বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতেও তালিবানের নারী বিদ্বেষ! নয়া দিল্লিতে আফগানিস্তানের তালিবান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সাংবাদিক বৈঠকে (Taliban Minister Press Conference) প্রবেশ করতে পারলেন না কোনও মহিলা সাংবাদিক। আর সেই ঘটনা প্রকাশ্যে আসতেই তালিবানের সাথে সাথেই বিতর্কে জড়িয়েছে কেন্দ্র! ইতিমধ্যেই তালিবানকে সন্তুষ্ট করতে কট্টরপন্থী মনোভাবকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছে মোদি সরকারের বিরুদ্ধে। এ নিয়ে প্রধানমন্ত্রীকে সরাসরি আক্রমণও করলেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী।
মোদি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বরিষ্ঠ এক মহিলা সাংবাদিক
2021 সালে তালিবান ক্ষমতায় আসার পর আফগানিস্তানে মহিলাদের অধিকার খর্ব করেছে মৌলবাদী সরকার। জানা যায়, সে দেশে মহিলাদের একা রাস্তায় বেরানো নিষিদ্ধ। এছাড়াও উচ্চশিক্ষার ক্ষেত্রে মহিলাদের বাধা দেওয়া হয় বলেও খবর। পাশাপাশি স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রেও মেয়েদের অধিকার দেয়নি সে দেশের তালিবান সরকার। বর্তমানে সেই সরকারেরই বিদেশমন্ত্রী ভারত সফরে রয়েছেন।
সম্প্রতি নয়া দিল্লির বুকে আফগান মন্ত্রী সাংবাদিক বৈঠকে অন্যান্য পুরুষ সাংবাদিকরা ঢুকতে পারলেও প্রবেশ করতে দেওয়া হয়নি মহিলাদের। আর তাতেই দানা বেঁধেছে বিতর্ক। এ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন বিরোধী পক্ষের বহু নেতা মন্ত্রী থেকে শুরু করে মহিলা সাংবাদিকরাও। গোটা বিষয়টিকে অপমান হিসেবে দেখে মোদি সরকারের বিরুদ্ধে গর্জে উঠেছেন নয়নিমা বসু নামক এক বরিষ্ঠ মহিলা সাংবাদিক। সম্প্রতি তিনি তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন, ‘ভারত সরকারের নাকের ডগায়, রাজধানী দিল্লিতে আফগান বিদেশমন্ত্রী সাংবাদিক বৈঠক করলেন। সেখানে মহিলা সাংবাদিকদের প্রবেশ করতেই দেওয়া হল না। এমন ঘটনা ভারতে কীভাবে সম্ভব?’
একইভাবে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের আরেক মহিলা সাংবাদিক লিখেছেন, ‘এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। ভারতের বুকে দাঁড়িয়ে এমন বিষয় মেনে নেওয়া যায় না। কেন তালিবানদের এমন চিন্তাধারাকে মেনে নেওয়া হল?’ এদিকে কেন্দ্র অবশ্য জানিয়েছে, মহিলা সাংবাদিকদের অন্তর্ভুক্ত করার পরামর্শ দেওয়া হয়েছিল। তবে তারা শোনেননি। দিল্লির দাবি, ‘আফগানিস্তানের দূতাবাসে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় হস্তক্ষেপ করেনি।’
প্রধানমন্ত্রীকে নিশানা প্রিয়ঙ্কার
তালিবান মন্ত্রীর সাংবাদিক সম্মেলনে মহিলা সাংবাদিকদের ঢুকতে না দেওয়ার ঘটনায় সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা। তাতে লেখা হয়েছে, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি, দয়া করে স্পষ্ট করে জানাবেন কেন ভারতে আসা তালিবান প্রতিনিধির সংবাদ সম্মেলনে মহিলা সাংবাদিকদের ঢুকতে দেওয়া হলো না! যদিও নারীদের অধিকার নিয়ে আপনার ভাষণ শুধুমাত্র নির্বাচনের সময় দেখা যায়। দেশের মাটিতে দাঁড়িয়ে এভাবে মহিলাদের অপমানের অনুমতি কেন দেওয়া হল। ভারতের মহিলারা দেশের শিরদাঁড়া, আমাদের গর্ব।’
Prime Minister @narendramodi ji, please clarify your position on the removal of female journalists from the press conference of the representative of the Taliban on his visit to India.
If your recognition of women’s rights isn’t just convenient posturing from one election to…
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) October 11, 2025
অবশ্যই পড়ুন: জঙ্গি বিরোধী অভিযানে গিয়ে কাশ্মীরে শহিদ দুই বঙ্গসন্তান! শোকের ছায়া মুর্শিদাবাদ, বীরভূমে
উল্লেখ্য, তালিবান মন্ত্রীর সাংবাদিক সম্মেলনে মহিলা সাংবাদিকদের ঢুকতে না দেওয়ার ঘটনায় সরব হয়েছে তৃণমূল কংগ্রেসও। ইতিমধ্যেই ভারতীয় বিদেশমন্ত্রী জয়শঙ্কর সহ কেন্দ্রকে নিশানা করে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র একটি ভিডিওতে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর প্রশ্ন, ‘এই ঘটনা সত্যিই নিন্দনীয়। কীভাবে তালিবান প্রতিনিধিকে ভারতের মাটিতে এমন সাংবাদিক সম্মেলন করার অধিকার দিল সরকার?’