এই দলের হয়ে মাঠ কাঁপাবেন টিম ইন্ডিয়ায় ব্রাত্য মহম্মদ শামি

Published:

Mohammed Shami In Bengal Team For Ranji Trophy 2025-26
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: জাতীয় দলে উপেক্ষিত তিনি। বহুদিন হয়েছে ফিটনেস এবং বয়সের দোহাই দিয়ে অভিজ্ঞ পেসার মহম্মদ শামিকে দলে নেয়নি টিম ইন্ডিয়ার নির্বাচন কমিটি। তবে সেসব সত্ত্বেও ক্রিকেট ছাড়েননি তিনি। এই তো কিছুদিন আগেই যখন শামির অবসর জল্পনা বেড়েছিল তখন ভারতীয় তারকাকে বলতে শোনা যায়, ‘আমি আমার খেলা চালিয়ে যাব। ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করব।’ টিম ইন্ডিয়ায় জায়গা না হলেও এবার বাংলা দলের হয়ে রঞ্জিত মাঠ কাঁপাবেন এই ভারতীয় তারকা (Mohammed Shami In Bengal Team)।

অভিমন্যু ঈশ্বরণ এর নেতৃত্বে খেলবে বাংলা দল

স্পোর্টস্টারের রিপোর্ট অনুযায়ী, 2025-26 রঞ্জি ট্রফিকে সামনে রেখে আগেই দল ঘোষণা করে দিয়েছিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। সেই দলেই সগর্বে জায়গা পেয়েছেন ভারতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মহম্মদ শামি। তবে নিজের ব্যাটিং দক্ষতা দেখিয়ে বাংলা দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন অভিমন্যু।

অন্যদিকে সহ অধিনায়ক করা হয়েছে তরুণ উইকেটরক্ষক অভিষেক পোরেলকে। বলা বাহুল্য, দলে পরিবর্তণ এলেও বাংলার কোচিং স্টাফেদের মধ্যে কোনও বদল আসেন। এ মরসুমেও বাংলা দলের প্রধান কোচ হিসেবে কাজ করছেন লক্ষ্মী রতন শুক্লা। এছাড়াও কোচিং স্টাফেদের মধ্যে রয়েছেন অরূপ ভট্টাচার্য্য এবং শিব শঙ্কর পাল।

রঞ্জি ট্রফিতে বাংলা দলের প্রথম ম্যাচ কবে?

এ বছর, বহু অপেক্ষিত রঞ্জি ট্রফির এলিট গ্রুপ সি তে জায়গা পেয়েছে গুজরাত, হরিয়ানা, সেনাবাহিনীর দল, রেলওয়ে, ত্রিপুরা, উত্তরাখন্ড, অসম এবং বাংলার মতো দল। না বললেই নয়, আসন্ন রঞ্জি ট্রফি উদ্বোধনী ম্যাচ 15 অক্টোবর। এদিনই ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে উত্তরাখণ্ড দলের বিপক্ষে মাঠে নামবে বাংলার ছেলেরা।

উল্লেখ্য, ভারতীয় দল থেকে অনেক আগেই বাদ পড়েছেন মহম্মদ শামি। প্রথমে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ফিটনেস জনিত সমস্যাকে কারণ হিসেবে দেখিয়ে শামিকে বাদ দিয়েছিল ম্যানেজমেন্ট। এরপর এশিয়া কাপ, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ এমনকি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজেও উপেক্ষিত বছর 35 এর ভারতীয় ক্রিকেটার। তাই রঞ্জির মঞ্চেই নিজের জাত চেনাতে মরিয়া শামি।

অবশ্যই পড়ুন: ৫ কোটি টাকা দাবি করে রিঙ্কু সিংকে হুমকি! গ্রেফতার দুই

বাংলার রঞ্জি ট্রফির দল

অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক), অভিষেক পোরেল (সহ অধিনায়ক), সুদীপ কুমার ঘরামি, অনুষ্টুপ মজুমদার, সুদীপ চট্টোপাধ্যায়, সৌরভ কুমার সিং, বিশাল ভাটি, মহম্মদ শামি, আকাশদীপ, শাকির হাবিব গান্ধী, সুরাজ সিন্ধু জয়সওয়াল, কাজি জুনায়েদ সাইফি, সুমন্ত গুপ্ত, ঈশান পোরেল, রাহুল প্রসাদ, সুমিত মোহান্ত, বিকাশ সিং।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join