বিক্রম ব্যানার্জী, কলকাতা: তালিবান সরকার ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো ভারতে এলেন আফগানিস্তানের বিদেশ মন্ত্রী আমির খান মুত্তাকি (Taliban Foreign Minister India Tour)। বৃহস্পতিবার, নয়াদিল্লিতে পা রাখতেই তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে ভারত। জানা যাচ্ছে, মোট 8 দিনের সফরে এসেছেন তিনি। কূটনৈতিকদের মতে, গনি সরকারের পতনের চার বছর পর প্রথমবারের মতো ভারতে তালিবান মন্ত্রীর আগমন যথেষ্ট তাৎপর্যপূর্ণ হতে চলেছে।
মুত্তাকির ভারত সফরের অনুমতি দিয়েছে রাষ্ট্রসঙ্ঘ
জানা যায়, গত মাসেই ভারতে আসার কথা ছিল তালেবান সরকারের বিদেশমন্ত্রী আমির খানের। তবে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে তালিবান মন্ত্রীদের উপর আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় সেই সফর বাতিল হয়ে যায়। তবে পরবর্তীতে 30 সেপ্টেম্বর UNSC কমিটি আফগানিস্তানের মন্ত্রীকে অস্থায়ী ভিত্তিতে ভারত সফরের অনুমতি দেয়। আর সেই সূত্রেই প্রথমবারের মতো বন্ধু দেশে পা রাখলেন আফগান মন্ত্রী। জানা গিয়েছে, আজ অর্থাৎ 9 অক্টোবর থেকে আগামী 16 অক্টোবর পর্যন্ত ভারতেই থাকবেন তিনি।
Warm welcome to Afghan Foreign Minister, Mawlawi Amir Khan Muttaqi on his arrival in New Delhi.
We look forward to engaging discussions with him on bilateral relations and regional issues. pic.twitter.com/Z4eo6dTctJ
— Randhir Jaiswal (@MEAIndia) October 9, 2025
তালিবান মন্ত্রীর ভারত সফর কেন গুরুত্বপূর্ণ?
তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিগত দিনগুলিতে ভারতের সাথে সম্পর্ক জোরদার হয়েছে আফগানিস্তানের। জানা যায়, পাকিস্তানে অপারেশন সিঁদুর চালানোর পর গত 15 মে আফগানিস্তানের বিদেশ মন্ত্রী মুত্তাকির সাথে ফোনে কথা বলেছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তালিবান ক্ষমতায় আসার পর এটাই ছিল ভারত এবং আফগানিস্তানের উচ্চ পর্যায়ের মধ্যে প্রথম যোগাযোগ।
বলা বাহুল্য, ভারত এখনও পর্যন্ত তালিবান সরকারকে স্বীকৃতি দেয়নি ঠিকই, তবে কাবুলে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের উপর জোর দিয়েছে। শুধু তাই নয়, ভারত সরকার এও জানিয়েছে, আফগানিস্তানের মাটি কোনও দেশের বিরুদ্ধে সন্ত্রাসবাদি কর্মকাণ্ডের জন্য ব্যবহার করা না হয় তা নিশ্চিত করতে হবে। এর আগে গত জানুয়ারিতে বিদেশ সচিব বিক্রম মিশ্রি এবং আফগান বিদেশমন্ত্রী মুত্তাকির মধ্যে আলোচনার পর তালিবান সরকার ভারতকে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক শক্তি হিসেবে অভিহিত করে।
অবশ্যই পড়ুন: টিম ইন্ডিয়ার প্লেয়ারদের জন্য ৮০ রকমের খাবার, গম্ভীরের ডিনার পার্টিতে এলাহী আয়োজন
মনে করা হচ্ছে, আফগান মন্ত্রীর ভারত সফরের মধ্যে দিয়ে আফগানিস্তান এবং ভারতের মধ্যে দ্বীপাক্ষিক সম্পর্ক নতুন মাত্রা পাবে। তাছাড়াও দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত হলে চিরকালের শত্রু পাকিস্তান বড়সড় শিক্ষা পাবে বলেই দাবি করছেন বিশেষজ্ঞ মহল। অন্যদিকে, মুত্তাকির ভারত সফরের মধ্য দিয়ে ভূমিকম্প বা যুদ্ধ পরিস্থিতির মতো সময় এলে নয়া দিল্লির তরফে এক টানা সাহায্য পাবে আফগানিস্তান। সূত্রের খবর সে বিষয়টাও বিবেচনা করছে কেন্দ্র।