স্টার্টিং প্রাইস ১০০, IFA শিল্ডের টিকিট বিক্রি শুরু হল

Published:

2025 IFA Shield final ticket sales start
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আগেই শোনা গিয়েছিল, ফাইনাল বাদে IFA শিল্ডের (2025 IFA Shield) সব ম্যাচ বিনামূল্যে দেখা যাবে। সেই মতোই, শনিবার থেকে শিল্ড ফাইনালের টিকিট বিক্রি শুরু হয়ে গেল। IFA সূত্রে খবর, একটি অনলাইন অ্যাপের মাধ্যমে ফাইনাল ম্যাচের টিকিট কাটতে পারবেন দর্শকরা। জানা গেছে, ফাইনালে টিকিটের দাম শুরু হচ্ছে 100 টাকা থেকে। ।

15 হাজার টাকা পর্যন্ত টিকিট পাওয়া যাবে

আপাতত যা খবর, IFA শিল্ডের ফাইনাল ম্যাচের টিকিট মূল্য 100 টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ 15,000 টাকা। জানা গিয়েছে, 15,000 টাকার টিকিটে VIP পাস পাবেন সম্ভাব্য দর্শকরা। IFA জানিয়েছে, ফাইনাল ম্যাচে সাধারণ দর্শকদের জন্য কম করে 30,000 টিকিট ছাড়া হয়েছে।

উত্তরবঙ্গের বন্যা কবলিত মানুষদের পাশে IFA

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন ঠিক করেছে, শিল্ডের ফাইনাল ম্যাচের 15,000 টাকা মূল্যের টিকিট বিক্রি করে যে অর্থ রোজগার হবে তার সবটাই তুলে দেওয়া হবে উত্তরবঙ্গের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মানুষের সাহায্যের জন্য তৈরি ত্রাণ তহবিলে। শোনা যাচ্ছে, এছাড়াও অন্যান্য টিকিট বিক্রি থেকে হওয়া আয়ের একটা অংশও এই তহবিলে যাবে। IFA এর এই উদ্যোগকে ইতিমধ্যেই স্বাগত জানিয়েছেন অনেকেই।

সূত্রের খবর, বিক্রি হওয়ার টিকিট মূল্য পাঠানোর পাশাপাশি সমর্থকদের থেকে শুকনো খাবার, পোশাক সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহের জন্য কাউন্টারও খোলা হবে। সেগুলি পরবর্তীতে উত্তরবঙ্গের বন্যা কবলিত মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। এ নিয়ে অবশ্য পুলিশকে চিঠি দিয়েছে বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা। প্রশাসনের তরফে অনুমতি পাওয়া গেলেই পুরোদমে শুরু হবে কাজ।

অবশ্যই পড়ুন: T20 ক্রিকেটে বড় অঘটন! দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস লিখল নামিবিয়া

ফাইনালে ডার্বি হওয়ার সম্ভাবনা প্রবল

IFA শিল্ডের এ যাত্রায় আলাদা আলাদা গ্রুপে রয়েছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। তবে প্রথম থেকেই শোনা যাচ্ছে, শিল্ডের ফাইনালে দুই ময়দান প্রধানের মুখোমুখি হওয়ার সম্ভাবনা প্রবল। কাজেই শিল্ডেও দেখা যাবে কলকাতার ডার্বি। এ প্রসঙ্গে ফুটবল বিশেষজ্ঞদের একটা বড় অংশের মত, IFA শিল্ডের ফাইনাল ম্যাচে কলকাতা ডার্বি হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ ইস্ট এবং মোহন যদি ফাইনালে পৌঁছয় তবে দুই দলের হাই ভোল্টেজ ম্যাচ গড়াবে যুবভারতী ক্রীড়াঙ্গনেই।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join