পরশুরাম, পরিণীতা অতীত! নতুন টপার জি বাংলার এই মেগা, দেখুন TRP লিস্ট

Published:

TRP List
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ এ যে একদম কল্পনাতীত! বাংলা সিরিয়ালের টিআরপি তালিকায় (TRP List) এল বিরাট বদল। এবারে কোন সিরিয়াল বেঙ্গল টপার হয়েছে,সেটি জানলে আপনি হয়তো নিজের চোখকে বিশ্বাসই করতে পারবেন না। এমনিতে উৎসবের আবহে বাংলা মেগার টিআরপি এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে। ৭ থেকে কমে একেবারে ৬ রেটিংস-এ এসেছে, এসবের মধ্যেও সেরার দৌড়ে টিকে থাকতে একের পর এক চমক দিয়ে যাচ্ছে মেগাগুলি।

চলতি সপ্তাহে বেঙ্গল টপার কে?

আপনি জানলে অবাক হবেন, চলতি সপ্তাহে বেঙ্গল টপার কিন্তু পরিণীতা কিংবা পরশুরাম হয়নি, হয়েছে অন্য এক সিরিয়াল যেটি সম্পর্কে শুনলে আপনি একদম আকাশ থেকে পড়বেন। ভাবতে বাধ্য হবেন এও সম্ভব? এমনিতে যত সময় এগোচ্ছে ততই সমস্ত ধারাবাহিকগুলোই চেষ্টা করছে বিশেষ কিছু পর্ব, গল্পের নয়া মোড়, নিত্য নতুন ট্যুইস্টের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করার। রেটিং চার্টে প্রতি সপ্তাহে হাড্ডাহাড্ডি লড়াই চলে প্রথম সারির বাংলা চ্যানেলগুলির মধ্যে। এবারেও তার ব্যতিক্রম ঘটল না। যাইহোক, নিশ্চয়ই ভাবছেন চলতি সপ্তাহে কোন চ্যানেলের মেগা বেঙ্গল টপার হয়েছে?

এ সপ্তাহের TRP টপার চিরদিনই তুমি যে আমার

তাহলে জানিয়ে রাখি, এই সপ্তাহে 6.1 রেটিংস পেয়ে প্রথম হয়েছে জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। জিতু কমল এবং দ্বিতিপ্রিয়া রায় অভিনীত মেগাটি এবারে ভালো ফলাফল করেছে। এদিকে পরিণীতা 5.9 রেটিংস পেয়ে দ্বিতীয় হয়েছে। অপরদিকে এবারে পরশুরামের রেটিংস এক ধাক্কায় কিন্তু অনেকটাই কমেছে।

এক নজরে সেরা ১০ সিরিয়ালের তালিকা

১০ সিরিয়ালের টিআরপি লিস্ট

  • বেঙ্গল টপার – চিরদিনই তুমি যে আমার 6.1
  • দ্বিতীয়- পরিণীতা 5.9
  • তৃতীয়- জগদ্ধাত্রী 5.5
  • চতুর্থ- ফুলকি 5.4
  • পঞ্চম- রাঙ্গামতি তীরন্দাজ 5.3
  • ষষ্ঠ- পরশুরাম, আমাদের দাদামণি 5.1
  • সপ্তম- রাজরাজেশ্বরী রাণী ভবানী 4.7
  • অষ্টম- কথা 4.5
  • নবম- জোয়ার ভাঁটা 4.4
  • দশম- চিরসখা 4.3
গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join