৮,৪৭৭ শূন্যপদ! গ্রুপ C, গ্রুপ D-তে নিয়োগের বিজ্ঞপ্তি SSC-র, আবেদনের শেষ তারিখ কবে?

Published:

West Bengal School Service Commission
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: নিয়োগ দুর্নীতি নিয়ে একের পর এক কলঙ্ক যেন পিছু ছাড়ছে না রাজ্য সরকারের। আর এই কলঙ্কের জালে নাম জড়িয়ে পড়ছে শাসকদলের একের পর এক নেতার। এদিকে আদালতের নির্দেশে ২০১৬ সালের গোটা প্যানেল বাদ দিয়ে একধাক্কায় ২৬০০০ শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মীদের চাকরি চলে যায়। রাতারাতি যোগ্য-অযোগ্য, সকলেই চাকরি হারান তাই নিয়ে দীর্ঘদিন চলে আন্দোলন। যদিও গত মাসে নবম-দশম, একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আর এবার পালা শিক্ষাকর্মী নিয়োগের। তাই সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ্যে আনল কমিশন (West Bengal School Service Commission)।

কবে থেকে চলবে নিয়োগ?

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে আগামী ৩ নভেম্বর থেকে ৩ ডিসেম্বরের মধ্যে গ্রুপ সি ও গ্রুপ ডি, অর্থাৎ শিক্ষাকর্মী হিসেবে নিযুক্ত হতে আবেদন করা যাবে। এইমুহুর্তে গ্রুপ সি-তে ২ হাজার ৯৮৯টি শূন্যপদ রয়েছে। অন্যদিকে গ্রুপ ডি-তে শূন্যপদ রয়েছে ৫ হাজার ৪৮৮টি। এছাড়াও বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে গ্রুপ সি ও গ্রুপ ডি, এই দুই পদে আবেদনের জন্য জেনারেল ক্যাটেগরির চাকরি প্রার্থীদের ৪০০ টাকা করে দিতে হবে। তবে তফসিলি জাতি, তফসিলি উপজাতি, বিশেষ ভাবে সক্ষমদের জন্য বিশেষ ছাড় রয়েছে। তাঁদের দিতে হবে ১৫০ টাকা করে। ফি জমা দেওয়ার শেষ সময় থাকবে ৩ ডিসেম্বর রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত।

কী বলছেন ব্রাত্য?

এদিন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সোশ্যাল মিডিয়ায় নিয়োগ সংক্রান্ত একটি পোস্ট প্রকাশ করেন। যেখানে তিনি লেখেন, ‘পশ্চিমবঙ্গের বিদ্যালয়গুলিতে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। বাংলায় কর্মপ্রার্থী যুবক-যুবতীদের কর্মসংস্থানের জন্য মাননীয়া মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপদেশ এবং সক্রিয় পর্যবেক্ষণে রাজ্য সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগের কাছে এটি আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই পদে আবেদনকারী সমস্ত কর্মপ্রার্থী যুবক-যুবতীদের জন্য আন্তরিক শুভেচ্ছা রইল’।

আরও পড়ুন: উত্তরবঙ্গের পাশে RSS, দুর্গতদের সাহায্যে এগিয়ে এল সংঘ

গ্রুপ সি ও গ্রুপ ডি, এই দুই পদে সকলেই আবেদন করলেও এক্ষেত্রে আদালতের নির্দেশ মতোই, দাগিরা এই চাকরিতে আবেদন করতে পারবেন না। আবেদনের প্রক্রিয়া সুষ্ঠভাবে সুসম্পন্ন হলে এক্ষেত্রে প্রথমে হবে লিখিত পরীক্ষা, এর পর প্রকাশিত হবে প্যানেল, ওয়েটিং লিস্ট, তার পর চলবে কাউন্সেলিং। শিক্ষকদের পরীক্ষার মতই এক্ষেত্রেও জেনারেল ক্যাটেগরিতে ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। তবে SC/ST- জন্য ৫ বছর, OBC-দের জন্য ৩ বছর এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য ৮ বছর ছাড় দেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে আগামী বছরের শুরুতে গ্রুপ সি ও গ্রুপ ডি পদের পরীক্ষা হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join