সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের কথা ভেবে একের পর এক জনকল্যাণমূলক প্রকল্প চালু করে রেখেছে। আর ঠিক তেমনই ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট ঘোষণার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বেশ কয়েকটি ঘোষণা করেছিলেম। তার মধ্যে একটি ছিল প্রধানমন্ত্রী ধন ধান্য কৃষি যোজনা (PM Dhan Dhanya Krishi Yojana)।
ওই সময় জানানো হয়েছিল, এই প্রকল্পটি কেন্দ্র সরকারের তরফ থেকে চালানো হবে এবং সরাসরি কৃষকদের উপকারে আসবে এই প্রকল্প। এমনকি এই প্রকল্পের আওতায় মোটা অংকের অর্থ সাহায্য থেকে শুরু করে চাষবাস উন্নত করার জন্য একাধিক সুবিধাও পাওয়া যাচ্ছে। আজকের প্রতিবেদনে এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানিয়ে দিচ্ছি।
প্রধানমন্ত্রী ধন-ধান্য কৃষি যোজনা প্রকল্পের উদ্দেশ্য এবং সুবিধা
জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী ধন-ধান্য কৃষি যোজনা প্রকল্পের মূলত পাঁচটি উদ্দেশ্য রয়েছে। সেগুলি হল—
- কৃষি উৎপাদনশীলতা বাড়ানো,
- ফসলের বৈচিত্র এবং টেকসই কৃষি পদ্ধতির মাধ্যমে কৃষকদের আরও উৎসাহিত করে তোলা,
- পঞ্চায়েত আর ব্লকের স্তরে ফসল কাটার পর সংরক্ষণ ক্ষমতা বাড়ানো,
- যে সমস্ত অঞ্চলে জলের নির্ভরযোগ্যতা কম, সেখানে সেচ পরিকাঠামো উন্নত করা,
- কৃষকদের জন্য স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী কৃষি ঋণের ব্যবস্থা করে দেওয়া।
উল্লেখ্য, এই প্রকল্পটি কম উৎপাদনশীল অঞ্চলগুলির জন্যই। আর ইতিমধ্যেই এর আওতায় ১ কোটি ৭০ লক্ষ কৃষক সহায়তা পাচ্ছে। মূলত রাজ্যগুলির সহযোগিতার মাধ্যমেই এই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।
কারা সুবিধা পাবে এই প্রকল্পের?
উল্লেখ্য, প্রধানমন্ত্রী ধন-ধান্য কৃষি যোজনা প্রকল্পটি চলতি বছরের ১৬ জুলাই অনুমোদিত হয়েছিল। আর এই প্রকল্পের মূল লক্ষ্য হল ১০০টি নিম্নমানের কৃষিক্ষেত্রের জেলাকে ছয় বছরে ২৪ হাজার কোটি টাকার বার্ষিক বাজেটের আওতায় নিয়ে আসা। তবে কেন্দ্র সরকারের তরফ থেকে প্রতিটি রাজ্য ভেদে জেলার তালিকা দেওয়া হয়েছে। সেগুলি হল—
১) পশ্চিমবঙ্গ- দার্জিলিং, আলিপুরদুয়ার, ঝাড়গ্রাম, পুরুলিয়া
২) অরুণাচল প্রদেশ- আঞ্জাও
৩) অসম- করিমগঞ্জ, চারিদেও, দিমা হাসাও
৪) বিহার- মধুবনি, দরভাঙ্গা, বাঁকা, গয়া, সিওয়ান, কিষাণগঞ্জ, নওয়াদা
৫) ছত্তিশগড়- দান্তেওয়াড়া, যশপুর, কোরবা
৬) গোয়া- দক্ষিণ গোয়া
৭) মহারাষ্ট্র- পালগর, ইয়াভাতমাল, গাদচিরোলি, ধুলে, রায়গড়, চন্দ্রপুর, ছত্রপতি সম্ভাজিনগর, নান্দেদ
৮) হরিয়ানা- নুহ
৯) হিমাচল প্রদেশ- বিলাসপুর
১০) জম্মু ও কাশ্মীর- কিশতওয়ার, বারামুল্লা
১১) ঝাড়খণ্ড- সিমডেগা, পশ্চিম সিংভূম
১২) কর্ণাটক- তুমকুর, চিত্রদুর্গা, কপ্পাল, গদাগ, হাভেরি, চিক্কাবল্লাপুর
১৩) কেরালা- কোঝিকোড়, কাসারগোড, কান্নুর
১৪) মধ্যপ্রদেশ- অনুপুর, ডিন্ডোরি, আলীরাজপুর, শাহদোল, উমারিয়া, সিধি, নিওয়ারি, টিকামগড়
১৫) গুজরাট- কচ্ছ, দোহাদ, ছোট উদয়পুর, পঞ্চমহল
১৬) তামিলনাড়ু- রামানাথপুরম, থুথুকুডি, শিবগঙ্গা, বিরুধুনগর
১৭) মেঘালয়- পশ্চিম জৈন্তিয়া পাহাড়
১৮) মিজোরাম- মামিত
১৯) নাগাল্যান্ড- সোমবার
২০) ওড়িশা- কান্ধমাল, মালকানগিরি, সুন্দরগড়, নুয়াপাদা
২১) পাঞ্জাব- ফাজিলকা
২২) রাজস্থান- বারমের, জয়সলমের, পালি, নাগৌর, যোধপুর, বিকানের, চুরু, জালোর
২৩) সিকিম- গেইজিং
২৪) মণিপুর- তামেংলং
২৫) তেলেঙ্গানা- নারায়ণপেট, জোগুলাম্বা গাদওয়াল, জাঙ্গোয়ান, নাগারকুরনুল
আরও পড়ুনঃ ‘সংবিধান রক্ষার লড়াই লড়ছেন!’ মাচাদোর সঙ্গে রাহুলের তুলনা, নোবেলের দাবি কংগ্রেসের?
২৬) ত্রিপুরা- উত্তর ত্রিপুরা
২৭) উত্তরপ্রদেশ- মহোবা, সোনভদ্র, হামিরপুর, বান্দা, জালাউন, ঝাঁসি, উন্নাও, প্রয়াগরাজ, চিত্রকূট, প্রতাপগড়, শ্রাবস্তী, ললিতপুর
২৮) উত্তরাখণ্ড- আলমোড়া, চামোলি
২৯) অন্ধ্রপ্রদেশ- অনন্তপুর, আল্লুরী সীতারামা রাজু, অন্নময়্যা