বিক্রম ব্যানার্জী, কলকাতা: হিন্দুস্তান, আফগানিস্তান ভাই ভাই। কথাটা প্রায়শই শোনা যায় আফগানদের গলায়। আফগানিস্তানের মানুষজন ভারতীয়দের কতটা ভালবাসেন, সে কথা বোধহয় বুঝিয়ে দেয় তাঁদের ব্যবহার। এবার তারই এক উজ্জ্বল নিদর্শন উঠে এল সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি নেট দুনিয়ায় একটি ভিডিও (Viral Video) দাবানলের গতিতে ভাইরাল হচ্ছে। ভিডিওটিতে একজন ভারতীয় রাইডার আফগানিস্তানের চেক পয়েন্টে পৌঁছলে তাঁকে আটকায় এক তালিবান। তবে ভারতীয় পরিচয় দিতেই কোনওরকম পাসপোর্ট বা কাগজপত্র ছাড়াই তাঁকে কাবুলে যাওয়ার অনুমতি দিয়ে দেন ওই তালিবান অফিসার। যেই দৃশ্য নেট দুনিয়ায় পা রাখতেই আফগানিস্তানের প্রশংসায় পঞ্চমুখ নেট নাগরিকরা।
ভাইরাল ভিডিও চোখ খুলে দিয়েছে অনেকেরই
আফগানিস্তান সম্পর্কে দূর থেকে অনেকেরই একটা ধারণা রয়েছে যে, সে দেশে গেলে তালিবানদের কব্জায় পড়তে হবে। তবে সেই ধারণা ভারতীয়দের ক্ষেত্রে যে অন্তত ভুল তা আরও একবার প্রমাণ করে দিল ভাইরাল একটি ভিডিও। ভিডিওটিতে দেখা গিয়েছে, একজন ভারতীয় রাইডার তাঁর বাইক নিয়ে আফগানিস্তান চেক পয়েন্টে পৌঁছলে তাঁকে দাঁড় করালেন একজন তালেবান অফিসার। এরপরই তিনি জানতে চান, ওই রাইডার কোথায় যাবেন? উত্তরে ওই ব্যক্তি বলেন, আমি কাবুল যাচ্ছি। সেটা শোনার পরই তালেবান জানতে চান তিনি কোন দেশ থেকে এসেছেন? ওই রাইডার বলেন, আমি একজন ভারতীয়। এ কথা শোনা মাত্রই একেবারে খুশিতে গদ গদ হয়ে যান ওই তালেবান।
ভিডিওটি দেখায়, ওই ভারতীয় রাইডারের কাছ থেকে তাঁর পরিচয় জানার পরই ওই তালেবান অফিসার বলছেন, ‘ইন্ডিয়া, আফগানিস্তান ভাই ভাই। আপনাকে আফগানিস্তানে স্বাগতম।’ এরপরই ওই তালেবান কিছুটা দূরে সরে গেলেই ওই বাইক চালক তাঁর পরিচয়পত্র বের করে দেখাতে যান ঠিক তখনই ওই তালেবান বলেন, না, না, না…. কিছু প্রয়োজন নেই। নো পাসপোর্ট, নো পেপার্স… অর্থাৎ আফগানিস্তানে ভারতীয় পরিচয়টাই যথেষ্ট।
ভিডিওটির শেষের দিকে দেখা যায়, ওই তালেবান ভারতীয় বাইকারকে বলছেন, আপনি চা খাবেন? উত্তরে তিনি জানান, কাবুল যেতে লেট হয়ে যাচ্ছে। এরপরই ধন্যবাদ জানিয়ে তাঁকে বিদায় দেন ওই তালেবান। যেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় পা রাখতেই নেট নাগরিকদের একটা বড় অংশের ভুল ভেঙেছে। বুঝতে পেরেছেন, আফগানরা আদতেই ভারতীয়দের কতটা ভালবাসে।
অবশ্যই পড়ুন: টিম ইন্ডিয়ার প্লেয়ারদের জন্য ৮০ রকমের খাবার, গম্ভীরের ডিনার পার্টিতে এলাহী আয়োজন
উল্লেখ্য, বিশ্বের অন্যান্য দেশের সাথে সে অর্থে বন্ধুত্ব না থাকলেও ভারতের জন্য আফগানিস্তানের দরজা সব সময় খোলা। অনুরূপভাবে, ভারতীয়রাও আফগানদের আতিথিয়তায় কোনও রকম ত্রুটি রাখেন না। বলা বাহুল্য, যুদ্ধের মতো কঠিন পরিস্থিতি হোক কিংবা ভয়াবহ বন্যা, সব ক্ষেত্রেই ভারতকে পাশে পেয়েছে আফগানিস্তান। তাই কঠিন সময়ের বন্ধুকে হারাতে রাজি নয় না ইসলামের দেশ।