নিয়ন্ত্রণ হারান পাইলট! উত্তরপ্রদেশে একাধিক যাত্রী নিয়ে ভেঙে পড়ল প্রাইভেট জেট

Published:

Uttar Pradesh Private Jet Crash after pilot loses his control
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চালক নিয়ন্ত্রণ হারানোয় টেক অফের পরই উত্তরপ্রদেশে ভেঙে পড়ল একটি প্রাইভেট জেট (Uttar Pradesh Private Jet Crash)। বৃহস্পতিবার, যোগীরাজ্যের ফারুখাবাদে এই ভয়াবহ বিমান দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, বিমানটি ঠিকঠাক ভাবে উড়লেও টেক অফের কিছুক্ষণের মধ্যেই পাইলট নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় তা ভেঙে পড়ে। যদিও এই ঘটনায় দুজন পাইলট এবং বিমানে থাকা যাত্রীরা অল্পের জন্য রক্ষা পেয়েছেন।

ঝোপ জঙ্গলে ধাক্কা খেয়ে মাটিতে ভেঙে পড়ে বিমানটি

ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার ফারুখাবাদের এয়ারস্ট্রিপ থেকে টেক অফের পরই কিছুদূর উঠতেই আচমকা বিমানটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এরপরই বিমানটি ঝোপ জঙ্গলে ধাক্কা খেয়ে কোটওয়ালি মহম্মদাবাদ এলাকায় ফাঁকা জমির উপর ভেঙে পড়ে।

প্রাথমিক অনুমান, বিমানটিতে কোনও না কোনও যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। মূলত সে কারণেই বিমানটি আকাশে ভাসিয়ে রাখতে পারেননি পাইলট। এরপরই তা দ্রুত গতিতে মাটিতে আছড়ে পড়ে। যদিও গোটা ঘটনায় অক্ষত রয়েছেন সকলেই।

অবশ্যই পড়ুন: আরও মজবুত হবে ভারত-আফগানিস্তান সম্পর্ক! ৮ দিনের সফরে দেশে এলেন তালিবান মন্ত্রী

উল্লেখ্য, জেট সার্ভিস অ্যাভিয়েশন প্রাইভেট লিমিটেডের VT-DEZ নামে এই প্রাইভেট জেটটির রেজিস্ট্রেশন রয়েছে। সূত্রের খবর, প্রথমদিকে পাইলট বুঝতে পারেন তিনি ধীরে ধীরে বিমানের নিয়ন্ত্রণ হারাচ্ছেন। ফলে দ্রুত যাত্রীদের সতর্ক করেন তিনি। যার জেরে প্রত্যেকেই অক্ষত অবস্থায় বিমান থেকে বেরিয়ে আসতে পেরেছেন। এদিকে জানা যাচ্ছে, নির্মীয়মান একটি বিয়ার ফ্যাক্টরির ইন্সপেকশনের জন্য ওই বিমানে করে যাচ্ছিলেন ফ্যাক্টরির ম্যানেজিং ডিরেক্টর। এছাড়াও অন্য যাত্রীরাও ওই ব্যক্তিগত বিমানে ছিলেন।

আরওUttar Pradesh
গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join