সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৮ অক্টোবর। দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বাজি কারখানাতে বিস্ফোরণ, ত্রিপুরায় কুণালদের ধর্না, হিমাচলে ভূমিধসে মৃত ১৫, সব কিছুই রয়েছে আজকের এই প্রতিবেদনে। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) দুই দিনের সফরে আসলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী
ব্রিটেনের প্রধানমন্ত্রী দুই দিনের জন্য ভারত সফরে এসেছে। জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের আয়োজন করা হয়েছে। সম্পর্কে চুক্তিবদ্ধ, ভারতের সাথে বাণিজ্য চুক্তি কার্যকর করার উপায় নিয়ে আলোচনা করবেন বলে জানা গিয়েছে। মূল আলোচনার কেন্দ্রবিন্দু হবে ব্যবসা, বিনিয়োগ ও কাস্টমসে সুবিধা বাড়ানো। এর পাশাপাশি কম্প্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, মুম্বই গ্লোবাল ফিনটেক ফেস্টেও অংশগ্রহণ করা হবে। এমনকি ভারত থেকে ব্রিটেনে ভিসা নীতি পরিবর্তনের কোনওরকম সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) বাংলাদেশের ইলিশ মাছ রক্ষার জন্য ১৭টি যুদ্ধে জাহাজ ও হেলিকপ্টার
বাংলাদেশের ইলিশ মাছ রক্ষার জন্য ১৭টি যুদ্ধ জাহাজ এবং হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও সত্যি। মাছের প্রজনন মরসুমে অবৈধ ধরা আটকানোর জন্যই মা ইলিশ রক্ষা করার জন্য তিন সপ্তাহের জন্য মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ। দাম বেড়ে যাওয়ার কারণে মৎস্যজীবীরা অতিরিক্ত মাছ ধরার চেষ্টা করছেন, যা মজুদ কমিয়ে দিচ্ছে। জলবায়ু পরিবর্তনেও মাছের সংখ্যা প্রভাবিত হবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশ বিশ্বের ৭০% ইলিশ মাছ রপ্তানি করে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) অন্ধ্রপ্রদেশের বাজি কারখানাতে বিস্ফোরণ, নিহত ৬
অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরীতে একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। আর এতে ৬ জন নিহত হয়েছে এবং ৮ জনের বেশি আহত। বুধবার দুপুরবেলা আচমকা আগুন লেগে তা দ্রুত বিস্তার করে। আর গোটা কারখানায় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সময় কারখানায় প্রচুর পরিমাণে বাজি এবং রাসায়নিক পদার্থ ছিল। দমকল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে প্রাথমিক তদন্তে বলা হচ্ছে, কারখানায় পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা ছিল না। এমনকি অগ্নি নির্বাপন ব্যবস্থাও ছিল না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) গোবরডাঙ্গায় রেললাইন থেকে উদ্ধার ক্ষতবিক্ষত যুবকের মৃতদেহ
উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গায় যমুনা নদীর ধারে রেল ব্রিজের কাছে গলায় বেল্ট এবং মুখ ঢাকা অবস্থায় এক যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা আজ সকালে ঘটনাস্থলে গিয়ে এই দৃশ্য দেখে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, তাকে খুন করেই ড্রেনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। মৃত যুবকের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। তার আনুমানিক বয়স মোটামুটি ৩০। গোবরডাঙ্গা থানার পুলিশ এবং বনগাঁ জিআরপি ঘটনাস্থলে পৌঁছেছে এবং ময়নতদন্তের জন্য দেহ উদ্ধার করেছে। গোটা এলাকায় এ নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) সেক্টর ফাইভে তৈরি হল নতুন ফুটওভার ব্রিজ
সল্টলেক সেক্টর ফাইভ মেট্রো স্টেশনে এবার নতুন ফুট ওভার ব্রিজ তৈরি করা হয়েছে, যা যাযাত্রীদের বিরাট সুবিধা দেবে। ৫৫ মিটার দীর্ঘ এবং ৪ মিটার প্রস্থের এই ফুট ওভার ব্রিজ সেক্টর ফাইভ স্টেশনের সাথে আইটি হাবের সঙ্গে সংযুক্ত করছে। ফলে ব্যস্ত রাস্তায় ঝুঁকি না নিয়ে এবার সরাসরি গন্তব্যে পৌঁছানো যাবে। ব্রিজটি ভ্রমণের সময় কমাবে। আর নিরাপত্তাও বাড়াবে। পাশাপাশি শিক্ষার্থী ও পরীক্ষার্থীদের জন্য বিরাট ভূমিকা রাখবে। ভবিষ্যতে আইটি সেন্টার স্টেশনের সঙ্গে সংযোগের মাধ্যমে দুটি করিডরের মধ্যে যাত্রাও সম্ভব হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) আফগানিস্তান সীমান্তে পাকিস্তানের সেনার কনভয়েতে হামলা
