প্রীতি পোদ্দার, কলকাতা: আবহাওয়ার নিয়ম অনুযায়ী এই মুহূর্তে বেশিরভাগ রাজ্যে বর্ষা (Weather Update) বিদায় নিয়েই ফেলেছে। শুধু বৃষ্টি এখনো অব্যাহত রয়েছে বাংলায়। যাব, যাব করেও যাচ্ছে না সে। রোজই কোথাও না কোথাও বৃষ্টি হচ্ছে। তবে এবার বর্ষা বিদায় নিয়ে সুখবর দিল আলিপুর আবহাওয়া দফতর। জানিয়েছে আগামীকাল থেকে বর্ষা বিদায় নেবে দক্ষিণবঙ্গে। তবে যাওয়ার আগেও কিন্তু ফের ভাসবে বৃষ্টি।
হাওয়া অফিসের আপডেট অনুযায়ী গুজরাট থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছে বর্ষা। মহারাষ্ট্রের কিছু অংশ, মধ্য প্রদেশ, উত্তর প্রদেশের বেশিরভাগ অংশ এবং বিহারের কিছু অংশ থেকেও বর্ষা বিদায় নিয়েছে। আগামী ৩ থেকে ৪ দিনে সেই সকল রাজ্যের বাকি অংশ থেকে বিদায় নেবে বর্ষা। একইসঙ্গে বিহার, ঝাড়খণ্ড, ছত্তীসগঢ় থেকেও বর্ষা বিদায় নেবে। অন্যদিকে আগামী চারদিনের মধ্যে পশ্চিমবঙ্গ, ওড়িশা, সিকিম এবং তেলঙ্গানা থেকেও বর্ষা বিদায় পর্ব শুরু হবে। অবশেষে বর্ষার মেঘ কেটে দেখা মিলবে হিমের পরশের। এক নজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসলে দক্ষিণ বাংলাদেশের কাছে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যার কারণে বাংলায় আরও কিছুদিন বৃষ্টি চলবে বলে আশঙ্কা করছে হাওয়া অফিস। তবে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরেও বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।
আরও পড়ুন: “হ্যালো মমতা দিদি, হ্যালো” ফাঁকা নলে মুখ রেখে দার্জিলিং জল প্রকল্প নিয়ে কটাক্ষ রাজু বিস্তার
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল উত্তরবঙ্গের একাধিক জেলায় তুলনামূলকভাবে আবহাওয়া ভাল থাকবে তবে দুর্যোগের সম্ভাবনা একদমই নেই। মূলত রৌদ্রজ্জ্বল আবহাওয়া থাকবে, কখনও আংশিক মেঘলা থাকবে আকাশ। তবে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পংয়ে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হবে। অন্যদিকে মালদা ও দুই দিনাজপুরে শুষ্ক আবহাওয়া তৈরির সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে বলা যায় ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।