বিশ্বের দরবারে ভারতের এক নম্বর লিগ ISL এর ভাবমূর্তি ক্ষুন্ন হবে। কিন্তু সেসব সত্ত্বেও ইন্ডিয়ান সুপার লিগ শেষ হওয়ার পরেও ফুটবলারদের বেতন দেয়নি মহামেডান।

শুধু তাই নয়, ফুটবলারদের পাশাপাশি কোচ, গোলকিপার এবং একাধিক সাপোর্টিং স্টাফের বেতন আটকে রাখার অভিযোগ রয়েছে কলকাতা ময়দানের এই প্রধানের বিরুদ্ধে। সূত্রের খবর, এখনও পর্যন্ত মোট 6 জন মহামেডানের তরফে বেতন না পাওয়ায় ফিফার কাছে অভিযোগ জানিয়েছে। যার জেরে ক্লাবটির ফুটবলার রেজিস্ট্রেশনের উপর নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। বলাই বাহুল্য, ফিফার নিষেধাজ্ঞা নিয়ে খুব একটা চিন্তিত নয় FSDL। তাঁদের মূল দাবি, ইন্ডিয়ান সুপার লিগে ফুটবলারদের বেতন আটকে রাখা যাবে না।

FSDL কর্তাদের মতে, ইন্ডিয়ান সুপার লিগে খেলানোর জন্য ফুটবলারদের সাথে যে চুক্তি করেছিল মহামেডান, বেতন না দিয়ে তা ভেঙেছে তারা। তাই এমন কোনও দলকে সুপার কাপে জায়গা দেওয়া যাবে না যারা ফুটবলার, কোচ সহ অন্যান্য স্টাফেদের বেতন আটকে রাখে। FSDL বলছে, মহামেডানের মতো দল যদি সুপার কাপে সুযোগ পেয়ে যায় তবে সেটা ভারতীয় ফুটবলের পক্ষে অত্যান্ত অসম্মানের হবে। মূলত সেই কারণেই এবার খোলাখুলি সাদাকালোদের দলটিকে সুপার কাপ থেকে বাদ দেওয়ার দাবি জানিয়ে ফেডারেশনকে চিঠি পাঠিয়ে দিয়েছে FSDL।

অবশ্যই পড়ুন: শক্তি বাড়াচ্ছে বাংলাদেশ! চিনের কাছে থেকে ২০টি যুদ্ধবিমান কিনছেন ইউনূসের দেশ

এক বিশ্বস্ত সূত্রের খবর, ফেডারেশনকে পাঠানো চিঠিতে FSDL অনুরোধ করেছে, মহামেডান স্পোর্টিংকে কোনও ভাবেই যেন সুপার কাপে না রাখা হয়। যদিও সবটাই জানানো হয়েছে প্রস্তাবের আকারে। কারণ, সুপার কাপ সহ অন্যান্য প্রতিযোগিতার স্বত্ব ফেডারেশন থেকে সরিয়ে নিয়েছে FSDL। কাজেই, সুপার কাপে কোন দল খেলবে আর কোন দল খেলবে না সেটা তারা ঠিক করতে পারে না। ফলে এ বিষয়ে ফেডারেশনকে অনুরোধ করা ছাড়া আর কিছুই করতে পারবে না FSDL। তবে সত্ব ছেড়ে দিলেও FSDL প্রতিশ্রুতি দিয়েছে আগামী ডিসেম্বর পর্যন্ত ফেডারেশনের বকেয়া 50 কোটি টাকা তারা নির্দিষ্ট সময়ের মধ্যেই মিটিয়ে দেবে। সেক্ষেত্রে সব যখন কথা মতো হচ্ছে তাই হিসেব অনুযায়ী সুপার কাপ নিয়ে মতামত বা অনুরোধ জানাতেই পারে FSDL। তবে সেই আবেদনে ফেডারেশন সাড়া দেবে কিনা এখন সেটাই দেখার।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join