বিক্রম ব্যানার্জী, কলকাতা: সেপ্টেম্বর গড়িয়ে অক্টোবর। এশিয়া কাপের ফাইনাল শেষ হয়ে বহুদিন কেটে গেলেও ভারতীয় দলকে ট্রফি দেওয়া নিয়ে উদ্যোগী হননি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নকভি। যার কারণে, ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা। এরই মাঝে এবার বড়সড় নির্দেশ দিলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী তথা ACC প্রধান নকভি। পিটিআই সূত্রে খবর, ভারতীয় দলের হকের ট্রফি নিয়ে নাকি এবার কড়া পদক্ষেপ নিয়েছেন PCB প্রধান (Mohsin Naqvi On Asia Cup Trophy)।
ACC কর্তাদের ট্রফি নিয়ে নতুন নির্দেশ নকভির
এশিয়া কাপে ফাইনালের মঞ্চে পাকিস্তানকে উড়িয়ে জয় পায় ভারত। তবে প্রাপ্য ট্রফি এখনও পাননি সূর্যকুমার যাদবেরা। টিম ইন্ডিয়ার এশিয়া কাপ ট্রফি আটকে রেখে নির্লজ্জতার চরম সীমায় পৌঁছেছেন ACC চেয়ারম্যান। এরই মাঝে আবার শোনা যাচ্ছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কর্তাদের উদ্দেশ্যে এবার ভারতের হাতে ট্রফি হস্তান্তর নিয়ে বড় নির্দেশ দিয়েছেন নকভি।
বলাই বাহুল্য, ভারতীয় দলের হকের ট্রফিটি বর্তমানে দুবাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের দপ্তরে রয়েছে। এবার সে বিষয়ে PCB প্রধানের নির্দেশ, তাঁর অনুমতি ছাড়া যেন কেউ এশিয়া কাপের ট্রফিতে স্পর্শ না করেন। দুবাইয়ের দপ্তর থেকে যেন সেই ট্রফি সরানো না হয়। তাঁর অনুপস্থিতিতে ওই ট্রফি হস্তান্তর করা যাবে না। মহসিন নকভির কথায়, ‘আমার অনুপস্থিতিতে এই ট্রফি কাউকে হস্তান্তর করার প্রয়োজন নেই। ভারতীয় দল বা বোর্ডের কোনও একজন প্রতিনিধিকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের দপ্তরে এসে ট্রফি নিয়ে যেতে হবে।’
অবশ্যই পড়ুন: ‘টেট পাস না করলে শিক্ষকের চাকরি বাতিল!’ রায় পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য
ACC সভাপতির পদ হারাতে পারেন নকভি
দীর্ঘদিন ধরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধানের নাটক দেখছে BCCI। সূত্রের খবর, এশিয়া কাপ ফাইনালের দীর্ঘ সময় কেটে যাওয়ার পরও ভারতীয় দলকে ট্রফি হস্তান্তর না করায় এবার নকভির বিরুদ্ধে বড় পদক্ষেপ নিতে পারে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড। শোনা যাচ্ছে, আগামী নভেম্বরের ACC বৈঠকে নকভির বিরুদ্ধে অভিযোগ রাখতে পারেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা। সূত্র বলছে, তাতেই ACC সভাপতির পদ হারাতে হতে পারে পাক মন্ত্রীকে। প্রসঙ্গে বোর্ডের এক কর্তা বলছেন, ‘নকভির পরিণতি শেষ পর্যন্ত কী হয়, সেটাই দেখার।’