আফগানিস্তান সীমান্তের কাছে পাকিস্তানি সেনার কনভয়েতে হামলা চালিয়েছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান। আধা সামরিক সৈন্য এবং দুইজন কর্মকর্তা এতে নিহত হয়েছে। জানা যাচ্ছে, কুর্রাম জেলায় সংঘটিত হামলায় জঙ্গিরা গুলি চালানো সহ বোমা বিস্ফোরণে ঘটিয়েছে। ইসলামাবাদ অভিযোগ করছে, আফগানিস্তান কিছু জঙ্গিদেরকে সমর্থন দিচ্ছে। যদিও কাবুল এই অভিযোগ অস্বীকার করেছে। আর সম্প্রতি পাকিস্তানের সন্ত্রাসী হামলা এবং সেনা অভিযান বৃদ্ধি পেয়েছে। তিন মাসে ৯০০ জন নিহত হয়েছে আর ৫৯৯ জন আহত হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) ত্রিপুরায় গিয়ে ধর্নায় বসলেন কুণাল ঘোষ, সায়নী ঘোষরা
ত্রিপুরার আগরতলায় তৃণমূলের পার্টি অফিসে বিরাট ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশের ৬ তৃণমূল নেতা সেখানে গিয়েছিলেন। তবে বিমানবন্দরে পুলিশি বাধার কারণে তারা ওই চত্বর ছাড়তে পারেননি। কুনাল ঘোষ, সায়নী ঘোষসহ বেশ কিছু প্রতিনিধি ধর্নায় বসেন। অভিযোগ ওঠে, গাড়ি ও ট্যাক্সির ব্যবস্থাও করা হয়নি। নেতারা ত্রিপুরা সরকারের সমালোচনা করে বলেছেন, বাংলায় এরকম পরিস্থিতি হয় না। তৃণমূলের বিবৃতিতে বলা হয়েছে, বিজেপি ক্ষমতায় থেকেও হিংসার আশ্রয় নিয়ে গণতন্ত্রের ভিত্তি নষ্ট করতে চাইছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) এসএসসি-কে আবারও দাগিদের তালিকা প্রকাশ করার নির্দেশ সুপ্রিম কোর্টের
পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ পরীক্ষায় দাগি অযোগ্যদের তালিকা নিয়ে এবার সুপ্রিম কোর্ট বিরাট নোটিশ দিয়েছে। প্রকাশিত তালিকায় স্পষ্টতা নেই বলেই অভিযোগ। আর তাই কমিশনকে বিস্তারিতভাবে নতুন তালিকা প্রকাশ করতে বলা হয়েছে। তবে আদালত বলেছে, কে কোন বিষয়ে এবং ক্যাটাগরিতে অযোগ্য, তা পরিষ্কারভাবেই উল্লেখ করতে হবে। এসএসসি জানিয়ে দিয়েছে, তারা সমস্ত দাগি প্রার্থীদের নাম প্রকাশ করেছে। নতুন তালিকা নভেম্বর মাসের প্রথম সপ্তাহেই প্রকাশ করা হবে। এমনকি আদালতে এও জানিয়েছে, নিয়োগের ফল নির্ধারিত সময়ে প্রকাশ করতে কোনওরকম বাধা নেই। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) হিমাচল প্রদেশে ভূমিধসে মৃত্যু ১৫ জনের
হিমাচল প্রদেশের বিলাসপুর জেলায় ভয়াবহ ভূমিধস ঘটেছে। আর পাথর ও কাদার স্রোতে চাপা পড়েছে এক বেসরকারি বাস। এতে ১৫ জনের মৃত্যু হয়েছে আর আহত হয়েছে বহু। পাশাপাশি কয়েকজন নিখোঁজ হয়ে গিয়েছে। টানা বৃষ্টির কারণে উদ্ধারকার্য ব্যাহত হওয়ায় পুলিশ, দমকল এবং বিপর্যয়ের মোকাবেলা দল চেষ্টা চালাচ্ছিল। মৃতদের মধ্যে এক নাবালিকাও রয়েছে বলে খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষোভ প্রকাশ করেছেন। মৃতদের পরিবারকে ২ লক্ষ এবং আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন তিনি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) পিংলার বিড়লা গোষ্ঠীর রং কারখানা উদ্বোধন বাতিল
পশ্চিম মেদিনীপুরের পিংলায় বিড়লা গোষ্ঠীর নতুন রং কারখানা উদ্বোধন করতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তা বাতিল হয় আজ। কারণ হিসেবে শিল্পকর্তার অসুস্থতার কথা জানানো হয়েছে। তবে মুখ্যমন্ত্রী একে হাই লোড ভাইরাস বলেই ইঙ্গিত দিচ্ছেন। রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে যে, মন্তব্যটি বিজেপিকে উদ্দেশ্য করে করা হয়েছে। এমনকি বাতিল হওয়ায় শিল্প মহলে জোর চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পাশাপাশি মমতা নির্বাচন কমিশনের বাংলা সফর ও অমিত শাহকে আক্রমণ করে বলেছেন, তিনি অ্যাক্টিং প্রাইম মিনিস্টারের মতো কাজ করছেন না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন