দীপাবলির আগে DA বৃদ্ধির ঘোষণা রাজ্য সরকারের, মেটানো হবে বকেয়াও

Published:

Da hike (1)
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ অবশেষে এল সেই সুখবর যেটার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন সরকারি কর্মীরা। সকল অপেক্ষার অবসান ঘটিয়ে সরকারি কর্মীদের মহার্ঘ্য ভাতা বা ডিএ (DA Hike) বৃদ্ধি করল রাজ্য সরকার। এর পাশাপাশি সরকারের তরফে পেনশনভোগীদের জন্যেও বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিশ্চয়ই ভাবছেন যে কোন রাজ্য সরকার দীপাবলির আগে মহার্ঘ্য ভাতা বৃদ্ধি করল? তাহলে জানিয়ে রাখি, অরুণাচল প্রদেশ সরকার সরকারি কর্মচারীদের ডিএ বাড়িয়ে বড় উপহার দিয়েছে।

৩% ডিএ বৃদ্ধি করল অরুণাচল সরকার

কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের পর, রাজ্য সরকার তার কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ্য ভাতা (ডিএ) এবং মহার্ঘ্য ত্রাণ (ডিআর) ৩% বৃদ্ধি অনুমোদন করেছে। এই সংশোধনী ১ জুলাই, ২০২৫ থেকে কার্যকর হবে, রাজ্য কর্মচারীদের জন্য মহার্ঘ্য ভাতা ৫৫% থেকে বাড়িয়ে ৫৮% করা হবে। মুখ্যমন্ত্রী পেমা খান্ডু বলেছেন যে এই সিদ্ধান্তের ফলে হাজার হাজার রাজ্য সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং অল ইন্ডিয়া সার্ভিস (এআইএস) কর্মকর্তারা উপকৃত হবেন। তিনি জানান, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি থেকে কর্মচারী এবং পেনশনভোগীদের স্বস্তি দেওয়ার জন্য এই বৃদ্ধি করা হয়েছে।

কেন DA বাড়ানো হল?

সরকার তার কর্মচারী এবং পেনশনভোগীদের ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয়ের সাথে তাল মিলিয়ে চলতে সাহায্য করার জন্য মহার্ঘ্য ভাতা প্রদান করে। যখন প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পায়, তখন কর্মচারীদের আয় মুদ্রাস্ফীতির সাথে সামঞ্জস্যপূর্ণ রাখার জন্য মহার্ঘ্য ভাতা বৃদ্ধি করা হয়। এহেন পরিস্থিতিতে এই ৩% বৃদ্ধি অরুণাচল প্রদেশের সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের উভয়েরই আয় কিছুটা বৃদ্ধি করবে, যা তাদের আর্থিক স্বস্তি দেবে।

এই সিদ্ধান্তের ফলে হাজার হাজার রাজ্য সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং AIS অফিসাররা উপকৃত হবেন। এর ফলে তাদের মাসিক বেতন এবং পেনশন উভয়ই বৃদ্ধি পাবে, যা উৎসবের মরশুমের আগে তাদের অতিরিক্ত তহবিল দেবে। রাজ্য সরকার জানিয়েছে যে জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর ২০২৫ এর বকেয়া ডিএ বা ডিআর নগদ অর্থে প্রদান করা হবে। নতুন বর্ধিত ডিএ বা ডিআর ২০২৫ সালের অক্টোবর মাসের বেতন এবং পেনশনের সাথে যুক্ত করা হবে। জানিয়ে রাখি, কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য ৩% ডিএ বা ডিআর বৃদ্ধি অনুমোদন করেছে। কেন্দ্রীয় সরকারের এই সংশোধনীও ১ জুলাই, ২০২৫ তারিখ থেকে কার্যকর হয়েছিল, যার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ ৫৫% থেকে বাড়িয়ে ৫৮% করা হয়েছিল।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join