উত্তরবঙ্গের পাশে RSS, দুর্গতদের সাহায্যে এগিয়ে এল সংঘ

Published:

Rashtriya Swayamsevak Sangh
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: গত শনিবার লাগাতার বর্ষণের জেরে চরম দুর্যোগ নেমে আসে উত্তরবঙ্গে। নাগরাকাটায় অন্তত ২০০টি পরিবার গৃহহীন হয়ে পড়ে। বন্যার জলে ভেঙে গিয়েছে গাছপালা, ব্রিজ। বানরহাটে ধসে ভেঙে পড়েছে একাধিক কাঁচা বাড়ি। বিজনবাড়ি ও মিরিকে বহু রাস্তাও ধসে অবরুদ্ধ হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। এমতাবস্থায় দুর্গতরা রীতিমত না খেয়ে বিদ্যুৎহীন এলাকায় দিনের পর দিন পরে রয়েছে। এখনও দিন জায়গায় পৌঁছয়নি সরকারি ত্রাণ। তাই এবার দুর্গতদের পাশে দাঁড়াতে এগিয়ে এল RSS (Rashtriya Swayamsevak Sangh)। তাঁরা ছোট ছোট দলে ভাগ হয়ে গিয়ে ক্রমাগত দুর্গতদের সহায়তায় কাজ চালিয়ে যাচ্ছে।

উত্তরবঙ্গের পাশে RSS

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা RSS বরাবরই রাজনৈতিক লাভ এবং ক্ষতির হিসাব না কষেই ত্রাণ ও উদ্ধার কাজে নিজেদের সপে দিয়েছে। অর্থাৎ এক কথায় এই সংগঠন মানবিক সাহায্যের জন্য পরিচিত। ভূমিকম্প থেকে বন্যা প্রতিবারই সংগঠনের স্বেচ্ছাসেবকরা সবার আগে মাঠে নেমে পড়েছেন। তাই এবারেও উত্তরবঙ্গের দুর্গতদের পাশে দাঁড়াতে এগিয়ে এল তাঁরা। এইমুহুর্তে বন্যা ও ধসে বিধ্বস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি খুবই সংকটজনক। তাও তাঁদের জন্য প্রতিদিন যতটা সম্ভব রান্না করা খাবার পৌঁছে দেওয়া হচ্ছে।

যারা ঝড় বৃষ্টি এবং বন্যায় গৃহহীন হয়ে পড়েছেন, তাঁদের জন্য ত্রিপলের ব্যবস্থা করা হয়েছে। শুকনো খাবার, দুধ ও ওষুধ সরবরাহ করা হচ্ছে। এমনকি ভূমিধস এবং কাদায় আটকে থাকা মানুষদের উদ্ধার কাজেও সাহায্য করছেন সংঘ কর্মীরা। এছাড়াও টোটোর মাধ্যমে চাল, আটা, ম্যাগি এবং ত্রিপল পাঠানো হয়েছে।

ভূয়সী প্রশংসা RSS এর!

এদিকে সামনেই ২৬ এর বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখেই বিভিন্ন রাজনৈতিক দলগুলি ভোটের ময়দানে নেমেছে। সেক্ষেত্রে সকলেরই কম বেশি ধারণা RSS-ও ভোটের রাজনীতিতে নিজেকে এগিয়ে রাখতে উত্তরবঙ্গে দুর্গতদের সাহায্যের হাত বাড়িয়েছে। যদিও ভোট রাজনীতিতে সরাসরি অংশ নেয় না RSS। তাই তাদের এই উদ্যোগকে মানবিক উদ্যোগ হিসেবেই দেখছে একাংশ। এই ব্যাপারে নাম প্রকাশ্যে অনিচ্ছুক সংঘের এক স্বেচ্ছাসেবক জানিয়েছেন যে, “মানুষের বিপদ মানেই আমাদের দায়িত্ব। এখানে রাজনীতি নেই, আছে শুধু সেবার মানসিকতা।”

আরও পড়ুন: ‘আবারও ওই এলাকাতে গিয়ে ত্রাণ দেব!’ হাসপাতাল থেকে ছাড়া পেয়েই জানালেন শঙ্কর ঘোষ

প্রসঙ্গত, দুর্গম এলাকারস্থানীয় বাসিন্দারা আরএসএসের এই মানবিক উদ্যোগের প্রতি অনেক প্রশংসা করেছেন। এক দুর্গত পরিবার জানান, “সরকারি ত্রাণ এখনও আসেনি। কিন্তু আরএসএস-এর ছেলেরা প্রথম দিন থেকেই আমাদের পাশে দাঁড়িয়েছে।” এদিকে কিছুদিন আগে উত্তরবঙ্গে নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ ত্রাণ দিতে গিয়ে হামলার শিকার হয়েছিল। রক্তাক্ত অবস্থায় তাঁদের দুজনকে শিলিগুড়িতে নিয়ে যাওয়া হয়। যদিও শঙ্কর ঘোষের চোট কম থাকায় গতকাল অর্থাৎ বুধবারই তাঁকে ছুটি দেওয়া হয়। কিন্তু এখনও হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি সংসদ খগেন মুর্মু।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join