কনফার্ম টিকিটের দিন বদল করলে আসন পাওয়ার গ্যারান্টি দেবে না রেল!

Published:

train ticket
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ ভারতীয় রেল টিকিট (Train Ticket) বুকিং নিয়মে একটি বড় পরিবর্তন আনছে। জানা যাচ্ছে, যাত্রীরা অতিরিক্ত অর্থ প্রদান ছাড়াই তাদের টিকিটের তারিখ পরিবর্তন করতে পারবেন। রেলের এহেন সিদ্ধান্তের জেরে খুশির হাওয়া বইছে যাত্রীদের মধ্যে। তবে রেল একটা জিনিস এও জানিয়েছে, তারিখ পরিবর্তন করলেও কনফার্ম টিকিটের কোনও নিশ্চয়তা রেল দেবে না। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।

জানুয়ারি ২০২৬ থেকে যাত্রীরা কোনও ফি ছাড়াই তাদের কনফার্ম ট্রেন টিকিটের ভ্রমণের তারিখ অনলাইনে পরিবর্তন করতে পারবেন। বর্তমান নিয়ম অনুসারে, যাত্রীদের তাদের ভ্রমণের তারিখ পরিবর্তন করার জন্য তাদের টিকিট বাতিল করতে হবে এবং একটি নতুন টিকিট বুক করতে হবে। এর জন্য বাতিলকরণের চার্জ দিতে হবে এবং এটি অসুবিধাজনক। ফলস্বরূপ, নতুন টিকিট পাওয়া কঠিন হতে পারে।

নিশ্চিত টিকিটের কোনও নিশ্চয়তা নেই

এক রিপোর্ট অনুসারে, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে নতুন নিয়মটি কনফার্ম টিকিটের নিশ্চয়তা দেবে না, কারণ এটি রেলওয়েতে আসনের প্রাপ্যতার উপর নির্ভর করে। সেইসঙ্গে যদি নতুন টিকিটের দাম বেশি হয়, তাহলে যাত্রীদের সেই টাকা অবশ্যই প্রদান করতে হবে। এই নিয়মটি সেই যাত্রীদের সুবিধা দেবে যাদের ভ্রমণের তারিখ পুনর্নির্ধারণের জন্য মোটা অঙ্কের ফি দিতে হয়।

রেলওয়ের ট্রেন টিকিট বাতিলের নীতি কী?

বর্তমান নিয়ম অনুসারে, ট্রেন ছাড়ার ৪৮ থেকে ১২ ঘন্টা আগে যদি কোনও নিশ্চিত টিকিট বাতিল করা হয়, তাহলে ভাড়া ২৫ শতাংশ কমে যায়। তবে, ট্রেন ছাড়ার ১২ থেকে ৪ ঘন্টা আগে যদি কোনও টিকিট বাতিল করা হয়, তাহলে ভাড়া বেড়ে যায়। রিজার্ভেশন চার্ট তৈরি হওয়ার পরে বাতিলকরণের জন্য কোনও টাকা ফেরত দেওয়া হয় না।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join