CSK থেকে KKR, IPL 2026 এর আগে এই প্লেয়ারদের ছেড়ে দেবে দলগুলি! লিস্টে বড় নাম

Published:

IPL 2026 mini auction Possible released players list
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মরসুম এখনও বহু দেরি। যদিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে IPL 2026 নিলামের সম্ভাব্য দিনক্ষণ। ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী, আগামী 13 থেকে 15 ডিসেম্বরের মধ্যে দেশের মাটিতেই অনুষ্ঠিত হতে পারে আসন্ন IPL এর নিলাম পর্ব। এছাড়াও আসন্ন 15 নভেম্বর ধরে রাখা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করতে পারে দলগুলি। এরই মাঝে খবর আসছে, এবারের IPL এ কমপক্ষে 97.35 কোটি মূল্যের খেলোয়াড়কে ছেড়ে দিতে পারে দলগুলি। চেন্নাই, কলকাতা, দিল্লি সহ অন্যান্য বেশ কয়েকটি দল থেকে বাদ পড়তে পারে কিছু বড় নাম।

এই প্লেয়ারদের ছেড়ে দিতে পারে CSK

ক্রিকবাজের একটি প্রতিবেদন বলছে, আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি বদল আসতে পারে চেন্নাই সুপার কিংসে। মহেন্দ্র সিং ধোনির দলটি IPL 2026 মরসুমে একসাথে 5 জন বড় ক্রিকেটারকে ছেড়ে দিতে পারে। যেই সম্ভাব্য তালিকায় নাম রয়েছে, 6.25 কোটির ডেভন কনওয়ে, 2.40 কোটির স্যাম কারেন, দীপক হুডা ( 1.70 কোটি), বিজয় শঙ্কর (1.20 কোটি), রাহুল ত্রিপাঠী (3.40 কোটি) এর মতো ক্রিকেটারদের।

বড় প্লেয়ারকে বাদ দিতে পারে KKR!

গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 23.75 কোটি নিয়েও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি কলকাতা নাইট রাইডার্সের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়ার। যার কারণে তাঁকে নিয়ে যথেষ্ট হতাশায় টিম ম্যানেজমেন্ট। মনে করা হচ্ছে, আইয়ারকে যদি আসন্ন সিজনের আগে ছেড়ে দেয় কলকাতা, তবে সেক্ষেত্রে ওই দামে অন্তত দু থেকে তিনজন ভাল মানের খেলোয়াড়কে পাওয়া যাবে।

অবশ্যই পড়ুন: টানা ৯ দিন বন্ধ, খোলেনি এখনও! ভেঙে ফেলা হবে ১৩৬ বছরের ঐতিহ্য আইফেল টাওয়ার?

দুই তারকাকে মুক্তি দিতে পারে দিল্লি

শোনা যাচ্ছে, নতুন মরসুমে ঘুরে দাঁড়াতে দিল্লি ক্যাপিটালসও নিজেদের দলে কিছু কাটছাঁট করবে। সূত্রের খবর, DC সম্ভবত অস্ট্রেলিয়ান তারকা মিচেল স্টার্ক এবং ভারতীয় পেসার টি নটরাজনকে ছেড়ে দিতে পারে। মনে করা হচ্ছে, এই দুই ক্রিকেটারকে ছেড়ে দিলে নতুন ক্রিকেটার নেওয়ার ক্ষেত্রে অনেকটাই টাকা বাঁচবে তাদের।

প্রসঙ্গত, উপরিউক্ত দলগুলির পাশাপাশি আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 8 কোটির আকাশদীপ, সাড়ে সাত কোটির ডেভিড মিলার এবং 11 কোটি দিয়ে কেনা মায়াঙ্ক যাদবকে ছেড়ে দিতে পারে লখনউ সুপার জায়ান্ট। অন্যদিকে, রাজস্থান রয়্যালসও তাদের দুই দাপুটে প্লেয়ার অর্থাৎ শ্রীলঙ্কার অলরাউন্ডার ভ্যানিন্দু হাসারাঙ্গা এবং আরেক লঙ্কার স্পিনার মাহিশ তেকশানাকে নতুন মরসুমের আগেই ছেড়ে দিতে পারে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join